![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিত্য দিনের ঘটনা সড়ক দুর্ঘটনা। সারাদেশে অন্তত দুইশ পরিবারের ঈদের আনন্দ ম্লান করে দিয়েছে এই সড়ক দুর্ঘটনা। প্রতিদিন ঝরে যাচ্ছে বহু তাজা প্রাণ। থমকে যাচ্ছে বহু পরিবার। কিছুতেই কমছে না এই মৃত্যুর সংখ্যা। বরং এই মৃত্যুর মিছিলে প্রতিদিনই যোগ হচ্ছে অগণিত তরতাজা প্রাণ। ঈদে গত এক সপ্তাহে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে তিনশতাধিকের মতো। আহত হয়ে চিরতরে পঙ্গু হয়েছেন প্রায় এক হাজারের মতো। এখনো এই লাশের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে সড়কপথে। এর ভয়াবহতা বোঝা যায় পঙ্গু হাসপাতালে গেলে। বহু পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে সড়ক দুর্ঘটনায়। কিন্তু এ সব দেখার কে আছে? চালকদের বেপোরোয়া গাড়ি চালনায় প্রতিদিন কেন মানুষ মরবে? তাহলে রাস্তায় পুলিশ আছে কেন? কেন আছেন মন্ত্রীরা? কোনও উত্তর মিলেনা এ সব প্রশ্নের। একটি বড় দূর্ঘটনা হলে কিছু কথাবার্তা হয়, আমরা শুধু তা শুনে যাই, আবার বেমালুম সব ভুলে যাই। কিন্তু এসব আর কতদিন চলবে?
https://m.facebook.com/profile.php?id=1467795110179504
©somewhere in net ltd.