নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সম্পদহীনদের জন্য শিক্ষাই সম্পদ

চাঁদগাজী

শিক্ষা, টেকনোলোজী, সামাজিক অর্থনীতি ও রাজনীতি জাতিকে এগিয়ে নেবে।

চাঁদগাজী › বিস্তারিত পোস্টঃ

প্রশাসন আসলেই বুদ্ধিমান, জাতির ২ বিলিয়ন ডলার বেঁচে গেলো!

৩১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ৯:৫৪



বিশ্বের অন্যান্য জাতি ও প্রতিবেশী, ভারতের তুলনায় করোনায় বাংলাদেশ তেমনভাবে আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত হয়নি। টিকা না কিনে আমাদের প্রশাসন ঠিকই টিকা ম্যানেজ করে ফেলেছে; এখন বুষ্টার দেয়ার কথাও বলছে; জাতির ২ বিলিয়ন ডলার বেঁচেই গেলো; আমাদের প্রশাসন আসলেই বুদ্ধিমান। আমি ব্লগে গাধার ছবি দিয়ে খালি টিকা কেনার কথা লিখে ব্লগ ভরায়ে ফেলেছি; নুরু সাহেব ঠিকই বলতেন, আল্লাহ আমাদর সাথে আছেন, টিকা কাউকে রক্ষা করতে পারবে না, জন্মমৃত্যু আল্লাহের হাতে, তিনি রক্ষা করবেন; নুরু সাহেবের কথা সত্য হলো, টিকা না কিনেও বাংলাদেশে আমেরিকার তুলনায় হাজার গুণে ভালো আছে।

আমেরিকা টিকা দিলো ২ ডোজ, বুষ্টার দিলো; কিন্তু খবর নেই, গত ৭ দিনে ২১ লক্ষ মানুষ নতুন করে আক্রান্ত হয়েছে, ইহা বিরল রেকর্ড। ট্রাম্প টিকা ডেভেলপেন্টে কয়েকটি কোম্পানীকে কয়েক বিলিয়ন দিয়েছিলো, সে চেয়েছিলো নির্বাচনের আগে যেন টিকা বেরিয়ে যায়। এত ডলার ঢালার পরও টিকা বের হলো নির্বাচনের ৬ দিন পর। এখন আমেরিকায় নববর্ষের সপ্তাহ চলছে, আগামী সপ্তাহে কি পরিমাণ আক্রান্তের খবর আসবে কে জানে!

আমি সামুতে টিকা কেনার পক্ষে অনেকগুলো পোষ্ট দিয়েছি, শতশত মন্তব্য করেছি; এখানে ডিজিএফআই'এর বড় কর্মকর্তার (রিটায়ার্ড ) সাথে তর্ক করেছি, নিজের এমপি'র সাথে কথা কাটাকাটি করে শত্রু হয়েছি; কিন্তু দেখা যাচ্ছে যে, এখন টিকার অভাব নেই: ১০ কোটী ডোজ দেয়া হয়ে গেছে, আরো ১৬ কোটী ডোজ শীঘ্রই নাকি আসছে।

আমি কি ভাবি আর ঘটে কি! টিকা কেনার পক্ষে আমি সামুতে যখন পোষ্ট লেখে সামু উল্টায়ে ফেলছিলাম, তখন কিন্তু আমি খেয়াল রেখেছিলাম, ডা: জাফরউল্যা চৌধুরী, ড: কামাল হোসেন কিংবা বিএনপি টিকা কেনার পক্ষে দাবী তোলে কিনা! খবর নেই, বিএনপি শুধু বেগম জিয়ার মুক্তি নিয়ে কথা বলছিলো, ডা: জাফরউল্যা চৌধুরী উনার টেষ্টকিট নিয়ে খচরমচর করছিলো ও ড: কামাল হোসেন করোনার ভয়ে ভাষা হারিয়ে চুপ হয়ে গিয়েছিলেন। আমি অবশ্য জানতাম যে, বাংলাদেশের প্রশাসন যাই করুক না কেন, টিকার জন্য ২ বিলিয়ন ডলার ব্যয় করবে না, ওরা জানতো যে, টিকা একদিন নিজে এসেই উপস্হিত হবে, টিকা কেনার দরকার হবে না।


মন্তব্য ৩১ টি রেটিং +১/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:০৫

ইমরোজ৭৫ বলেছেন: ০১। বাংলাদেশে ফ্রি টিকা আসবে না!
০২। আমার মরণ হলে আগুনে পুরেও মরতে পারি আবার পানিতে ডুবেও মরতে পারি। বা ঘুমের ভিতরেও মরতে পারি। তবে টিকা নিয়ে নিরাপদে থাকা ভালো। প্রস্তুতি নিয়ে রাখি, বাকি সব উপর ওয়ালার ইচ্ছে।
০৩। বাংলাদেশ যদি ইজরাইল, চীন, জাপানের মত যদি আবিষ্কার করনে ওয়ালা যদি হতো তাহলে কতই না ভালো হতো। করোনার টীকা আবিস্কার করে বিদেশে রপ্তানী কে ২ বিলিয়ন টাকা আয় করিতো।

৩১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১০

চাঁদগাজী বলেছেন:



প্রতিদিন সকালে ও বিকেলে ৫ মিনিট করে জিকির করবেন, টিকার দরকার হবে না।

২| ৩১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:০৬

শেরজা তপন বলেছেন: বাঙালি জাতির দিন দিন বিদ্যা না হোক বুদ্ধি বাড়ছে।
আপনি কি নিজের ভুল স্বীকার করছেন- নাকি ব্যঙ্গ?

৩১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৯

চাঁদগাজী বলেছেন:


আমি ভুল স্বীকার করছি, আমি ব্যঙ্গ ম্যাংগর ভেতরে নেই; শুধু খারাপ লাগছে, ১ লাখ টাকা মুল্যের এটর্নী জেনারেল ঠিক সময় তাবিজ পাননি।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:০৮

নাহল তরকারি বলেছেন: কবে যে আমরা আমেরিকার মত বড়লোক হবো? আমেরিকা তুমরা কত ধনী। আমরা কত গরিব।

৩১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৩

চাঁদগাজী বলেছেন:




আমেরিকার যেই অবস্হা ওরা কয়েকদিন পর বসুন্ধরার কাছে রিলিফ চাইবে।

৪| ৩১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:১৪

সাসুম বলেছেন: আপনাকে একটা কথা বলি গাজিসাব-

বাংলাদেশে করোনা নিয়ে যা হইছে এই ইতিহাস একদিন বের হবে।

সবচে বড় কথা, এত তথ্য লুকানো হইছে সেটা আমাদের চিন্তার ও বাইরে।

যাই হোক-বাংলাদেশে করোনা পরিস্থিতি কতটা খারাপ সেটা জাস্ট ভেতরের লোকেরাই জানে।

বাংলাদেশের মানুষের হেলথ পরিস্থিতি নিয়ে ভিন্ন চিন্তার সুযোগ আসছে। যাই হোক, আপাতত বিজি আছি ভারত চীন বাংলাদেশ এর ফ্রেশ ওয়াটার সোর্স এর একটা লিখা নিয়া। পড়তে দিমুনে আপ্নারে।


৩১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:২৪

চাঁদগাজী বলেছেন:



লেখেন, পড়বো।

শেখ হাসিনা সরার পরদিন থেকে আওয়ামী লীগের লোকেরাও উনার বদনাম করবে।

৫| ৩১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৩৬

শূন্য সারমর্ম বলেছেন:

প্রশাসন বুদ্ধিমান,ব্লগাররা গাধা।টিকা বের হবার কয়েকমাস পরেই দেশের সার্বিক অবস্থা দেখে প্রশাসন ঠিকই বুঝে গিয়েছিলো।

করোনায় দেশের মানুষ কীভাবে বেঁচে গেলো,এটা লং প্রসেসের রিসার্চের বিষয়।

৩১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৪১

চাঁদগাজী বলেছেন:



প্রশাসনের ডাকাতেরা কিছুই বুঝেনি; বাংলাদেশের মানুষ মরলে সরকার ১লাখ টাকা দেয়, মন্ত্রীরা ১০ লাখ টাকা দিয়ে কোরবানীর গরু কিনে। টিকা কিনলে এটর্নী জেনারেলের মৃত্যু না হওয়ার সম্ভাবনা ছিলো ও ৫০/৬০ হাজার মানুষ কম মরতো।

৩১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৪৩

চাঁদগাজী বলেছেন:



টিকা যখন দেয়ার দরকার ছিলো, তখন দেয়নি; এখন দেরীতে টিকা দিচ্ছে, শহরের ৯০ ভাগ মানুষের করোনা হয়ে গেছে অনেক আগেই।

৬| ৩১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৪৫

জুল ভার্ন বলেছেন: বাংলাদেশে করোনা টিকা সংগ্রহ, তৈরির ঘোষণা(বংগভ্যাক্স) প্রয়োগ সবই ক্ষমতাসীনদের একটা গেম ছাড়া আর কিছু না। যার সাথে আমজনতার সম্পৃক্ততাও নাই এবং উপকারও নাই।

৩১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১০:৫২

চাঁদগাজী বলেছেন:




আমাদের আমজনতা টিকা ইত্যাদির ব্যাপারে কথাবলার মতো জ্ঞানী নন; এমন কি আমাদের ইউনিভার্সিটির লোকেরাও টিকার গুরুত্ব বুঝার কথা নয়।

৭| ৩১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:১৩

নূর আলম হিরণ বলেছেন: বাংলাদেশে করোনায় মৃত্যুর হার কম হলেও মানুষের কর্মদক্ষতা যে হ্রাস হয়েছে তা সত্য। এবং টিকা ছাড়া যারা আক্রান্ত হয়েছে এবং ভালোও হয়েছে তাদের নানান শারীরিক সমস্যা সৃষ্টি হচ্ছে।

৩১ শে ডিসেম্বর, ২০২১ সকাল ১১:২৮

চাঁদগাজী বলেছেন:



সেটার দিকে আমাদের সরকার, ব্যুরোক্রেটদের জ্ঞান নেই;ওদের পরিবারের সদস্যরা অসুস্হ হলে সামরিক হাসপাতাল আছে; বাকীগুলো ওদের জন্য বাজার। টিকা না কেনার ফলে, সময় মতো টিকা দেয়া হয়নি, ৫০/৬০ হাজার পরিবার আপনজনকে হারায়েছে, কয়েক কোটী মানুষের স্বাস্হ্য হুমকির সম্ভাবনা।

৮| ৩১ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৪৮

শূন্য সারমর্ম বলেছেন:

ডিজিএফআই ও এমপিদের ভাবনা কি দেশের জন্য দরকারী??

৩১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২১

চাঁদগাজী বলেছেন:




বাংলাদেশের কোন এমপি (৫০ বছরে ) জানে না, তাদের কাজ কি? ডিজিএফআই'এর লোকেরা জনসাধারণের বিপক্ষে ষড়যন্ত্র করে, সরকারকে কুপথে থাকতে সাহায্য করে।

৯| ৩১ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ১২:৫০

রাজীব নুর বলেছেন: আমি আপনাকে আগেই বলেছি- এই দেশ শেষ।

৩১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২২

চাঁদগাজী বলেছেন:


ইহাকে ঠিক করার মতো মহামানব ইউরোপে জন্মাবে না কোনকালে!

১০| ৩১ শে ডিসেম্বর, ২০২১ দুপুর ২:৫০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


বাংলাদেশ না কিনলেও এতো টিকা উপহার/দান হিসেবে আসার কারণ কি, চাঁদগাজী ভাই?!!

৩১ শে ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৬:২৭

চাঁদগাজী বলেছেন:



বর্তমান বিশ্ব চালাচ্ছে আমেরিকা ও ইউরোপ; ওরা মহামারীতে চুপ করে বসে থাকলে ওদের ক্ষতি; ৩য় বিশ্বে করোনা থেকে গেলে, উহা ইউরোপ ও আমেরিকায় আসবে।

দেখলেন, কিভাবে ভারত থেকে ডেলটা ও দ: আফ্রিকান দেশগুলো থেকে কিভাবে ওমিক্রোন বিশ্ব দখল করলো? বাংলাদেশে যদি ঢাকাত নামে কোন মিউটেশান হয়, উহা প্রথমে আরব যাবে, তারপর সোজা নিউইয়র্ক এসে যাবে।

১১| ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:১১

জ্যাকেল বলেছেন: তৃতীয় বিশ্বের এক দেশে আর কি আশা করার আছে? টিকা যদি সঠিক হিসাবে কেনা হয় তাহা হইলে যে পরিমান পয়সা রাজস্ব থেকে কাটা যাবে তাহা কল্পনারও বাহিরে।

বাই দা রাস্তাঃ
কুত্তাটা খুব আরামে আছে গাধার উপরে।

৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৫৪

চাঁদগাজী বলেছেন:




আপনি ৩য় বিশ্বের ৩য় শ্রেণীর বুদ্ধিজীবি।

১২| ৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৩৬

সোবুজ বলেছেন: বেঁচে গেল না ডুবে গেল পরে বুঝা যাবে।আপাতত খাবি খাচ্ছে।

৩১ শে ডিসেম্বর, ২০২১ রাত ৮:৫৫

চাঁদগাজী বলেছেন:



মুরগীর বাচ্চা কয়টা চিলে নিলো, মুরগী সেটা নিয়ে ভাবে না, জীবন চলতে থাকে।

১৩| ০১ লা জানুয়ারি, ২০২২ রাত ২:০৫

নেওয়াজ আলি বলেছেন: জটিল শাসন ও জটিল রাজনীতি যাই চলুক। আমার বৃদ্ধ মা-বাবা ও স্কুল পড়ুয়া মেয়েও টিকা পেয়েছি । এতেই আমি খুশি ও শান্ত।

০১ লা জানুয়ারি, ২০২২ সকাল ৮:২৫

চাঁদগাজী বলেছেন:


১০ কোটী ডোজ দেয়া হয়েছে, ৫ কোটীর কাছাকাছি মানুষ টিকা পেয়েছেন।

১৪| ০১ লা জানুয়ারি, ২০২২ বিকাল ৩:২২

জ্যাকেল বলেছেন: লেখক বলেছেন:আপনি ৩য় বিশ্বের ৩য় শ্রেণীর বুদ্ধিজীবি।

আপনি কি চান আমি আপনার পোস্টে যাতে মন্তব্য করি? তাহলে বলেন, আমিও দায়মুক্তি পাইব। অন্তত এত পাতলা/গুরুত্বমুক্ত পোস্টে এসে কস্ট করে বিশ্লেষণ করতে হইবে না। আমাকে কমেন্ট ব্যান মেরে দেন।
আর যদি তা না হয় তবে ব্যক্তি আক্রমনাত্মক উত্তর/মন্তব্য বন্ধ করেন।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:০৩

চাঁদগাজী বলেছেন:



সঠিক মন্তব্য করার ধারণা আপনার আছে বলে আমার মনে হয়নি কোন সময়।

১৫| ০১ লা জানুয়ারি, ২০২২ সন্ধ্যা ৭:২৪

রাজীব নুর বলেছেন: জ্যাকেলসহ আরো তিনজন ব্লগার আপনাকে খুব বেশি কটাক্ষ্য করছে। এরা অতি নিম্ম মানের মন্তব্য করছে। কটু মন্তব্য করছে। অপমানসূচক মন্তব্য করছে। ব্লগ টিম এদের মন্তব্য গুলো কেন মুছে দেয় না? আমার বিশ্বাস জাদিদ ভাই ব্যবস্থা নিবেন।

০১ লা জানুয়ারি, ২০২২ রাত ৮:০৫

চাঁদগাজী বলেছেন:



এই ধরণের লোকদের মনন ব্লগিং'এর জন্য যথেষ্ঠ নয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.