![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজকে এক নিউজ পোর্টালে একটা রিপোর্ট দেখে ক্রেশ খাইলাম। রিপোর্টে বলা হইছে.......
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ২০১০ সালের প্রতিবেদন অনুযায়ী....
৩০টি সরকারি বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা রয়েছে প্রায় ৪০ হাজার। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন বিষয়ে আসন রয়েছে সর্বমোট ৩ লাখ ৬৯ হাজার
৮৫৪টি। ৫১টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা ১ লাখ ১৪ হাজার ৫১২টি।
দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও মাদ্রাসা সব মিলিয়ে উচ্চ শিক্ষায় আসন সংখ্যা ৫লাখের কিছু বেশি। এ বছর এইচএসসি/সমমান পরীক্ষায় পাস করেছে ৭ লাখ ২১ হাজার ৯৭৯ জন।
তাইলে এ হিসেবে অনুযায়ী দেখা যায় ২ লাখ শিক্ষার্থী শুধু আসন সংকটের কারণেই উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হবে...!!!!
উচ্চ মাধ্যমিক পর্যন্ত সবার জন্য মোটামুটি শিক্ষার সুযোগ থাকলেও আমাদের দেশে উচ্চ শিক্ষা বলতে যেটিকে বুঝানো হয় i mns বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিগুলোতে পড়ার সুযোগটা খুবই কম সংখ্যক ছাত্ররাই গ্রহন করতে পারে।
বাট আমি যদি আমাদের প্রতিবেশী দেশগুলোর প্রতিবেদন তুলেধরি তাহলে বলতে হয় পাকিস্থানের মতো দেশে যেখানে শিক্ষা বন্ধ করার জন্য রিতীমতো রক্তারক্তি কান্ড হয় সেই দেশেরই ১৪-১৭% স্টুডেন্ট নিয়মিত উচ্চ শিক্ষা গ্রহনের সুযোগ পায় নিজের দেশেই। ভারতে সুযোগ পায় ২৬% স্টুডেন্ট। আর আমেরিকা, জাপান, ফ্রান্স কিংবা চীনের মতো উন্নত দেশগুলোতে সুযোগ পায় প্রায় ৫৬% স্টুডেন্ট।
যেখানে আমাদের দেশে স্টুডেন্টরা সুযোগ পায় টেনেটুনে ৬% ......!!!!!!
মাননীয় প্রধান মন্ত্রী.......
বঙ্গবন্ধু কি খালি দেশটাকে ডিজিটাল আর থ্রিজি করার স্বপ্নই দেইখা গেছে নাকি আমাদের মতো মিডেলক্লাস স্টুডেন্টদের জন্য কিছু ভালো এ্যডুক্যাশন সিস্টেমের স্বপ্নও দেখছে...????
আমাদের দেশের সরকার কোটি কোটি টাকা দিয়া সন্ত্রাস পালে...মানুষ মারার জন্য যার্ব পালে বাট একটা স্টুডেন্টের জন্য বছরে কয়েক হাজার টাকা খরচ করতে পারেনা..!
বালের দেশে বালের এ্যডুক্যাশন সিস্টেম...!! সব শালা ধান্দাবাজ....
আম্মু বিদেশ যাব.... :'( :'(
০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৯:৪৪
মেঘের স্বপ্ন বলেছেন: হুম.. তবে সবটা নাহিদের দোষ দেয়া ঠিক হবে না। আপনার চারপাশের মানুষগুলা যদি ঘুমায় তখন আপনার একটু হলেও ঝিমুতে ইচ্ছে করবে তাইনা..? টাকলু সাহেব সরি নাহিদ সাহেবের অবস্থাও ঠিক ঐ রকম।
২| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩০
নিলু বলেছেন: বর্তমানে নাকি শিক্ষার মান কম তাই বেসী ছাত্রছাত্রী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া শিখে লাভ কি ? আরও শোনা যায় টাকা দিলেই বিশ্ববিদ্যালয়ের সনদ কিনতে পাওয়া যায় , তাহলে শিক্ষা প্রতিষ্ঠান বাড়িয়ে লাভ কি হবে ? তাই বলি শিক্ষিত এবং অশিক্ষিত এর মধ্যে তফাৎ কি বলতে পারেন ?
০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:০৬
মেঘের স্বপ্ন বলেছেন: শিক্ষার মান কম তবে সেটা বাংলাদেশে। বাংলাদেশে টাকার মান বেশি। আর মোটা অংকের টাকা ইনকামের জন্য একটা সার্টিফিকেট দরকার। তবে সেইটা যদি হয় পাবলিক কোন ভার্সিটির তাইলেতো কথাই নেই।
টাকা দিলে সত্যিই টার্টিফিকেট মিলে বাট যাদের সার্টিফিকেট কিনার মতো ক্ষমতা নেই তাদের জন্য কি পাবলিক শিক্ষা প্রতিষ্ঠান বাড়ানো দরকার না.??
আমাদের দেশে যাদের ক্ষমতা আছে তারা শিক্ষিত আর যাদের ক্ষমতা নেই তারা অশিক্ষিত ...
৩| ০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৯:৩৮
সাইফুর রহমান পায়েল বলেছেন: আমাদের দেশের শিক্ষিত ও অশিক্ষিত লোকের মান একি। পার্থক্য কেবল একজনের সনদ আছে, আরেকজনের সনদ নেই। এখন পরিক্ষা না দিলেও এ+ পাওয়া যায়।
ভাই বিদেশ গেলে আমাগো জানাইয়া যাইয়েন কেম্নে গেলেন।
০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:১১
মেঘের স্বপ্ন বলেছেন: দাদার কাছে শুনছিলাম উনারা হেটে হেটে বিদেশ যেতেন। বাট এখনতো এই সিস্টেম নেই তাই দেখি টেকনাফ দিয়ে যাওয়ার কোন ব্যবস্থা করা যায় কিনা....
৪| ০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:২৩
নিলু বলেছেন: সনদ সরকারী / বেসরকারি একই কথা , শুনেছি রাজনীতি করলে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলিতেও সনদ পাওয়া যায় না পড়ে , আর আপনি লেখায় যে ভাষা ব্যাবহার করেছেন তাতে উচ্চ শিক্ষা নিয়ে কি হবে ? তাতে আমরা সন্দিহান ? মানুষের রাগ, জেদ , অভিমান হতেই পারে তাই বলে খারাপ ভাষা লিখা একজন শিক্ষিত মানুষের নিকট আশা করা যায় না , তাহলে তো মূর্খতাই রয়ে গেলো যে , ক্ষমতা দিয়ে সব সময় সব কিছু পাওয়া যায় না । আশা করি কিছু মনে নিবেন না , ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০২ রা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৫৬
খেলাঘর বলেছেন:
সঠিক ব্যাপারে লিখেছেন।
নাহিদ অন্যদের থেকে ভালো, তবে ইডিয়ট টাইপের মানুষ