![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হরতালে GREEN LINE BUS কর্তিপক্ষের অসাধারণ অথিতীয়তা !!!!!!! গতকাল চট্রগ্রাম থেকে রাত ১১।৩০ এর GREEN LINE বিজনেস ক্লাস এর একটি টিকেট কাটি আমি ( Coach no -৩২০). অন্যান্য কোনো বাস এরি টিকেট পাচ্ছিলামনা। TR TRAVEL , SHOHAG কেওই হরতাল এর জন্য বাস ছাড়বেনা। গতকালই একটু একটু ভয়ে ভয়ে ছিলাম কারণ ঢাকা তে তখন গন্ডগোল হচ্ছিল। আমি GREEN LINE এর counter এ বসা লোকদের জিগ্যেস করাতে তারা আমাকে বলল " স্যার কোনো সমস্যা হবেনা , আপনাদের রাজারবাগ কাউন্টার এ নামিয়ে দেওয়া হবে এবং যদি আমাদের বাস আগে চলে আসে তাহলে আমরা ১০ টার দিকেই বাস ছেড়ে দিব। আমি বার বার বলছিলাম দেখুন অন্যান্য অনেকেই তো যাচ্ছেনা, আপনারা কি আমাদের ঠিক থাক মত পৌছায়ে দিবেন?? তাদের প্রতি উত্তর দেখে মনে হলো আমি গাধার মত একটা প্রশ্ন করেছি। যাই হোক যথা রীতি আমি ওদের ফোন পেলাম, বাস এর সময় ১০ টা করা হয়েছে . এর পর শুরু হলো ড্রাইভার এর পাগলের মত গাড়ি টানা। আমি বেশ কয়েকবারই ড্রাইভার কে সাবধানে চালাতে বলায় উনি আমার কথা শুনেনি। ২ ঘন্টার মাথায় আমরা ভয়ে ভয়ে অতি দ্রুত কুমিল্লা এসে পৌছালাম। ওখানে একটু বিরতি শেষে আমি ড্রাইভার কে ডেকে এনে বললাম আপনি একটু সাবধানে চালান, তারাহুরা আমাদেরনা , আপনি কেন তারাহুরা করবেন ???
" স্যার আপনাদের ঠিক ভাবে রাজারবাগ পৌছানো আমার কর্তব্য, কালকে হরতাল, ইনশাল্লাহ আমরা ঠিক ভাবে পৌছাব।"
আমি আর কিছুই বললামনা, বাস এ উঠে ঘুমিয়ে গেলাম। সকাল ৮ তা বাজেও তখন দেখি অনেক জ্যাম , আমরা ওই সময় ব্রাম্মন বাড়িয়া ও পৌছায় নি। পুরা রাস্তা জুড়ে জ্যাম। ১০ তার দিকে আমরা " RAJMONI হোটেল " এ থামলাম ফ্রেশ হুয়ার জন্য। তখন আমি খেয়াল করলাম ওদের আরো ৬ টি বাস একই সময়ে ওই জায়গায় থেমেছে। ড্রাইভার রা নিজেরা নিজেরা কথা বলছে , যাত্রী দের রওনা দেওয়ার বেপারেও ওদের কোনো মাথা বেথা ছিলনা , এরই মধ্যে খুব বেশি দেরী হবে বৃথায় E1 সিট এ বসা এক যাত্রী ট্রেন এর টিকেট কিনে ফেলে। আমরা আবারও যাত্রা শুরু করলাম , তখন বাজে বেলা ১১ টা . সুধু একটা জিনিস লক্ষ্য করলাম ওদের বাকি ৬টা বাস ওদের সাথে একই লাইন এ যাচ্ছে, যেই ড্রাইভার গতকাল ই ঢাকায় পৌছানোর জন্য তাগাদা ছিল উনি মনে হলো রিলাস্ক করতে করতে চালাচ্ছেন। হটাত নরসিংদী পার হুয়ার পর তারা ৬ টা গাড়ি আবার এক সাথে দাড়ায়ে গেল, বাস এর সুপারভাইজর খবর নিয়ে আসল , বলল পুলিশ আসছে , আমাদের গার্ড দিয়ে ঢাকায় পৌছায়ে দিবে। এবং একটু চা পানের বিরতি। তার পর সব গুলা ড্রাইভার নিজেরা নিজেরা কথা বল্লো। আবার নতুন করে যাত্রা শুরু . হটাত কাচপুর ব্রিজ এর আগে গাড়ি কুমিল্লা মুখী রাস্তায় বামে টার্ন নেওয়ায় যাত্রী রা চিল্লাচিল্লি করতে থাকলো। কিন্তু ওরা কিছুই বললনা বরং ২ মাইল দুরে ওদের একটা বড় গ্যারেজ এর সামনে গিয়ে বলল আপনারা এখানে নেমে যান। ঢাকায় আমাদের গাড়ি ঢুকবেনা। স্যার এর নিসেদ আছে . যাত্রী দের মার মুখী আচরণের মুখে ওরা বলল আমাদের " MINI COASTER " আপনাদের নিয়ে যাবে।
তাদের ২ কোটি টাকা মূল্যের গাড়ি ভাঙ্গবে পিকেটার রা এই কথা চিন্তা করে তারা মাঝ রাস্তায় আমাদের নামিয়ে দিল অথচ যখন আমি জিগ্গেস করলাম এই " MINI COASTER যদি পিকেটার তার রা ভাঙ্গে তাহলে এটার দায়ভার কে দিবে ??? সুপারভাইজর বলল GM স্যার বলছে " SCANIA( GREEN LINE বিজনেস ক্লাস ) " ঢাকা তে না ঢুকাতে। কিছু লোকজন তারাহুরা করে লোকাল বাস এর মত হুরাহুরি করে ২ টি বাস এ করে চলে গেল . এই যাত্রী রাই কিনা ১১৫০ টাকা দিয়ে টিকেট কিনছে ভালো সার্ভিস এর জন্য।!!!!
আমি সহ কিছু যাত্রী রয়ে গেলাম। কথা বললাম ওদের সাথে . আমার সাথে ক্যামেরা থাকার কারণে আমাকে সাংবাদিক ভেবে বসলো ওরা। তখন ওদের একজন মুখ খুলল। বলল GM স্যার আমাদের ব্রাম্মন বাড়িয়া তেই অর্ডার দিয়ে দিসিলো আমাদের রাতের ৬ টা বাস যেন একসাথে গ্যারেজ এ ঢুকে যায়। তাই আমরা একসাথেই আসচি সিরিয়ালি। আপনাদের কথা কিছুই বললনা। আমি GM এর নম্বর চাওয়াতে, দিচ্ছি বলে এরপর আর তাকে খুঁজে পাওয়া গেলনা। এরপর আমাদের একজন যাত্রীর ( ০১৭১১৫৯৪২৩১) সাথে কিছু বাচ্চা থাকার কারণে কর্তিপক্ষের একজন " mr . আলী" ( নিচে ছবি দেওয়া আছে ) এর সাথে মার মুখী হয়ে উঠেন। আমাদের বক্তব্য ছিল যদি এটাই হয়ে থাকে তদের ইনটেনশন তাহলে আমাদের কাছে ভন্ডামি এবং প্রতারণা কেন করলি, তোরা এত গুলা যাত্রীরে পথে কেন নামায়ে দিবি ????? তোদের কোটি টাকা দামের গাড়ি বাচানোর জন্য তোরা সেফ জায়গায় গাড়িটা রেখে আমাদের পথের মধ্যে নামায়ে দিলি কিন্তু যখন MINI COASTER এর কথা বললি তখন এটা হয়ে গেল পুলিশ ভ্যান .!!!!!!!!!!!
***** আপনাদের উদ্দেশে বলছি , হয়ত এই বাস সার্ভিস টি আপনাদের কাছে ভালো কিন্তু আমি আমার আজকের তিক্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম। যারা টাকার কথা চিন্তা করে যাত্রীদের জানমালের নিরাপত্তা দিতে পারেনা, যত আধুনিক ই হোকনা কেন সেই সার্ভিস টি তাদের বিশ্বাস না করাই উত্তম। যেকোনো মূল্যে তাদের কাছে যাত্রীর চেয়ে তাদের কাছে টাকার মুল্লোটাই বেশি। আমি বিষয়টি শেয়ার করার জন্য অনুরোধ করলাম যাতে করে কেও এই বাস এ যাওয়ার আগে একটু বার একটু চিন্তা করে **********
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩১
চীড়া মুড়ী বলেছেন: যাত্রীদের কথা বিন্দু মাত্র চিন্তা…করে না এই হারামি গুলা
২| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:২১
ফেরদৌস আহমেদ নবীন বলেছেন: vai... emon problem ami o deksi SHAMOLI porobohon e. Problem jodi hoy mini coaster or SCANIA 2 ta tei hote pare.
Tai tara 2 koti takar gari city te in koranor chinta kore nai....
JOdi agun lagaiya dey taile tader 2 koti tk ses........but mii coaster purle 15 lac tkkar khoti hobe borojor.......
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৩২
চীড়া মুড়ী বলেছেন: যাত্রীদের কথা বিন্দু মাত্র চিন্তা…করে না এই হারামি গুলা
৩| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৪
তা্নভীর মোরশেদ বলেছেন: এরকম অভিজ্ঞতা আমাদের প্রায় প্রত্যেকেরই কমবেশী আছে । আপাতত আমরা ওদের কাছে জিম্মি ।
কি আর করা...বয়কোট তো আর করবেন না ।
৪| ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫
রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: ভাই, আমরাই তো গাড়িগুলো ভাঙ্গি। আমরাই আমাদের জন্য সমস্যা তৈরী করি। ২ কোটি টাকা দামের গাড়ি বাচাতে ওরা তো একটু আধটু চিটারি করবেই। এটা মেনে নেওয়ার মতো 'গন্ডারীয়' চামড়াও মাশাল্লাহ আমাদের আছে।
কপাল ভালো আপনারে ফেনী কিংবা কুমিল্লায় নামায়া দেয় নাই
©somewhere in net ltd.
১|
০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১৫
সোনালী প্রান্তর বলেছেন: এদের সার্ভিচ অনেক বাঝে হয়ে গেছে । আর গাড়ি যখন তখন রাস্তায় নষ্ট হয়ে যায় । বিরক্ত হয়ে এখন আর যাইনা ।