![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাম ই যথেষ্ট.............Kyun sach ka sabak sikhaye Jab sach sun bhi na paye...Sach koi bole toh tu....।Niyam kanoon bataye Tera dar..Tera pyar..Teri waah..Tu hi rakহ......।Rakh, saala
মনে করি এইখানে শেষ
কোথা বা হয় শেষ ।
আবার তোমার সভা থেকে
আসে যে আদেশ ।
সন্ধ্যাবেলার সোনার আভায়
মিলিয়ে নিয়ে তান
পূরবীতে শেষ করছি
আমার যতো গান..
সিঁড়ি-
আমরা সিঁড়ি
তোমরা আমাদের মাড়িয়ে
প্রতিদিন অনেক উঁচুতে উঠে যাও,
তারপর ফিরেও তাকাও না পেছনের দিকে
তোমাদের পদধূলিধন্য আমাদের বুক
পদাঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় প্রতিদিন...।
শেষ কথা -
বলতে পারো বড়মানুষ মোটর কেন চড়বে ?
গরীব কেন সেই মোটরের তলায় চাপা পড়বে ?
বড়মানুষ ভোজের পাতে ফেলে লুচি মিষ্টি
গরীবরা পায় খোলামকুচি, এ কী অনাসৃষ্টি ?
বলতে পারো ধনীর বাড়ী তৈরি যারা করছে ,
কুঁড়েঘরেই তারা কেন মাছির মত মরছে ?
ধনীর মেয়ের দামী পুতুল হরেক রকম খেলনা ,
গরীব মেয়ে পায়না আদর, সবার কাছে ফেলনা ।
বলতে পারো ধনীর মুখে যারা জোগায় খাদ্য ,
ধনীর পায়ের তলায় তারা থাকতে কেন বাধ্য... ?
গুডবাই সামু.............
২| ১৬ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
আরজু পনি বলেছেন:
আপনার কি এখন্ও কমেন্ট করার সুবিধা বন্ধ আছে ?
©somewhere in net ltd.
১|
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
ইমরাজ কবির মুন বলেছেন:
গুডবাই চিন২ ||