নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পত্রিক্রান্তে বিভন্ন সময়ের মধ্যে যে বিষয়টি আমার কাছে বেশ মজাদায় কথা ছিল তার মধে একটি হল - বিএনপি যদি সরকারের বৈধতা দেয় তা হলেই তাদের সাথে আলোচনা। --- বাহ বেশ কিদারুন কথা; না হেসে উপায় কি বলুন। কর্ম চঞ্চল কামলা মনেও উকি দিয়ে যায় এক ঝাক হাসি। আচ্ছা বিএনপি কি বৈধতা দিলেই আপনি বৈধ হয়ে গেলেন? যেখানে আপনি জনপ্রতিনিধি ৫% জনগনও আপনাকে ভোট দেয় নাই। নিযেকে যখন জন প্রতিনিধি হিসেবে দাবি করেন তখন কি আপনি আত্মতৃপ্তিত!!!!
!
!
!
!
!
আপনি হয়তো তৃপ্তির ঢেকুর তুলতে পারেন কিন্তু সাধারণে কি সে ঢেকুর সাধারনে কি মুখ টিপে হাসে না। যদিও সে হাসির মর্মাথ নিয়ে আপনাদের কোন মতানুমত নেই।
এটা কি সন্তান উৎপাদনে অক্ষম কোন পিতার টেস্টটিউবে প্রাপ্ত বাচ্চার মুখের বাবা ডাকে খুশিতে আত্মহারা হয়ে ওঠা আর ৫ই জানুয়ারীর ভোটে বিজয়ী হয়ে নিজেদের জনপ্রতিনিধি বলাটা একই নয়!!!
২| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৩
মদন বলেছেন:
৩| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৫৩
মোবারক সরকার বলেছেন: ১০০% ঠেক !!!!!!!
৪| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:০৫
বিদ্রোহী ভৃগু বলেছেন: তারা আত্মপ্রবঞ্চনায় ভুগছে!
তারা নিজেদের স্বৈরাচারিতাকে দৃঢ়তা দিতে চাইছে!
তারা নিজেদের হীন কাজকে ঢাকতে আরও হীনতর কাজ করছে!
তারা স্বাধীনতার দল বলে দাভী করে ! অথচ স্বাধীনতার মূল চেতনাকে তারাই হথ্য করছে! বাকশালের মাধ্যমে যেমন করতে চেয়েছিল প্রথম বার!
তারা মুক্তিযুদ্ধের কথা বলে গাল ভরে ফেনা তুলে ফেলে! অথচ তারা মুক্তিযুদ্ধের চেতনা-মানুষের বাক-স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, মানুষের ভৌটাধীকার কেড়ে নিয়ে তা হথ্যা করেছে!!
তারা গণতন্ত্রের খথা বলে অথচ তারাই ১৫৪ আসনে সহ ৩০০ আসনেই গণতান্ত্রিক পদ্ধতিকে হত্যা করে শূলত গণতন্ত্রকেই হত্যা করেছে!!!!
তারপরও ভাবছেন তাদের বোধোদয় হয়েছে!!!!???
মোটেই না !
তারা চোরাবালির সেই গর্তে ঢুকেছে- যেখানে নড়লেই আরো গভীরে যেতে হয়!!!!!!!
৫| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:৩৮
মসন বলেছেন: BNP boidhota dewar k, jonogon jodi na day ?
৬| ১১ ই মার্চ, ২০১৪ রাত ৮:৩৪
এম আর ইকবাল বলেছেন:
আত্মপ্রবঞ্চনায় ভূগছে দু দলই ।
একজন জিতে ভূগছে,
আরেকজন ভোট যুদ্ধে অংশ না নেওয়ার জন্য ।
অনেকটা হাতের লক্ষী পায়ে ঠেলের মতো ।
৭| ১১ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫৪
হাসিব০৭ বলেছেন: সহমত
৮| ১১ ই মার্চ, ২০১৪ রাত ৮:৫৪
হাসিব০৭ বলেছেন: সহমত
©somewhere in net ltd.
১| ১১ ই মার্চ, ২০১৪ বিকাল ৪:৩১
মামুন্ বলেছেন: test tube baby o baby