নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দৃশ্য # ১
ভাড়াটে হিসেবে হন্টন করতে করতে টুলেট দেখেই প্রবেশ করলাম ডিং ডং শব্দে বেল বাজলে ৩৫/৪০বছর বয়সী মহিলা ছুটে এলেন, স্বাভাবিক ভাবেই বললাম আপু বাসা ভাড়া হবে। চিকন কন্ঠের মহিলা প্রথমেই জিঙ্গেস করলেন ফ্যামিলি মেম্বার কতজন। স্বভাব সুলভ উত্তর- মূলত আমরা দু'জন আর আমার বউয়ের দুটি বাচ্চা আছে যারা আমাকে বাবা বলে। একগাল হাসি দিয়ে ডেকে নিয়ে গেলে ইউনিটে।
দেখেন ভাই বাসা সুন্দর আছে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, যেকানে সেখানে ময়লা ফেলা যাবে না, বাসায় অতিরিক্ত গেস্ট আনা যাবে না। --------। আর হ্যাঁ এইডা আমার মেয়ে ওরাও উত্তরা থাকত। এবার মেয়ে নামে ২বাচ্চার মা শুরু করল। সহজ সরল কামলা মানুষ জ্ঞান অর্জন প্রায় শেষের পথে তখন বললাম ঠিক আছে আপা আমি আমার কর্তীর লগে একটু কথা কইয়া লই তার পর আন্নেরে ফাইনাল করুমু নে বলে চলে যখন আসছি তখন বলল- দেখেন ভাই আমরা কিন্তু লাকসাম নোয়াখালীর লোকের মত ভাড়াটিয়াদের সাথে খারাপ ব্যবহার করি না, আমরা কুমিল্লার মানুষ। ---------- রাস্তায় আসতেই মনে হল আরে লাকসাম তো কুমিল্লারই অংশবিশেষ Winking Winking Winking Winking
দৃশ্য # ২
এই বাড়ী ভাড়া হবে দেখে বুকে ফুঁ দিয়ে ঢুকে পরলাম। অনেক সময় ধরে বিল্ডিং এর ক্রপসএবল গেট ঝাকাঝাকির পর কোন উত্তর না পেয়ে পেছন দিয়ে গিয়ে দেখি ঢোকার রাস্তা মূলত পেছন দিয়ে এবার ৫০উর্দ্ধ এক মহিলার দেখা মিলল। আপা বললে নিজেকে বয়ষ্ক মনে হবে তাই বললাম খালাম্মা বাড়ী ভাড়া দিবেন নি। খালম্মা ভ্রু কুঁচকে উত্তর করল, আপনারা কয়জন। বর্ণণা করলে বলল তয় দ্যাহেন, তয় ভাড়া কিন্তু ১২হাজার লাইগবো, কারেন বিল দিবেন, গ্যাস বিল দেবন পানির জন্য আলাদা ২০০টাকা আর দারোয়ান আছে কইলাম তারেও মাসে ২৫০টাকা দেওন লাগবো। উত্তর করলাম আন্টি ১২হাজার টাকার বাসা হলে অবশ্যই দেয়া হবে। যা হউক খুশি হয়ে ভেতরে প্রবেশ করলাম ১তলা বিল্ডিংয়ের নিচতলার ১ ইউনিট। যার সামনেই মুরগীর বাচ্চা টোপা দিয়ে ঢাকা। গন্ধে টেকা দায়। ভেতরে প্রবেস করে মনে হল টাইলস পরিষ্কার করা হয় না গালানোর পর থেকে। বাথরুমের প্যান যে সাদা বর্ণের ছিল দেখে বোঝার উপায় নাই। খুশি হয়ে বের হয়ে বললাম আন্টি পরে জানাবো। আন্টির মুখ কালো করে বলল কিছু এ্যাডভান্মন্স দিলে আর কাউকে দেখাতাম না। কিছু না বলে ছালাম দিয়ে বিদেয় হলাম।
দৃশ্য # ৩
২বার মোবাইলে কল করার পর ৩য় বার ফোন রিসভ করলে সরা সরি জানতে চাইলাম ভাড়া হবে নাকি। সুরেলা কণ্ঠের জবাব পেলাম হ্যা ভাই ভাড়া হবে। ভাড়া আপনি সময় করে এসে দেখে যান। ভাড়ার জন্য তর সইছিল না তাই চলে গেলাম দেখতে। নীচতলা তেমন পচ্ছন্দ না হলে মহিলা সুন্দর করে কথা বলল যে তার সবকিছু পরিষ্কার পরিচ্ছন করে দিবেন নতুনের মত। বয়ষ্ক হলেও সুমধুর কণ্ঠে পটে গিয়ে রাজি হয়ে ভাড়ার ৮হাজার টাকা দিলাম তুলে হাতে। বাসায় উঠতে গিয়ে পরলাম বিপাকে রংয়ের কাজ করিয়েছেন কিন্তু মেঝ থেকে শুরু করে কোথাও পরিষ্কার পরিচ্ছনতার ছাপ দেখলাম না কোন রকমে মাথাগুজে ৭দিন পর থেকে বললাম আসলামু আলাইকুম আপু আগামী মাসেই থাকছি না আর বাসাতে।
২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৬
চোরাবালি- বলেছেন: Thanks
২| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৭
ভাঙ্গা কলমের আঁচড় বলেছেন: হা হা.
২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৭
চোরাবালি- বলেছেন: Thanks for comment
৩| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০০
সোনি সুলতানা বলেছেন: হা হা হা
২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৭
চোরাবালি- বলেছেন: Thanks for comment
৪| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০০
সোনি সুলতানা বলেছেন: হা হা হা
২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০৮
চোরাবালি- বলেছেন: Thanks for comments
৫| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:০২
লাল চাঁন বলেছেন: বাসা খোজা বেশ কস্টের কাজ, গত তিন মাস ধরে বাসা খুজে একটা পেয়েছি জানিনা কেমন হয়
২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১২:১২
চোরাবালি- বলেছেন: স্বল্প টাকায় বাসা পাওয়াটা খুবই কষ্টের কাজ। ২৫/৩০হাজার টাকা যারা বাসা ভাড়া নিবেন তাদের জন্য অবশ্য তেমন কোন সমস্যা না
৬| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:১৮
s r jony বলেছেন: সুধু মাত্র এই পরিস্কার পরিচ্ছনাতা/ সুন্দর গোছান বাড়ির আসায় আমি সুধু মাত্র নতুন বাড়িগুলতেই ফ্লাট ভাড়া করি। বর্তমানে যেটায় আছি সেটা ৮ তলা বাড়ি হবে, কিন্তু ২য় তলা কমপিলিট হবার সাথে সাথে আমি ঊচ্চ হারে এডভান্স দিয়া ঊঠছি। গ্যাস নাই, তারপরে "ভাঙ্গাচোরা নোংরা" বাড়ির থেকে অনেক ভাল আছি
২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩০
চোরাবালি- বলেছেন: ভাই এই সোন্দর্য অসুখেই তো মরলাম। তা না হলে আমি যেটাকায় ভাড়া নিয়েছি তার থেকে ৩হাজার টাকা কমে বাসা নেয়া সম্ভব
৭| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৪২
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: আমরা কিন্তু লাকসাম নোয়াখালীর লোকের মত ভাড়াটিয়াদের সাথে খারাপ ব্যবহার করি না, আমরা কুমিল্লার মানুষ।
বাসা খোজা আসলেই এক্টা ঝামেলার কাম। তয় আমাগো বাসাটা খুঁজতে তেমন মাথার ঘাম পায়ে পড়েনি, কারণ আমাদের বাসার সামনের বিল্ডিংয়েই একটা খালি আছে শুনে উঠে গিয়েছিলাম। যত আত্মীয় আছেন সবার বাসা দেখেছি , তয় আমাদেরটার মতন ভাল মনে হয় কারোটা হবেনা। আর কারেন্ট বিল? সেটা না হয় নাইবা কৈলাম।
২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৯
চোরাবালি- বলেছেন: মানুষ হিসিবে লাকী (স্লোগান গার্ল না কিন্তু আবার) আপনি
৮| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ১:৫১
এন এফ এস বলেছেন: কি আপনার বউ এর আগে কার সাথে বিয়ে হইছিল?
যাক আপনি ত তাও পরের বাচ্চাকে আপন করে নিয়েছেন
২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৮
চোরাবালি- বলেছেন: কেন আমার সাথে
৯| ২০ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:১০
শাকিল ১৭০৫ বলেছেন:
২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৮
চোরাবালি- বলেছেন: ধন্যবাদ
১০| ২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০২
মাগুর বলেছেন: বাসা খোঁজার ব্যাপারে আমি অলওয়েজ লাকি
এখন যে বাসায় থাকি সেটা প্রায় স্বর্গের কাছাকাছি সিরিয়াস, একটুও মিথ্যা বলছি না।
১. যখন ইচ্ছা তখন বাসায় ঢুকতে পারি। রাত ১২ টা কি আর ভোররাত ৪টা কি, কোন সমস্যা নাই।
২. পানি শেষ হইলেই কেয়ারটেকারের নাম ধইরা জোরসে ডাক দিই তবে খুব কম সময়ই ডাক দেওয়া লাগে।
৩. গ্যারেজে বাইক রাখই কিন্তু এক্সট্রা পে করতে হয় না।
৪. বাড়িওয়ালা কখনোই এসে জ্বালাতন করে না।
৫. যখন ইচ্ছা তখন ছাদে যাওয়া যায়।
আর কি সুবিধা লাগবে বলেন? আপনার জন্য শুভকামনা। আশা করি নেক্সট টাইম ভালো কিছু খুজে পাবেন
২০ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৮
চোরাবালি- বলেছেন: আমি বর্তমানে যেটা নিয়েছি সেটাও বেশ ভাল দেখা যাব বাড়ী ওয়ালা কেমন হয় ছরি বাড়িওয়ালার প্রতিনিধি। বাড়ীওয়ালা থাকে প্রবাসে। যদিও মাঝে মাঝে বাঁশের থেকে কঞ্চি লম্বা হয় মাঝে মাঝে
১১| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২৩
রক্তভীতু ভ্যাম্পায়ার বলেছেন:
২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
চোরাবালি- বলেছেন: অন্যের দুঃখে হাইসেন না ভাই, দুঃখ আসতে পারে কপালে
১২| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৩৫
নাজিম-উদ-দৌলা বলেছেন: কাহিনীটা নিয়ে নাটক বানাইলে মজা হবে।
২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৭
চোরাবালি- বলেছেন: বাসা ভাড়ার আরো বেশ অভিজ্ঞতা আছে যা নাটকের মতই।
১৩| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ১:৫৬
স্বাধীনচেতা মানবী বলেছেন:
২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
চোরাবালি- বলেছেন:
১৪| ২১ শে এপ্রিল, ২০১৩ রাত ২:২২
সুপান্থ সুরাহী বলেছেন:
ভাড়াটিয়া মনে হয় মানুষের কাতারেই পড়েনা মালিকদের চোখে...
অনেক যন্ত্রণায় আছি.......
২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
চোরাবালি- বলেছেন: এ যাবত কালে সব বাড়ীওয়ালাই ভাল পড়েছে। কারণ আমি বাসা ভাড়া নেয়ার আগে কথাবার্তা বাইরের পরিবেশ সবকিছু দেখে নেই। একটা মিসটেক হয়ে গেছে এবার মিষ্টি কথায় ভুলে গিয়ে
১৫| ২১ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৭
নেট পাগলা বলেছেন: আমি বুঝি ভাল বাসা পাওয়া কত্ত কঠিন ৩ মাস যাবৎ খুজছি এখন ও খুজে বেড়াই
২২ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২২
চোরাবালি- বলেছেন: বড়ই জটিল কাজ ভাইসাব।
©somewhere in net ltd.
১| ২০ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৫৫
একাকী বালক বলেছেন: হা হা হা।