নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আপনার কি করা দরকার সেটি আপনিই ভাল জানেন তবে আমার মনে হয় আওয়ামী লীগকে জাতীয় পার্টি পর্যায়ে যাওয়া ঠেকাতে আপনার এই কাজগুলি করলে ৫০সালের আওয়ামী লীগের সুনাম যেমন বাড়বে; বাড়বে কিছু সমর্থকও-
# প্রথমেই আমার মাথায় যে ফর্মুলা, সেটি হল এইচটি ইমামের মত গাধা টাইপের উপদেষ্টা বাদ দিয়ে নিজেই নেজের উপদেষ্টা বনে যাওয়া। কারণ এই সকল উপদেষ্টারা নিজেদের আখের গোছোতে আপনার মত বুঝে নিজস্ব স্বার্থকে ঠিক রেখে নিয়মিত পরামর্শ দিয়ে থাকে। তাতে দেশের ১২টা আর দলের ১২টা অভার যা বাজে বাজুক; চাই নিজের ছেলে মেয়েদের জন্য নিয়মিত রেমিটেন্স।
# বাপের বাপ; দাদারও বাপ এই বাবা যেমন- শামীম ওসমান; মায়া; নানকদের মত বর্ষীয়ান পাগলাদের বাদ দিয়ে শিক্ষিত মার্জিত; আর সুনম আছে যাদের ব্যবহারে ক্ষমতায় নয় তাদের সাথে সখ্যতা গড়ে তোলা।
# এর পর দুই নাম্বারে নিজের বুদ্ধি কাজে লাগিয়ে মখা আর রাবিশ খ্যাত মাল মন্ত্রীদের মত অযোগ্যদের ঝেটিয়ে দল থেকে বিদায় করা।
# দলের লুটেরা যারা দলের নাম ভাঙিয়ে কোটি কোটি টাকার সম্পদ গড়েছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে তাদের সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে নিয়ে নেয়া।
# সুরঞ্জিত বাবুদের মত তেলের ড্রাম খ্যাত দূর্নীতিবাজদের জেলে একটি কোরে সশ্রম ডিভিশন দান করে জাতি কে রক্ষা করা।
# স্বদলীয় পন্থী সরকারী আমলাদের সম্পদ যাচাই করে লুটেরাদের টেনে ধরে বের করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
# ছাত্রলীগ নামক একটি কুকুড়ের খামার আছে যেটি আপনার অবশ্যই পুড়িয়ে দিতে হবে।
০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৬
চোরাবালি- বলেছেন: এবার ক্ষমতায় টিকেত না পারলে উনার দলের অবস্থান কি হবে?? হয় জাতীয় পার্টি টাইপের অবস্থা অথবা ইনুদের মত পরগাছার মত অবস্থা হবে। গতকালের জনসমর্থনেই স্পষ্ট হয়েছি কি অবস্থা হয়েছে উনার দলের।
২| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৫
নষ্ট ছেলে বলেছেন: এগুলো বাদ দিলে আওয়ামী লীগের আর থাকল কি?
শিবিরকে মোকাবেল করবে কে?
০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩৭
চোরাবালি- বলেছেন: ক্ষমতায় নয়; টিকতে হলে আদর্শে টিকতে হবে এখন। ক্ষমতায় টিকতে গিয়ে ৫% ভোটও পড়ে নাই।
৩| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪২
সাইবার ডাঃ ডেভিলস ডুম বলেছেন: Click This Link
০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৯
চোরাবালি- বলেছেন: ধন্যবাদ
৪| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪২
বিক্ষত বলেছেন: ভাই এইডা কি কইলেন । এরা ছাড়া তো শেখ হাসিনা অচল।
০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৪৯
চোরাবালি- বলেছেন: হাসিনার এখন গলার কাঁটা না পারছে গিলতে না পারছে ফেলে দিতে।
৫| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০২
না প্রেমিক না বিপ্লবী বলেছেন: খুব সম্ভবত বড় ধরনের সংস্কারের দিকে যাচ্ছেন শেখ হাসিনা॥ এই নির্বাচনে কয়েকজনের ভরাডুবি দেখি তা স্পষ্ট॥
০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৮
চোরাবালি- বলেছেন: বড় ধরনের সংস্কার ছাড়া আওয়ামী লীগ আর জাতীয় পার্টির অবস্থান একই কাতারে চলে যাবে খুব শিঘ্রই।
৬| ০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:১৭
মদন বলেছেন: ঠগ বাছতে গা উজাড়
০৬ ই জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:৪৮
চোরাবালি- বলেছেন:
©somewhere in net ltd.
১| ০৬ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩১
নীল জানালা বলেছেন: এর একটাও উহা করিবেনা। বড়জোর মালরে বাদ দিতে পারে। কিন্তু গুন্ডাপান্ডা আর চোর চাটুকারদের সে বড় ধরনের পুরস্কার দিবে। একটা কথা মনে রাখা ভাল, আম্লীগের সবচে খারাপ মানুষটার নাম হৈল শেখ হাসিনা।