নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিজেই পৃথিবীতে আনতে পারি অনাবিল শান্তির আকাশ। যদি আমি নিজে শান্ত হই। আমাকে নিয়েই পৃথিবী। আমার চোখেই পৃথিবীর সৌন্দর্য। তাহলে সুন্দর হব না কেন? সাহিত্যে ডুবে যেতে ভাল লাগে। মাঝে মাঝে ডুবে যাই, মাঝে মাঝে লিখি।
আমি থাকবো তোমার অপেক্ষায়,
হয়তো শাজাহানের তাজমহলের ইটের কোনায়
নয়তো চন্ডিদাশের ছিপ ফেলে বসে থাকবো জলের ধারায়,
তবুও থাকবো আমি তোমার অপেক্ষায়।
ভোরের আলো হয়ে তুমি এসেছিলে আমার জীবনে
চলে গেছো রাতের আধাঁর করে।
তোমার অপেক্ষায় আজও আছি,
রাতের আকাশে মিটি মিটি তারার মত জ্বলে।
©somewhere in net ltd.