নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি নিজেই পৃথিবীতে আনতে পারি অনাবিল শান্তির আকাশ। যদি আমি নিজে শান্ত হই। আমাকে নিয়েই পৃথিবী। আমার চোখেই পৃথিবীর সৌন্দর্য। তাহলে সুন্দর হব না কেন? সাহিত্যে ডুবে যেতে ভাল লাগে। মাঝে মাঝে ডুবে যাই, মাঝে মাঝে লিখি।
প্রেম হলো মধ্যে বসন্তের নৈশ স্বপ্ন। প্রেম মানব মস্তিষ্কের এক ধরনের উম্মাদ ব্যাপার। জীবনের একটা বিরক্তিকর বস্তু হলো প্রেম। প্রেম মানে প্রেমিক প্রেমিকাদের একটা উদ্দাম খেয়ালীপনা, এবং আত্মসংযমহীন উদ্দামতা। আবেগের প্রবল ঝোড়ো হাওয়ায় ভেসে যাওয়া এক নির্লজ্জতার নাম হলো প্রেম ।
প্রেম মানে সমাজ ও গুরুজনের বিরুদ্ধে বিদ্রোহ করে বসা, এমনকি নিজের প্রতিশ্রতির বিরুদ্ধেও বিদ্রোহ করে বসা।
প্রেম যেন হলো একটা নিয়ম শৃঙ্খলাহীন হাঁসির ব্যাপার। প্রেমের ব্যাপারে কুৎসিত বলে কিছু নেই।
২| ০৯ ই এপ্রিল, ২০২৩ সন্ধ্যা ৬:১০
কামাল১৮ বলেছেন: প্রেম হলো মানুষের প্রতি মানুষের মমত্ববোধ।
৩| ০৯ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:০৮
জ্যাক স্মিথ বলেছেন:
৪| ১০ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৫৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রেমের মাঝেও আত্মসংযম ধরে রাখতে হয়।
৫| ১০ ই এপ্রিল, ২০২৩ দুপুর ২:১৯
রাজীব নুর বলেছেন: প্রেম মনে ফাজলামো।
©somewhere in net ltd.
১| ০৯ ই এপ্রিল, ২০২৩ বিকাল ৫:১৫
মুনাওয়ার সিফাত বলেছেন: আত্মসংযম যেখানে থাকেনা তা কি কুৎসিত ব্যাপার নয়?