নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পোষাক তৈরীর কারখানায় মাসিক বেতনে কামলা দেয় মাস শেষে মাইনের আশায়, যে মাইনে দিয়ে চলবে নিজের পরিবার ও সমাজের জন্য কিছু একটা করার প্রচেষ্টা মাত্র। নিতান্তই সাদামাঠা গ্রাম থেকে আসা স্বল্প শিক্ষিত মানুষ।

চোরাবালি-

চোরাবালি- › বিস্তারিত পোস্টঃ

পুলিশ যখন পিকেটার

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৫

গতকাল বিমান বন্দর স্টেশনে (কুর্মিটোলা স্টেশন) পৌছি দেখি মহানগর গোধুলি দাঁড়িয়ে আছে ঢাকার উদ্দেশ্যে ছাড়বে বলে। ২ঘন্টা পার হয়ে গেলেও ছাড়ার কোন খবর নাই দেখে সোজা চলে গেলাম কন্ট্রোল রুপে। ঘটনা জিঙ্গেস করতেই বলল লাইনে সমস্যা। পাশ থেকে এক ভদ্র লোক তেতিয়ে উঠতেই সত্য কথা মুখ ফসকে বের হয়ে গেল ইনফরমেশন কর্মচারীর। সোজা বলে দিল, 'যান গাড়ীর সানে জিঙ্গেস করেন পুলিশকে কেন তারা আটকিয়ে রেখেছে। আমাদের কোন সমস্যা নাই। অনেকেই চলে এল গাড়ীর সামনে দাঁড়িওয়ালা পুলিশ পান চিবুচ্ছিলেন। তাকে জিঙ্গেস করতেই বলল গাড়ী কি আমারা ঠেকাইছি? যান স্টেশন মাস্টারকে জিঙ্গেস করেন, মুখ ফসকে বলে বসল ভাই স্টেশন ইনফরমেশন বলে আপনাদের কথা আপনারা বলেন তাদের কথা। এবার পুলিশের আসল চেহারা বেরিয়ে এল বলল- ইনফরশেন আমাদের কথা বলেছে? শালারা একটা মাদারচোদ (দুঃখিত হুবহু তুলে ধরলাম জ্ঞাতার্থে)। এবার এগিয়ে আসল আরেক জন বলল ভাই লাইনে সমস্যা। লোকটি বলল ভাই লাইনে সমস্যা সেটি তো রেলের লোক জানার কথা আপনারা কি করে জানলেন? এবার আরেক পুলিশ অফিসার তেড়ে আসতে দেখে সরে গেলেন লোকটি।



কি আনন্দ পুলিশ যেখানে মানুষের যাতায়াতের সুবিধে করে দেয় সেখানে তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে চলেছে। আজব বাংলাদেশই বটে।

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:২১

এ সামাদ বলেছেন: হা হা হা হা হা এ কেমন বাংলাদেশ রে ভাই।

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৮

চোরাবালি- বলেছেন: আজব দেশেই বাস করি আমরা ভাই। ছোট্ট দুটি বাচ্চা নিযে ৪ঘন্টা স্টেশনে থেকে ফেরত পাঠালাম শেষে বাসায়

২| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩০

বিদ্রোহী ভৃগু বলেছেন: হা হা হা

সরকার পড়েছে মাইনকা চিপায়!!!

গাড়ী ট্রেন লঞ্চ সব আটকাইয়াও কিসু করতে পারল না উল্টো ঢাকা বিচ্ছিন্ন হয়ে গেল!!!

যা যে কোন রাজনৈতিক দলের পক্ষে করা খুবই কঠীন কাজ!!!

তাই সরকার সহজ করে দিল!

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৮

চোরাবালি- বলেছেন: হ্যাঁ আমার মনে হচ্ছে ঢাকার ইতিহাসে সর্ব বৃহৎ গণজামায়েত

৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩৮

বোকা_ছেলে বলেছেন: নারায়ে তাকবীর
আল্লাহু আকবর

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০২

চোরাবালি- বলেছেন: যদি অন্তর থেকে যতি বলেন তা হলে আল্লাহ আপনার মঙ্গল করুন । আর যদি তিরষ্কার করে থাকেন হা হলেও আল্লাহ আপনার সুন্দর ফয়সালা করুন। আমীন

৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৭

শিক্ষানবিস বলেছেন: নাস্তিক আর আওয়ামী লীগের একমাত্র ভরসা পুলিশ।

০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৩

চোরাবালি- বলেছেন: হাজার হাজার লোকের ভোগান্তি দিয়ে সরকার তার দুর্নামই রাটাচ্ছে বটে।

৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ সকাল ১০:০৯

রণক্লান্ত অতনু বলেছেন: আজব দেশের আজব পুলিশ.............. ধান্দার চান্স পাইলে তারা করবেই.............

০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:২০

চোরাবালি- বলেছেন: এদের নিয়ে মন্তব্য করতেও ভাল লাগে না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.