নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ঈদ মুবারক! ঈদ মুবারক! ঈদ মুবারক!!

জালিমের ফাঁসি হোক, যুদ্ধাপরাধীদের ফাঁসি হোক, রাজাকারদের ফাঁসি হোক

মাটির কথা

আমি সেই বাংলার জনগণের একজন, যারা ভাষার জন্য প্রাণ দিয়েছে, অধিকারের জন্য জান-মাল দিয়েছে , শুনুন ইন্টারনেট রেডিওঃ http://al-hikmah.net

মাটির কথা › বিস্তারিত পোস্টঃ

‘হাসান’ নাম মুবারক উনার মাহাত্ম্য

০৮ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৭



حسن ‘হাসান’ শব্দ মুবারকটি আরবী। এটি একবচন। বহুবচন হচ্ছে حسان ‘হিসান’। অর্থ হলো- উত্তম, ভালো, সৎ, সুন্দর, শুভ, সুদর্শন, মনোরম, চমৎকার ইত্যাদি।

আভিধানিকভাবে ‘হাসান’ শব্দ মুবারকটি ‘ক্ববীহ’ অর্থাৎ মন্দ শব্দের বিপরীত।

উছূল শাস্ত্রের পরিভাষায় ১. পরিপূর্ণ গুণকে ‘হাসান’ বলে। ২. জাগতিক উদ্দেশ্যাবলীর অনুকূল হলে তাকে ‘হাসান’ বলে। ৩. যে কাজের কর্তা প্রশংসা পাওয়ার যোগ্য হয় তাকে ‘হাসান’ বলে।

حسنহাসান এবং حسينহুসাইন এ উভয় সর্বোত্তম অর্থবহ শব্দ মুবারক বা নাম মুবারক খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার নিকট খুবই প্রিয় ও পছন্দনীয় এবং জান্নাতী নাম মুবারক। যেমন এ প্রসঙ্গে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে বর্ণিত রয়েছে, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “হাসান ও হুসাইন” জান্নাতী নামসমূহের মধ্যে দুটি নাম।” সুবহানাল্লাহ!

স্মরণীয় যে, আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার দুই নাম মুবারক ‘মুহম্মদ’ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং ‘আহমদ’ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মতো ‘হাসান’ আলাইহিস সালাম এবং ‘হুসাইন’ আলাইহিস সালাম নাম মুবারক দুটি মহান আল্লাহ পাক উনার নিকট অত্যন্ত প্রিয় ও পছন্দনীয়।

আরবের জাহিলিয়াত যুগে যেমনি মুহম্মদ ও আহমদ নাম মুবারক উনাদের প্রচলন ছিলো না; তেমনি হাসান ও হুসাইন এ নাম মুবারক দুটি উনাদেরও প্রচলন ছিলো না। পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে হাসান শব্দ মুবারক ১৯বার উল্লেখ রয়েছে।

হাসান এবং হুসাইন নাম মুবারক দুটি যেমনিভাবে মহান আল্লাহ পাক উনার নিকট প্রিয় ও পছন্দনীয়; তদ্রুপ যিনি সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিইয়ীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকটও প্রিয় ও পছন্দনীয়। যার কারণে স্বয়ং আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার লখতে জিগার প্রিয়তম আওলাদ সাইয়্যিদাতু নিসায়ি আহলিল জান্নাহ, সাইয়্যিদাতু নিসায়িল আলামীন হযরত ফাতিমাতুয যাহরা আলাইহাস সালাম উনার প্রথম এবং দ্বিতীয় আওলাদ উনারা পবিত্র বিলাদত শরীফ গ্রহণ করলে উনাদের নাম মুবারক রাখেন যথাক্রমে হযরত হাসান আলাইহিস সালাম এবং হযরত হুসাইন আলাইহিস সালাম।

কাজেই ‘হাসান’ ও ‘হুসাইন’ নাম মুবারক দুটির মর্যাদা, মর্তবা, রহমত, বরকত, গুরুত্ব, ফযীলত বর্ণনার অপেক্ষা রাখে না।

অতএব, উক্ত নাম মুবারক দুটি উনাদের বুযুর্গী ও তাৎপর্য অনুধাবনের পাশাপাশি উক্ত নাম মুবারকদ্বয় উনাদের যারা ধারক-বাহক সম্মানিত দুই ইমাম, দুই নক্ষত্র, দুই ফুল, জান্নাতী যুবক উনাদের দুই সাইয়্যিদ ইমামুছ ছানী মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইমাম হাসান আলাইহিস সালাম এবং ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম উনাদেরকে মুহব্বত করা সকলের জন্য নাজাত ও সন্তুষ্টি, রেযামন্দি হাছিলের বিশেষ উসীলা।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.