![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বামপন্থী মওলভী ফরহাদ মযহার জাতির ক্রান্তিকালে আবার তার ওহী নিয়ে হাজির হয়েছেন। তিনি কি বলতে চান, সেটা তার কথা শুনে, বা লেখা পড়ে বোঝার চেষ্টা করা বৃথা। আমি অনেক চেষ্টা করে ক্ষান্ত দিয়েছি। ইসলামী জঙ্গীবাদের এই নয়া গুরু কিন্তু তার সাবেক বামপন্থার হ্যাং ওভার পুরাপুরা কাটায়া উঠতে পারেন নাই। তাই এখনো কায়দা করে তার জামায়াতী বন্ধুদের রক্ষায় মার্কস-এঙ্গেলস=লেনিনের উদ্ধৃতি দেন। এই ভন্ডটারে নেংটা করার উপায় কি?
২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২২
দন্ডিত বলেছেন: এই ভন্ডরে ল্যাংটা করার জন্যে মূলধারার বামপন্থীদের এগিয়ে আসতে হবে। যেমন মুজাহিদুল ইসলাম সেলিম যদি এই সব নষ্ট বাম বিষয়ে তার ডিসকোর্স টা পত্রিকায় উপসম্পাদকীয় হিসেবে লিখে দিতেন এই ভন্ডের মার্ক্স আওরানো বন্ধ হত।
৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৭
টয় বয় বলেছেন: @নরাধম:
মুজাহিদুল ইসলাম সেলিম হইলো আওয়ামী পোষা বাম, সন্ধ্যা সময় আওয়ামী অফিস থাইকা সাদা খাম না নিলে পরের দিন সকালে তার বাসায় বাজার হয় না|
কয়দিন আগে এই ভন্ড আওয়ামীলীগের গুন্ডা আর পুলিশের সাহায্য নিয়া হরতাল করছিল, মনে আছে??
৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৪০
দন্ডিত বলেছেন: @টয় বয়, আমারে নরাধম কইতেছেন কেন? উনি বয়সে আমার চেয়ে কিছুটা বড় প্লাস বিদেশে থাকেন।
সিপিবি কিন্তু ১৪ দলে নাই, এইটা খুব খিয়াল কৈরা।
৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৫১
প্রাইমেট বলেছেন: একটা সময় ছিল যারা নাস্তিক ছিলেন, যারা আস্তিক ছিলেন, যারা কম্যুনিষ্ট ছিলেন, যারা কম্যুনিষ্ট বিরোধী ছিলেন তারা জ্ঞানী ছিলেন। মতপার্থক্য হলে যুক্তি দিয়ে তা খন্ডন করতেন এবং তা করতেন পরস্পরের মধ্যে শ্রদ্ধা রেখে। গালাগালি কিংবা অশ্লীল শব্দ প্রয়োগের কথা ভাবাই যেত না। এখন এ কী হলো, আমরা যেন চরম অসহিষ্ণু বিরোধী কোনো কিছুই সহ্য করতে পারছি না। যুক্তি না দিয়ে কিংবা যুক্তিতে টিকতে না পেরে গালাগালি করছি। স্বনামধন্য মানুষদের খাটো করছি হোকনা সে যত বড় মাপেরই।
৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৭
ছিন্নমূল বলেছেন: উনারে জ্ঞানী কইলে গুনাহ হইবো। উনি হইলেন গিয়া জ্ঞানপাপী। যিনি যাইনা-শুইনা পাপ করেন। ফরহাদ মজহার কার্ল মার্কস পড়ছেন, আবার ইসলাম নিয়া সম্প্রতি পড়া শুনা করতেছেন মনে হয়। তিনি ভালো কইরাই জানেন যে, এই দুইটা এক সঙ্গে যায় না। উনার ভন্ডামীটা এই জায়গাতেই। তিনি যদি কইতেন যে, হ, আমি বামপন্থী রাজনীতি কইরা ভুল করছি, এখন আমি ইসলামপন্থী। তাইলে ঠিক আছে। ভুল মানুষের হইতেই পারে। কিন্তু তিনি এখন মনে প্রাণে ইসলামী মেৌলবাদী রাজনীতির সমর্থক, বাংলাদেশে হিজবুত তাহরিরের তাত্ত্বিক গুরু, জামায়াতের খাম্বা হইবার চেষ্টায় রত। আর এই সব কিছু জায়েজ করতে চান কার্ল মার্কসের বাণী আউড়াইয়া। সেই জায়গাতেই আপত্তি। লন্ডনের হাইগেটের সমাধিতে স্বয়ং কার্ল মার্কস মনে হয় নইড়া চইড়া উঠতাছেন তার বাণী নিয়া ফরহাদ মজহারের এই তেলেসমাতিতে।
৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:২৬
মিশনারী বলেছেন: টয় বয় বলেছেন: @নরাধম:
মুজাহিদুল ইসলাম সেলিম হইলো আওয়ামী পোষা বাম, সন্ধ্যা সময় আওয়ামী অফিস থাইকা সাদা খাম না নিলে পরের দিন সকালে তার বাসায় বাজার হয় না|
কয়দিন আগে এই ভন্ড আওয়ামীলীগের গুন্ডা আর পুলিশের সাহায্য নিয়া হরতাল করছিল, মনে আছে??
৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:৩৭
ছিন্নমূল বলেছেন: মুজাহিদুল ইসলাম সেলিমরে ভন্ড বলা সত্যের সবচেয়ে বড় অপলাপ। তিনি যে রাজনীতি দিয়া জীবন শুরু করছেন, তা ভুল হোক, ঠিক হোক, এখনো সেই রাজনীতিই করেন। তার দলের আর সব নেতা সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে পড়ার পর রাতারাতি ছাতা গুটিয়ে বিভিন্ন দলে গিয়ে যোগ দিয়েছে। তিনি যান নি। তার দলের পতাকা নিয়েই এগিয়ে চলেছেন। এমনকি গত নির্বাচনের আগে সব বামপন্থী দল যখন আ মীলীগের ছাতার নীচে জড়ো হয়েছে ক্ষমতার ভাগ নেয়ার লোভে, তখনো কিন্তু সেলিম তার সিপিবিকে এই সুবিধাবাদিতা থেকে দূরে রেখেছেন। তার রাজনৈতিক দর্শন আপনার পছন্দ না হতে পারে, কিন্তু তাকে ভন্ড আপনি কোনভাবেই বলতে পারেন না।
৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:৩২
এই আমি সেই আমি বলেছেন: জামাতের মিলিয়ন ডলার আজ কথা বলছে । এই ডলারের গুনে আজ গামছা গলায় নতুন নতুন বয়ান দেয় ।
১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
মিশনারী বলেছেন: @এই আমি সেই আমি, ভাই আপনাকে বলছি, জামাতে মিলিয়ন ডলারের কোন খোজ পেলে আমাকে খবর দিবেন । আপনার লাগবে কিনা জানি না আমার তার সিকিটা হলে ও দরকার । আমেরিকা থেকে, ভাল চাকরি করে ও এত টাকা স্বপ্ন দেখতে পারি না ।
আমার মনে হয়, জামাতে নিকট অনেক টাকা, আমরা সবাই মিলে জামাত করি, ফকিরের দল করে লাভ কি ? জামাতে শেষ করে আবার না হয় অন্য দল করব ।
©somewhere in net ltd.
১|
২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২০
পীরসাহেব বলেছেন:
স্ক্যান লিংক