নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পোষাক তৈরীর কারখানায় মাসিক বেতনে কামলা দেয় মাস শেষে মাইনের আশায়, যে মাইনে দিয়ে চলবে নিজের পরিবার ও সমাজের জন্য কিছু একটা করার প্রচেষ্টা মাত্র। নিতান্তই সাদামাঠা গ্রাম থেকে আসা স্বল্প শিক্ষিত মানুষ।

চোরাবালি-

চোরাবালি- › বিস্তারিত পোস্টঃ

পুরুষ যখন অক্ষম হয় তখন নারীর উপর নির্ভর হয় এবং নিজের দুর্বলতা ঢাকতে চায় নারী মুক্তির স্লোগানে

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৪

কি??? শিরোনামে কি কারো গা জ্বলা শুরু হয়ে গেছে??



ঠান্ডা মাথায় চিন্তা করে বাস্তবতা দেখে তারপর মন্তব্য করুন। আর যে পুরুষ যত বেশী অক্ষম সে তত বেশী নারীদের প্রতিষ্ঠা, নারী মুক্তি, নারী স্বাধীনতা ইত্যাদি নিয়ে কথা বলে নিজের দুর্বলতা ঢাকতে।

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৭

কালোপরী বলেছেন: আচ্ছা

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৫

চোরাবালি- বলেছেন: হুম

২| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৩

ইয়েন বলেছেন: মাথা গেসে আপনার |-) :-< :||

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৫

চোরাবালি- বলেছেন: দুর্বলতা ঢাকতে মানুষ অনেক কিছুই বলে যার সর্বশেষ আপনার স্লোগানটি, মাথা গেছে

৩| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৩

আজব মানুষ০০৯ বলেছেন: মোরওতো ইচ্ছে করে নারীর উপর ভার দিতে :-P

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৫

চোরাবালি- বলেছেন: এই ভার দেয়ার ইচ্ছা মোটামুটি ৮থেকে ৮০ সবারই

৪| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩২

বিডি আমিনুর বলেছেন: এত অল্প কথার ভিতর এত বড় গবেষণা আজ পর্যন্ত কোন গবেষক, কোন বিজ্ঞানী ই করতে পারে নাই ;) ;) আপনার এ মহান গবেষণার জন্য আপনাকে নোবেল দেওয়া হোক। |-) |-) |-)

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৫

চোরাবালি- বলেছেন: আপনার নানু জানলে খবর আছে আপনার

৫| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩২

মাহমুদুর রাহমান বলেছেন: হা হা হা, অসাম ;) ;)

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৬

চোরাবালি- বলেছেন: :D :D :D :D :D

৬| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৫

ক্লোরোফিল বলেছেন: অন্যরকম কষ্টের /পাশবিকতার কথা - Click This Link

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৭

চোরাবালি- বলেছেন: লিঙ্কের জন্য ধন্যবাদ। আমার ব্লগের সাথে আপনার পোষ্টের সম্পর্ক নেই। আপনার পোষ্টে শুধু ব্যতিক্রম কিছু ঘটনা উদাহরণ হিসেবে তুলে ধরেছেন মাত্র।

৭| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫৬

লীনা জািম্বল বলেছেন: পাগলের প্রলাপ-----------

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৭

চোরাবালি- বলেছেন: দুর্বলতা ঢাকতে মানুষ অনেক কিছুই বলে যার সর্বশেষ আপনার স্লোগানটি, মাথা গেছে

৮| ০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৩০

মাহমুদুল.হাসান বলেছেন: শুধু পুরুষদের অংশগ্রহনে সমাজ কে উন্নত করা সম্ভব নয়! তাই উভয়ের স্বাধীনতা প্রয়োজন। কারন জনসংখ্যার অর্ধেকই তো নারী! আর আপনার মতো কিছু ধর্মান্ধদের খায়েশ কিভাবে আধুনিক যুগকে আবার মধ্যযুগে ফিরিয়ে নিয়ে ধর্ম ব্যবসাটাকে পুনরায় চাঙ্গা করা যায়!!

বি:দ্র : নাস্তিক বলিয়া ট্যাগ দিবেন না!

০৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৭

চোরাবালি- বলেছেন: # মধ্যযুগে কি সমাজ উন্নয়ন হয় নাই?
# সমাজ উন্নয়নে কি নারীদের দিয়ে টাকা রোজগার করানো খুবই জরুর?
# ধর্মের কথা বলেই যদি ধর্মব্যবসায়ী হয়ে যায় তা হলে কোন আপত্তি নেই।
আপনি ধর্ম মানেন কি মানেন না প্রশ্ন এখানে। যদি মানেন তা হলে পুরোপুরি মানতে হবে আর না হলে নাই। অর্ধেক মানি অর্ধেক মানি না তার স্থান কোন ধর্মে নাই। ধর্মে কি বলে নাই সেটা গুরুপূর্ণ নয় কি করতে বলেছে সেই গুরুত্বপূর্ণ। যদি আপনি ধর্ম মানেন।
উন্নয়নের জন্য নারীকে রাস্তায় নামাতে হবে একথা হাস্যকর এবং অক্ষমরাই বলে থাকে। নারী ঘরে থেকেও উন্নয়ন করতে পারে অনেক ক্ষেত্রে বাইরে থেকেও যা সম্ভব না।
আর যারা ধর্মমানে না তাদের বিরুদ্ধে কোন ট্যাগ দেযার ইচ্ছা আমার নাই কারণ আমার বিষয়টিই ভিন্ন ধর্মরিলেটেড নয়

৯| ০৭ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

সোজা আঙ্গুল বলেছেন: লেখক বলেছেন: # মধ্যযুগে কি সমাজ উন্নয়ন হয় নাই?
# সমাজ উন্নয়নে কি নারীদের দিয়ে টাকা রোজগার করানো খুবই জরুর?
# ধর্মের কথা বলেই যদি ধর্মব্যবসায়ী হয়ে যায় তা হলে কোন আপত্তি নেই।
আপনি ধর্ম মানেন কি মানেন না প্রশ্ন এখানে। যদি মানেন তা হলে পুরোপুরি মানতে হবে আর না হলে নাই। অর্ধেক মানি অর্ধেক মানি না তার স্থান কোন ধর্মে নাই। ধর্মে কি বলে নাই সেটা গুরুপূর্ণ নয় কি করতে বলেছে সেই গুরুত্বপূর্ণ। যদি আপনি ধর্ম মানেন।
উন্নয়নের জন্য নারীকে রাস্তায় নামাতে হবে একথা হাস্যকর এবং অক্ষমরাই বলে থাকে। নারী ঘরে থেকেও উন্নয়ন করতে পারে অনেক ক্ষেত্রে বাইরে থেকেও যা সম্ভব না।
আর যারা ধর্মমানে না তাদের বিরুদ্ধে কোন ট্যাগ দেযার ইচ্ছা আমার নাই কারণ আমার বিষয়টিই ভিন্ন ধর্মরিলেটেড নয়।

১০০% সহমত।

যেগুলা এই পোস্টের বিরোধী দেখবেন এদের ৯৯.৯৯% -ই ভংধারী। আসলে এরাই চায়না নারীরা কোন ক্ষেত্র কোন উন্নতি করুক। কর্মক্ষেত্রে এরাই নারীদেরকে বেশি তাচ্ছিল্য করে থাকে। সময় থাকলে প্রায় হাজার খানেক প্রমাণ দিতে পারতাম।

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:১৯

চোরাবালি- বলেছেন: নারী উন্নয়নের নামে নারীদের লংটো করে এরা মজা লুটতে চাই একশ্রেণী। আন্যশ্রেণী নিজেদের দুর্বলতা ঢাকতে নারী উন্নয়ন উন্নয়ন বলে বেড়ায়।

১০| ০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৮

একজন ঘূণপোকা বলেছেন: +++++++++++

০৮ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫০

চোরাবালি- বলেছেন: ধন্যবাদ আপনাকে

১১| ০৮ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১৩

এস এইচ খান বলেছেন: কেন আপনি জানেন না! ভাদাইম্মার বউ হয় অদম্য :-B :-P =p~

০৮ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

চোরাবালি- বলেছেন: :( :( :( :( :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.