নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ কে অনেক ভালবাসি, এই জন্য কাওকে ছোট হতে দেখলে অসহায় বোধকরি আর নিজকেও অনেক ছোট মনে হয়।

চাঁনপুইরা

মা ও দেশের জন্য মন কান্দে।

চাঁনপুইরা › বিস্তারিত পোস্টঃ

আমরা বাংলাদেশীদের রাজনৈতিক সচেতনতা

০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৮:২৩

আমরা যারা বাংলাদেশী। রাজনৈতিক ভাবে সচেতন এবং অনেকেই কারো না কারো সমর্থক ,তাদের প্রতি -

ঘরে যদি কারো ছোট বাচ্চা থাকে সে হতে পারে নিজ সন্তান ( যে কিনা পৃথিবীর সবচেয়ে আদরের এবং অবশ্যই প্রিয় ) , বাড়িতে প্রবেশ করেই আগে তার সান্নিধ্য কামনা করবে বা খোঁজ নিবে যা খুবই স্বাভাবিক।যদি বাইরের কেও সাথে থাকে স্বাভাবিক ভাবেই সেও এগিয়ে আসবে ছোট বাচ্চাকে কোলে নিয়ে আদর করতে। যদি লক্ষ্য করা হয় শিশুটি ইতোমধ্যে প্রাকৃতিক কর্মটি সেরে ফেলার কারনে এমুহূর্তে দুর্গন্ধ ছড়াচ্ছে, সে অবস্থায় সচেতন ব্যক্তি মাত্রই শিশুটিকে বাইরে থেকে আসা লোকটির কোলে দিয়ে নিজে ও বিব্রত হবে না বা লোকটিকে ও বিব্রত করবে না অথবা বলবে না “দেখুন কি সুইট এবং সুন্দর , নিন কোলে নিন আদর করুন“ আর তার সাথে আরও প্রশংসা সূচক বাক্য। আগে নিশ্চয়ই শিশুটিকে পরিষ্কারের উদ্যোগ নিবে ।

অথচ এই সচেতন ব্যক্তিটি ই তার পছন্দের প্রিয় রাজনৈতিক দল আর তার নেত্রিত্তের নানা দুর্গন্ধ আর পুঁতি গন্ধময় আকাম কুকাম কে কি নির্লজ্জের মত সমর্থন দিয়ে যায়, তাতে এতটুকও বিব্রত বোধ করে না, লজ্জিতও হয় না । বরং গলা ফুলিয়ে নানা অযুক্তি আর কুযুক্তি দিয়ে এসব কুকর্মকে ঢাকার কসরত করতে থাকে, কিন্তু শিশুর মলের সেই গন্ধের মত তা কি আদৌ ঢাকতে পারে ?


কি বিচিত্র, কি নির্লজ্জ এবং কত হাস্যকর দল ও নেতাদের প্রতি আমাদের এ ভালোবাসা আর আনুগত্য।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:২৬

চাঁদগাজী বলেছেন:

পড়লাম।

বাংগালীকে অশিক্ষিত করে রেখে মজা লুটছে দলের লোকেরা

২| ০৯ ই জানুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৩

খোচা বাবা বলেছেন: চানপুর, শাহরাস্তির জাহিল খান নামক কাউকে চিনেন ?

১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৭

চাঁনপুইরা বলেছেন: না , এই নামে কাওকে চিনি না ।

৩| ২১ শে জুলাই, ২০১৬ ভোর ৫:৩০

চাঁদগাজী বলেছেন:



নতুন কিছু লিখেন

৪| ০৩ রা আগস্ট, ২০১৬ ভোর ৬:৫১

চাঁদগাজী বলেছেন:



নতুন কিছু লেখেন, না হয় মগজ একদিন কাজ করা বন্ধ করে দেবে।

৫| ০৩ রা আগস্ট, ২০১৬ সকাল ৭:১০

চাঁনপুইরা বলেছেন: মগজ বিহীন কোন মানব সন্তান এর অস্তিত্থ আসলে আছে কিনা আমার জানা নাই। আর মগজ ওয়ালা দাবীদার বা সত্যি সত্যি মগজ ওয়ালা মানব সন্তানদের মগজ হীন কর্মকাণ্ডে অতিশয় লজ্জিত , এমনকি মাঝে মধ্যে খুব অসহায় ও বোধ করি । কারন যাদের আলোয় আশেপাশের অন্ধকার দূরীভূত হওয়ার কথা তাদের নির্লজ্জ আচরনে লজ্জিত হয়ে নিজকে গুটিয়ে রাখি, কিছু বলার থাকলেও নিরবাক হয়ে যাই।

৬| ২৯ শে আগস্ট, ২০১৬ ভোর ৬:৩৭

চাঁদগাজী বলেছেন:



আপনার বাকস্বাধীনতা কেঁদে মরছে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.