নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটা শান্ত প্রকৃতির ছেলে...এরচেয়ে বেশি কিছু আর বলতে চাইনা.......

মেঘের স্বপ্ন

মেঘের স্বপ্ন › বিস্তারিত পোস্টঃ

একটু ভালো থাকার আকুতি

০৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:২৭

গতো বছরের রোজার ঈদ। সবার গায়ে নতুন জামা কাপড়। আনন্দটাই আলাদা।আগের রাতে কয়েকজন বন্ধু মিলে ডিসাইড করলাম ঘুরতে যাব।যেদিকে দু চোখ যায়। তো ঈদের নামাজ শেষে বের হয়ে গেলাম সবাই।

গন্তব্য ফয়েজ লেক।

ট্রেনে ঈদের দিন টিকেট লাগেনা।যেহেতু আমরা সবাই student , হিসাব করে চলতে হয় তাই সবার মতামত অনুযায়ি সিদ্ধান্ত নিলাম ট্রেনে যাব।

মোটামুটি ১১টার মধ্যেই এসে গেলাম ষ্টেশনে। ষ্টেশন মাস্টারকে জিজ্ঞেস করলাম...



মামা ট্রেন আইব কখন.?

মামা বলল..এইতো একটু পরে আসব..!!



তাই ট্রেনের অপেক্ষায় সবাই একযায়গায় গোল হয়ে বসলাম।

সেকেন্ড যায়,মিনিট যায়,মাগার ট্রেন এখনো আসেনা।

তূর্য বিরক্ত হয়ে উঠে গেল..একটু দূরে একটা বাদাম ওয়ালার কাছে। হয়তো বাদাম কিনতে..!

আমরা সবাই আড্ডা মারছি আপন মনে। তার দিকে আর অতটা খেয়াল করা হয়নি।

একটু পরে সে গায়ে শত ছন্ন কাপড় পরা দুটি বাচ্চ টাইপের ছেলে নিয়ে হাজির..!! চোখ দুটো ছলছল..কাছে এসে বলল....



তোরা আমার বেস্ট ফ্রেন্ড। আমার একটা ছোট্ট অনুরোধ আছে। আমি আসা করি একজন বেস্ট ফ্রেন্ড হিসাবে তোরা আমার এই অনুরোধটা রাখবি।

আমাদের সবার মা আছে বাবা আছে..তাদের কাছ থেকে আমরা পকেট ভর্তি টাকা পাই আবার কেউ তা না পেলেও যেগুলো পাই তা আমাদের জন্য যথেষ্ট । ঠিক মতো ৩বেলা খাবার পাই, ঈদের দিন সেলামি পাই, নতুন নতুন জামাকাপড় পাই আরো কতো কি পাই।

কিন্তু আমাদের আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা এর সমান্ন অংশও পায়না। এই দুটো ছেলে তাদের দলে যারা দুমোঠু খেতে পায়না আর নতুন জামা কাপরের কথা না হয় বাদই দিলাম।

আমরাতো প্রতি বছর ঘুরতে যাই।এবার না হয় নাই গেলাম। শুধু এই বারের জন্য আমাদের টাকা গুলো এদের মতো মানুষদের উৎসর্গ করি। এতে হয়তো তাদের খুব বেশি উপকার হবেনা কিন্তু তাদের মুখে হয়তো এক বেলার জন্য আমরা হাসি ফুটাতে পারব। এটাইবা কম কিসের...?? এবার তোদের ইচ্ছে তোরা কি করবি...

আমরা সবাই একটু চিন্তা করে দেখলম তূর্য আসলে খারাপ কিছু বলেনি। যার পকেটে যতো টাকা ছিল ফিরতি ভাড়া ছাড়া সবটুকুই তূর্যের হতে দিয়ে দিলাম..আমরা ৭জন ছিলাম। টাকা হলো ৬৩০০টাকা।

সেগুলো দিয়ে কিছু খাবার আর কিছু জামাকাপড় কিনে ষ্টেশনেক যতো পিচ্চি আছে সবাইকে দিয়ে দিলাম।

হয়তো আমরা সেদিন ঘুরতে যেতে পারিনি। এতে আমাদের কোন আফসোস নেই। কারন এর চেয়ে বড় কিছু আমরা করেছি। খুব সল্প সময়ের জন্য হলেও আমরা কিছু অভাবি মানুষের মুখে হাসি ফুটাতে পেরেছি...এটাই বা কম কিসের...????



মরাল : আমাদের দেশে ৬০% মানুষ সচ্ছল। এই ৬০% মানুষ যদি একটু চেষ্টা করি তাহলে কি পারিনা বাকি ৪০% মানুষের মুখে একটু খানি হাসি ফুটাতে....????

আপনার আমার খুব সামান্ন ইচ্ছায় হয়তো সেটা সম্ভব..

চলুননা একটু চেষ্টা করে দেখি........

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.