![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয়তমা, এই অপরুপা উত্তপ্ত বুলেট আর তোমার বিষ্ফোরিত যৌবনের কসম
এই বুলেট তোমার আমার মাঝে লক্ষ্মন রেখা টেনে দিতে পারে,দ্বি'জাতি তত্ব নয়,
তোমায় আমায় আলাদা করতে পারে শুধু শিড়দারা দিয়ে বয়ে যাওয়া শিহরণ আর,
পয়েন্ট নাইন এম এম এর ঠান্ডা নলের স্পর্শের মাঝে, বেঁচে থাকার চূড়ান্ত আকুতি।
প্রিয়তমা টোটাল চোদনে আক্রান্ত এই ঘুনে ধরা সমাজের কড়ি কাঠে দাড়িয়ে তোমায়,
সচিব, মন্ত্রী, আমলা অথবা কোন চাদর সরকারের স্ত্রী বানানোর স্বপ্ন আমি দেখাতে পারি না,
আমি তোমায় দিতে পারি না, একগুচ্ছ পলাশ অথবা একটি নির্মলেন্দু গুনের ধ্রুপদ প্রেম।
আমি দিতে পারি, বিষ্ফোরিত গ্রেনেডের স্প্রিন্টারে লাগা ছায়ের মাসকারা, তুমি পরবে বলে।
প্রিয়তমা, ও খাঙ্কির ছেলেরা যাই বলুক না কেন তোমায়, তুমি শুনো না, বলছি তোমায়
এই পথ দিয়ে, রক্তাক্ত সময়ে একদিন তুমিও হেটে যাবে, নোংরা পলিটিক্সের বিশুদ্ধ রক্তস্রোতে,
আমি কোন কথা দিতে পারছি না, তোমায়, আমি ফিরে আসবো,আজ, হারিয়ে যাওয়াই পথের দাবি
আমি রাজপথে ছেড়ে দিয়েছি তোমার জন্য সেই প্রত্যুষে, কিন্তু রাজপথ যে আমায় ছাড়ে না,
প্রিয়তমা, জন লেনন, বব মার্লে স্বপ্ন দেখেছিলেন, সব বদলে দেবার, বদলে যাবার, বদলাবার
আমিও স্বপ্ন দেখি, সেখানে স্বতন্ত্র তুমি নেই, কিন্তু জনতার মাঝেই তুমি আছো, আমার পাশে, সাথে
একেবারে আমার রাইফেল আর কবিতার খাতার মতোই গুরুত্ব নিয়ে, আলোক বর্তিকা হাতে।
মৃত্যু আমাদের আলাদা করে দিলেও, এই কবিতা আর বিপ্লব আবার জুড়ে দেবেই এখানে।
প্রিয়তমা, আমি সেই অমোঘ বন্ধনেরেই অপেক্ষায় আছি!!! হয়তো কোন নতুন সম্পর্কে,
আমি অথবা আমরা ফিরে আসবো তুমি অথবা তোমাদের কাছে, আবার জোৎস্না দেখবো বলে।
১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১:১৯
ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: জী স্যার
২| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১:০৬
অর্থনীতিবিদ বলেছেন: যেহেতু ১৮+ তাই ঐ জাতীয় কিছু শব্দ থাকবে এটাই স্বাভাবিক। তবে সম্পূর্ণ পোস্টটি পড়ার পর মনে হলো এই ১৮+ জাতীয় শব্দগুলো যদি আপনি পরিবর্তন করে অন্য কোন শালীন শব্দ দেন তাহলে কবিতাটির সৌন্দর্য আরো বৃদ্ধি পায়।
যেমন, কবিতার একটি লাইনে লিখেছেন, প্রিয়তমা টোটাল চোদনে আক্রান্ত এই ঘুনে ধরা সমাজের কড়ি কাঠে দাড়িয়ে তোমায়, টোটাল চোদন দিয়ে যা বুঝাতে চেয়েছেন তা আসলে এখানে কতটুকু প্রযোজ্য ভেবে দেখবেন।
১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১:১৮
ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: ভেবে দেখেই লিখেছি, সিস্টেম তো চোদের উপরেই রেখেছে দাদা, টোটাল চোদ খেয়েই তো পরে আছি
৩| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ২:০২
মুহাম্মদ রাফিউজ্জামান সিফাত বলেছেন: ভালো লাগলো
১৪ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩০
ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: ধন্যবাদ বস
৪| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ২:০৬
অর্থনীতিবিদ বলেছেন: বুঝলাম। আপনার কথা দিয়েই বলি, ওটাতো চোদন খাওয়া হবে, আক্রান্ত নয়। যেমন, আপনি যদি লিখতেন, “প্রিয়তমা চোদন খাওয়া এই ঘুনে ধরা সমাজের কড়ি কাঠে দাড়িয়ে তোমায়” তাহলেই মনে হয় মিলতো।
১৪ ই আগস্ট, ২০১৩ রাত ২:২৯
ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: আধুনিক কবিতাতে ছন্দের বালাই নাই, ছন্দ দিয়া কোবতে আমি লিখি না
৫| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩২
আমিনুর রহমান বলেছেন:
তোর ১৮ হয়েছে রে
১৪ ই আগস্ট, ২০১৩ রাত ২:৩৮
ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: ২৪ চলে, আড্ডা দরকার কই হবে?
৬| ১৪ ই আগস্ট, ২০১৩ রাত ৩:০৭
আমিনুর রহমান বলেছেন:
১৫ তারিখে দেখি সবাই বলে !
১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১০
ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: উক্কে সেটাই সই
৭| ১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ৮:৩৩
মামুন রশিদ বলেছেন: কিছু ১৮+ শব্দ প্রয়োগে আপনার কবি মন যদি তৃপ্ত হয়, তবে তাই হোক..
১৪ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১০
ফ্রাঙ্কেস্টাইন বলেছেন: তবে তাই হোক
৮| ১৪ ই আগস্ট, ২০১৩ দুপুর ১:০৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন:
৯| ১৫ ই আগস্ট, ২০১৩ ভোর ৪:৪৩
প্রিন্স হেক্টর বলেছেন:
:!>
©somewhere in net ltd.
১|
১৪ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫৬
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
রিফাত নাকি?