নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পোষাক তৈরীর কারখানায় মাসিক বেতনে কামলা দেয় মাস শেষে মাইনের আশায়, যে মাইনে দিয়ে চলবে নিজের পরিবার ও সমাজের জন্য কিছু একটা করার প্রচেষ্টা মাত্র। নিতান্তই সাদামাঠা গ্রাম থেকে আসা স্বল্প শিক্ষিত মানুষ।

চোরাবালি-

চোরাবালি- › বিস্তারিত পোস্টঃ

মেয়েদের নাম রঙ্গ ও তার প্রতিফল

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩১


কর্পরেট জগতে নামের ডাল পালা বা ফরে নাম বেশ জাকজমক। যেমন সেলিনা খাতুন হয়ে গেল সেলি, জরিনা বানু নাম জেরিন, হাসিনা খাতুন হয়ে যায় হ্যাপি/হাসি। এরকম বিভিন্ন নামকরনে কর্পরেট জগত বশ জমজমাট থাকে। সে কর্পরেটের ছোয়ায় সাথে তাল মিলিয়ে আমাদের এই গার্মেন্টস ট্রেডের মেয়েরাও বেশ অগ্রগামী। তারা পিতা/মাতা প্রদত্ত নাম বাদ দিয়ে নিজেদের তৈরী নাম নিয়ে বেশ জমজমাট থাকেন। যার ফল তারা মাঝে মধ্যে ভোগ করে থাকেন।

আসল নাম রোজিনা খাতুন। তার সাধের নাম নিপা নাসরিন। বেশ ভালই চলছে। তার স্বামি দুর্ঘটনানা কবলিত হয়ে হাসপাতালে। প্রতিবেশী খোজে আসলেন অফিসে। হাজার তিনকে মেয়ের মাঝে খুজে পাওয়া সম্ভব না বা বাইরের কাউকে ঢুকতে দেয়া সম্ভব না কাজের ব্যঘাত হয় বলে। যথারীতি মাইকে ঘোষণা করা হল। প্রথমে নাম ধরে, তার পর নামের সাথে এলাকার নাম ধরে। কিন্তু কোন খোজ পাওয়া গেল না। বেচারী যখন রাতে বাসায় ফিরল তখন শোনে তারা স্বামী হাসপাতালে। কয়েকদিন বাদে স্বামী সুস্থ্য হয়ে বাসায় ফিরল। তখন বাঁধল আরেক বিপত্তি। স্বামী বলে তুই ঐদিন কার সাথে ছিল ক, এই নিয়ে সংসার তার ভাঙা ভাঙা অবস্থা।

এরকম ঘটনা প্রায়ই ঘটে কিন্তু বড় ঘটনা যেটি ঘটল সেটি ভয়াবহ ও দুঃখ জনক। বাবা মায়ের দেয়া নাম আসমা খাতুন। সে নিজে বানিয়েছে কানিজ জাকিয়া। কাগজপত্রও সে মোতাবেক কমপিউটার থেকে তৈরী করিয়ে নিয়েছে। বেচারীর বাবা মারা গেলে সংবাদ আসল অফিসে। অফিস যথারীতি মাইকিং করা হল। তারপর তার ছবি নিয়ে আসল, তাতেও খোজ পাওয়া গেল না অফিসের ডাটা বেশে সেই এলাকার নামের সব মেয়ের ছবি দেখানো হলো তার আত্মীয়কে। কিন্তু তার খোজ মিলল না। কমপিউটারে ক্যারামতিতে।

যার যায় তার জ্বলে যে গ্রাম্য প্রবাদটি সেটি হয়তো সত্য। তাই সে মেয়েটি সন্ধ্যায় আসল বাড়ীতে যাবে তার বাবার জন্য খারাপ লাগছে বলে। এইচ.আর তার বাড়ী কোথায় জিঙ্গেস করতেই বেড়িয়ে পড়ল তাদের কয়েক ঘন্টার পরিশ্রম। জিঙ্গেস করা হল তার আসল নাম কি। সে বলল। শুধু তাকে বলা হল সোজা বাড়ীতে যেতে। আর তার সন্ধানে আসা ব্যক্তিটির ফোন নাম্বার ধরিয়ে দেয়া হল হাত।

মন্তব্য ১৬ টি রেটিং +০/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:১৬

আলম সুমন বলেছেন: thanks

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৮

চোরাবালি- বলেছেন: ধন্যবাদ আপনাকেও

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৪

মোস্তফা সোহেল বলেছেন: আজকাল বাপ মায়ের দেওয়া নাম অনেকেরই পছন্দ হয়না ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৮

চোরাবালি- বলেছেন: বিশেষ করে মেয়েদের মাঝে এ প্রবণতা বেশী

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:০৬

বিজন রয় বলেছেন: হা হা হা হা ।
নামেই কিবা আসে যায়।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৭

চোরাবালি- বলেছেন: হ্যা, কিইবা আসে যায়,

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৩

মোহাম্মদ শফিউল্লাহ বলেছেন: যারা নাম পালটায় তাদের উচিত তাদের পরিবারকে তাদের নতুন নাম সম্পর্কে অভিহিত করা।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৭

চোরাবালি- বলেছেন: সেটা আর কজনে করে

৫| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৩৮

সঞ্জয় নিপু বলেছেন: ব্যপারটা দুঃখ জনক, আমরা মানুষ হব কবে ?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:১৬

চোরাবালি- বলেছেন: রঙ্গতত্বে রঙিন আমরা

৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৬

আরণ্যক রাখাল বলেছেন: মেয়েটার ফোনে ডিরেক্ট কল দিলেই তো পারতেন তার বাবা মা।
নাকি ফোন কাজে নিয়ে যাওয়া নিষেধ?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:১৭

চোরাবালি- বলেছেন: ফ্লোরে ফোন ব্যবহার নিষেধ

৭| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫২

মিঃ আতিক বলেছেন: খালেদা, হাসিনা এগুলো ও একটু খ্যাত মনে হয়, পাল্টাই কি রাখা যায়?

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১১:৩৯

চোরাবালি- বলেছেন: :D :D :D :D :D :D :D :D :D

৮| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৫

রাজীব নুর বলেছেন: নিজের বাপ মায়ের দেয়া নাম বদলে রাখা এটা ফ্যাশন হয়ে দাড়িয়েছে।
এটা ভন্ডামি।

২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪৬

চোরাবালি- বলেছেন: ধন্যবাদ আপনাকে। এসব নাম নিয়ে অনেক ঝামেলা হয় মাঝে মধ্যেই।
আমি যে কারখানায় কামলা খাটি সেখানে নিরাপত্তার স্বার্থে মোবাইল বহণ নিষেধ। কারো কেও এলে গেটে এসে নাম বলতে হয়, এলাকার নাম বলতে হয়। সহজে পাওয়ার জন্য আইডি বলতে হয়। কিন্তু মাঝে মধ্যেই দেখা যায় এমন সব উদ্ভট নাম তারা নিজেরা তৈরী করে তাতে বাবা মায়ের দেয়া নামের সাথে কোন মিলই নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.