নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিজেই পৃথিবীতে আনতে পারি অনাবিল শান্তির আকাশ। যদি আমি নিজে শান্ত হই। আমাকে নিয়েই পৃথিবী। আমার চোখেই পৃথিবীর সৌন্দর্য। তাহলে সুন্দর হব না কেন? সাহিত্যে ডুবে যেতে ভাল লাগে। মাঝে মাঝে ডুবে যাই, মাঝে মাঝে লিখি।
তোমার হাঁসিতে রাজা- বাদশা বিকিয়ে যায়,
আমি কোন ছার-
হাঁসি তো নয় যেন দুফলা চাকু্, বুকে আর চোখে বেঁধে।
তোমার ঐ হাঁসি, ঐ ঠোঁঠ, ঐ দেহের দোলন।
আমি মাতাল হয়ে যাই, হুঁশ থাকে না।
বিশ্ব সংসার মুছে যায় আমার চোখের সামনে থেকে।
হঠাৎ তোমার মিস্টি কন্ঠের আকুলতা শুনি, আর শুনি।
একটা উষ্ণ চুম্বন দাও, চুম্বন দাও।
তারপর আমরা দুজন চলবো চির যৌবনের কন্ঠকাকীর্ণ পথে।
আমরা হবো চিরকালের রোমিও-জুলিয়েট ও দুস্মন্ত -শকুন্তলা।
চয়ন
৩/৪/২১
©somewhere in net ltd.