নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেখে যাচ্ছি.....।...।

একটা কিছু করে না দেখালে শান্তি নাই..............

সারওয়ার ইবনে কায়সার

"তুমি যদি প্রতিটি দিন এটা ভেবে পার কর যে আজই তোমার জীবনের শেষ দিন, তাহলে একদিন তুমি সত্যি সত্যি সফল হবে"--অ্যাপলের কর্নধার আমি মনে করি বর্তমানই আমার সব.......আমি বর্তমানকে সাজিয়ে রাখতে চাই....শুধুমাত্র পরের মূহুর্ত নিয়ে চিন্তা করতে চাই। আমারও ভাবতে ইচ্ছা হয় আজই শেষ দিন....আজকে সব কাজ শেষ করে দিব।কিন্তু পারিনা।সব কাজ বাকী থাকে..... নিজেকে কেবল আশ্বাস দেই............ একদিন নিশ্চয়ই আমি আমার কাজগুলি শেষ করব.....শেষ করেই বিদায় নেব....

সারওয়ার ইবনে কায়সার › বিস্তারিত পোস্টঃ

পৃথিবীর সর্ববৃহৎ ৮ টি পিরামিড.....কিছু দেখা এবং অদেখা পিরামিডের ছবি ব্লগ

০৮ ই আগস্ট, ২০১১ রাত ১২:৩৪




এইখানে আয়তনের দিক থেকে হিসাব করে বের করা হয়েছে...তারপরও হয়তোবা কিছু কনফিউশন থাকতে পারে....কারন এখানের অনেক পিরামিডই শেপড বা ট্রু পিরামিড না......আরেকটা সমস্যা হলো.....পৃথিবীর বৃহৎ বৃহৎ অনেক পিরামিডে এখোনো মানুষের পা পড়েনি...খুবই দুর্গম জায়গায় অবস্হিত রয়েছে ঐগুলা।

৮. লা দান্তে,এল মিরাডর...(0,9 million m³)


খ্রিস্টের জন্মের ৬০০ বছর পূর্বে এল মিরাডর নামে এক মায়ান নগর বর্তমান গুয়েতামালায় প্রবল প্রতাপে টিকে ছিল.....ধারনা করা হয় যে এই পিরামিড বানানো শুরু হয় খ্রিস্টপূর্ব ৩০০ বছরে এবং খ্রিস্টের জন্মের পরে তা বানানো শেষ হয়।নগরটি ধংস হয়ে যায় নবম শতকে.....
১৯২৬ সালে পুনরায় আবিষ্কৃত হয় নগরটি কিন্তু অত্যন্ত দুর্গম জায়গায় অবস্হিত বলে এখোনো খুব বেশী লোকচক্ষুতে আসতে পারেনাই...

ধারনা করা হয় এই পিরামিডের আসল আয়তন ২,৮০০,০০০ কিউবিক মিটার যা এই পিরামিডকে স্হান করে দেবে পৃথিবীর সর্ববৃহৎ কয়েকটি স্হাপনার একটিতে...

৭. পিরামিড অব দ্য সান(1,2 million m³)


মহা পরাক্রমশালী অ্যাজটেক সম্প্রদায়ের সবচেয়ে বড় পিরামিড হচ্ছে এটি।
ধারনা করা হয় খ্রিস্টের জন্মের ১০০ বছর পর এটি বানানো শেষ হয়।

৬. লুক্সর হোটেল (1,228 million m³)


লাস ভেগাস!! ১৯৯৩ সালে নির্মিত হয়েছিল এই হোটেলটি।
গিজার বিখ্যাত পিরামিডের অনুকরন করে বানানো এই হোটেলটিতে রয়েছে ২৫৫৬ টি রুম!! সাথে ক্যাসিনোতো থাকবেই.....

৫. বেন্ট পিরামিড (1,237 million m³)


মিশরেরর দাহশুরে অবস্হিত এই পিরামিডটি নির্মান করেছিলেন ফারাও স্নেফেরু....এর অদ্ভুত আকৃতির কারন হল এর অভ্যন্তরে প্যাসেজওয়ে গুলা অত্যন্ত বড় এবং ভিতরের চেম্বারগুলাও জাইগান্টিক.....

৪. লোহিত পিরামিড (1,69 million m³)


পিরামিড বানানোর প্রথম সফল উদাহরন হল এটি...এটিও তৈরি করেছিলেন ফারাও স্নেফেরু। অনেকগুলা অসম্পূর্ন পিরামিড বানানোর পর প্রথম এই পিরামিডটিই ছিল পুরোপুরি সম্পূর্ন..

৩. গ্রেট পিরামিড অব কলুলা (1,8 million m³)


পিরামিডটি দেখতে অনেকটা প্রাকৃতিক পাহাড়ের মতোই।এর মাথার উপর রয়েছে ক্যাথলিক চার্চ Iglesia de Nuestra Señora de los Remedios।
স্প্যানিশরা এটি তৈরি করেছিলো ১৫৯৪ সালে বর্তমান মেক্সিকোতে..



ক্যাথলিক চার্চের মাপ হিসাবে নিলে এটিই পৃথিবীর সর্ববৃহৎ পিরামিড।তখন আয়তন দাড়াবে 4.45 million m³..তবুও এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম পিরামিড।

২. খাফ্রের পিরামিড (2,21 million m³)


পিতা খুফুর পিরামিড হচ্ছে সবচেয়ে বড়....পুত্র তৈরি করেছিলেন তার চেয়ে সামান্য ছোট একটা পিরামিড।

এর বৈশিষ্ট্য হচ্ছে এর সবচেয়ে উপরে যে পাথরটা,সেটি হল খুফুর পিরামিড বানানোর পর অবশিষ্ট থেকে যাওয়া এক মাত্র পাথর।

১. গ্রেট পিরামিড অব খুফু (2,58 million m³)


গিজার পিরামিড হিসাবে খ্যাতি পাওয়া এই পিরামিডের কথা সবাই জানেন।
প্রায় ২০০ মিলিয়ন পাথর দ্বারা তৈরি এই স্হাপনা বানাতে সময় লেগেছিলো ২০ বছর...কাজ শেষ হয়েছিলো খ্রিস্টপূর্ব ২৫৬০ সালে।

মন্তব্য ৩৮ টি রেটিং +১৭/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১১ রাত ১২:৩৮

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: ব্যাপক পোষ্ট।

০৮ ই আগস্ট, ২০১১ রাত ১২:৪৮

সারওয়ার ইবনে কায়সার বলেছেন: ধন্যবাদ

২| ০৮ ই আগস্ট, ২০১১ রাত ১২:৪০

অণুজীব বলেছেন: +++++

০৮ ই আগস্ট, ২০১১ রাত ১২:৫৫

সারওয়ার ইবনে কায়সার বলেছেন: ধন্যবাদ

৩| ০৮ ই আগস্ট, ২০১১ রাত ১২:৪৬

রাজসোহান বলেছেন: দুর্দান্ত!

০৮ ই আগস্ট, ২০১১ রাত ১২:৫৯

সারওয়ার ইবনে কায়সার বলেছেন: ধন্যবাদ

৪| ০৮ ই আগস্ট, ২০১১ রাত ১২:৪৬

নষ্ট কবি বলেছেন: ভাল লাগলো অনেক

এগুলা ছাড়া ও অনেক অনেক পিড়ামিড আছে

এমন কি আমেরিকার মাঝে আছে অনেক অনেক পুরানো পিড়ামিড
যেগুল মাটির তৈরি

চিনে ও আছে অনেক পিড়ামিড

০৮ ই আগস্ট, ২০১১ রাত ১:০০

সারওয়ার ইবনে কায়সার বলেছেন: হমম....জানি...

এই লিখাটি সবচেয়ে বড় পিরামিড নিয়া...

ধন্যবাদ আপনারে

৫| ০৮ ই আগস্ট, ২০১১ রাত ১:০৭

শশী হিমু বলেছেন: সেই হৈছে!!

০৮ ই আগস্ট, ২০১১ রাত ১:২৬

সারওয়ার ইবনে কায়সার বলেছেন: ধন্যবাদ

৬| ০৮ ই আগস্ট, ২০১১ রাত ১:১০

নাসরিন রিমি বলেছেন: ভালো লাগলো

০৮ ই আগস্ট, ২০১১ রাত ১:৩৪

সারওয়ার ইবনে কায়সার বলেছেন: ধন্যবাদ

৭| ০৮ ই আগস্ট, ২০১১ রাত ১:১২

মোহাইমিনুল ইসলাম বাঁধন বলেছেন: এছাড়া আরও অনেক পিরামিড রয়েছে দক্ষিণ আমেরিকায়। যেমনঃ Kukulcán pyramid । এটা মায়া সভ্যতার সময়কার।

০৮ ই আগস্ট, ২০১১ রাত ১:৪৪

সারওয়ার ইবনে কায়সার বলেছেন: পিরামিড অনেক আছে দুনিয়ায়.....

তবে এইগুলার চেয়ে বড় কোনটা না...

৮| ০৮ ই আগস্ট, ২০১১ রাত ১:১৭

মোঃ গোলাম কিবরিয়া বলেছেন: +++ অসাধারন :D

০৮ ই আগস্ট, ২০১১ রাত ১:৪৯

সারওয়ার ইবনে কায়সার বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য

৯| ০৮ ই আগস্ট, ২০১১ রাত ১:৪১

সন্জু ৩০৭ বলেছেন: +++ অসাধারন :D

০৮ ই আগস্ট, ২০১১ রাত ১:৪৯

সারওয়ার ইবনে কায়সার বলেছেন: ধন্যবাদ:)

১০| ০৮ ই আগস্ট, ২০১১ রাত ১:৫০

ফিউশন ফাইভ বলেছেন: লা দান্তের আরো স্পষ্ট ছবি নেই?

০৮ ই আগস্ট, ২০১১ রাত ২:০৮

সারওয়ার ইবনে কায়সার বলেছেন:


এই ২ টা দেখতে পারেন

১১| ০৮ ই আগস্ট, ২০১১ রাত ২:৪৬

জামিল০৯ বলেছেন: ছবিতে দেখেই দিল খোস । চমৎকার ।

০৮ ই আগস্ট, ২০১১ সকাল ৯:০৮

সারওয়ার ইবনে কায়সার বলেছেন: ধন্যবাদ:)

১২| ০৮ ই আগস্ট, ২০১১ রাত ৩:০৩

বাজপাখি বলেছেন: ++++++++

০৮ ই আগস্ট, ২০১১ সকাল ৯:২৩

সারওয়ার ইবনে কায়সার বলেছেন: ধন্যবাদ

১৩| ০৮ ই আগস্ট, ২০১১ সকাল ৭:০৮

লাবণ্য ও মেঘমালা বলেছেন: ৮ নং পিরামিড টা ওই স্থানে গিয়ে দেখতে ইচ্ছে করছে :)

০৮ ই আগস্ট, ২০১১ সকাল ৯:২৬

সারওয়ার ইবনে কায়সার বলেছেন: হেলিকপ্টার থেকে লাফ দেওয়া ছাড়া কোন উপায় তো দেখিনা।
শিখে ফেলেন তাড়াতাড়ি:)

১৪| ০৮ ই আগস্ট, ২০১১ সকাল ৯:২৩

জুন বলেছেন: ইজিপ্টের গিজায় খুফু আর স্নেফ্রুর পিরামিডের সামনে আমরা

০৮ ই আগস্ট, ২০১১ সকাল ৯:৩০

সারওয়ার ইবনে কায়সার বলেছেন: ওয়াও!!!

একদিন আমরাও যাব ইনশাল্লাহ.....

পোস্ট চাই কিন্তু

১৫| ০৮ ই আগস্ট, ২০১১ সকাল ৯:৩৯

জুন বলেছেন: দেখেন নাই :-*
মিশর ঘুরে এসে আমি কত পোস্ট দিয়েছি :)
Click This Link
Click This Link

০৮ ই আগস্ট, ২০১১ সকাল ১১:১১

সারওয়ার ইবনে কায়সার বলেছেন: দেখলাম....(আফসোসের ইমো).....
আমার কেন জানি মরুভুমি ভাল লাগেনা....

মিশর আমি সবশেষে যেতে চাই....সব পাহাড় আর সমুদ্র শেষ করতে চাই আগে:)


১৬| ০৮ ই আগস্ট, ২০১১ সকাল ৯:৫৩

আহমেদ সাব্বির পল্লব বলেছেন: পোস্ট ব্যাপক বালা পাইছি.... +++++++

০৮ ই আগস্ট, ২০১১ সকাল ১১:১১

সারওয়ার ইবনে কায়সার বলেছেন: ধন্যবাদ

১৭| ০৮ ই আগস্ট, ২০১১ সকাল ১০:২৫

নীরব দর্শক বলেছেন: ভালো লেগেছে +

০৮ ই আগস্ট, ২০১১ সকাল ১১:১১

সারওয়ার ইবনে কায়সার বলেছেন: ধন্যবাদ:)

১৮| ০৯ ই আগস্ট, ২০১১ রাত ১:১৩

বড় বিলাই বলেছেন: এক বসায় আটটা বড় পিরামিড দেখে ফেললাম। :)

০৯ ই আগস্ট, ২০১১ রাত ১:২২

সারওয়ার ইবনে কায়সার বলেছেন: কবে যাচ্ছেন??

১৯| ১০ ই আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:২৪

অচেনা রাজ্যের রাজা বলেছেন: :D :D

২০| ৩০ শে ডিসেম্বর, ২০১১ সকাল ৮:৪১

খেয়া ঘাট বলেছেন: ভালো পোস্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.