নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পোষাক তৈরীর কারখানায় মাসিক বেতনে কামলা দেয় মাস শেষে মাইনের আশায়, যে মাইনে দিয়ে চলবে নিজের পরিবার ও সমাজের জন্য কিছু একটা করার প্রচেষ্টা মাত্র। নিতান্তই সাদামাঠা গ্রাম থেকে আসা স্বল্প শিক্ষিত মানুষ।

চোরাবালি-

চোরাবালি- › বিস্তারিত পোস্টঃ

আর আমি স্বামী পালি

০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৩৪

গত পরশু গ্রুপের আড্ডাঢ এক বান্ধবী তার বন্ধুদের উদ্দেশ্যে বলছে, তোরা বউয়ের সংসার করিস, আর আমি স্বামী পালি, যা হউক কথা দুটির মাঝে কোন ব্যবধান খুজে না পেলেও ব্যবধান আছে অনেক। আরেক বন্ধু সঙ্গে সঙ্গে রিপ্লাই করল, ওর কি স্বামীর খামার আছে নাকি?

সে এক বিরাট তর্ক; সেদিকে না যায়। কথাটার দিকেই মন দেয়া যাক। ছেলেরা বউয়ের সংসার করে; এটা চিরন্তন সত্যা। যারা সংসার করে তাদেরটা থাকে ভালবাসার মাঝে আর যারা স্বামী পালে তাদেরটা থাকে উগ্রতার মাঝে। সংসার করা স্বামী/স্ত্রীদের মধ্যে উভয়ই ইচ্ছা অনিচ্ছা প্রাধান্য পেয়ে থাকে। তারা একে অপরকে পরিপূরক ভাবে। একজনার খুশিতে উভয়েই খুশ হয় এক জনের কষ্টে উভয়েই কষ্ট পায়। এক্ষুনি এটা কর- এটা তাদের ডায়লগ যারা স্বামী পালে; আর এটা একটু করে দাও- এটা তাদের ভাষা যারা সংসার করে। পার্থক্য শুধু ভাষার মাধুর্যের আর কিছু না।

মন্তব্য ১৫ টি রেটিং +২/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১০:৫৫

ওমেরা বলেছেন: "স্বামী পালি" এটা আবার কেমন ভাষা !!

০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১১:০৪

চোরাবালি- বলেছেন: খামারিরা যেমন গরু ছাগল পালে তেমনি ওনি স্বামীও পালে

২| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১১:০৯

বিচার মানি তালগাছ আমার বলেছেন: প্রকৃতি আর ধর্ম পুরুষকে কর্তৃত্ব দিয়েছে নারীর উপর। এটাকে বদলাতে গেলে সুখ থাকে না, গোলমাল হয়...

০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১২

চোরাবালি- বলেছেন: ভাই কর্তৃত্ব দেখছেন!!!! যে টুকু পুরুষের অধিকার সেটা বলতে গেলে সংসারে শান্তি থাকে না। আবার কর্তৃত্ব খাটাবেন!!!!!!!!!!!

৩| ০৯ ই মার্চ, ২০১৭ সকাল ১১:২৯

আইয়ুব হোসেন মুন বলেছেন: Dominating ক্যারেক্টারের ডায়লগ মনে হচ্ছে... X((

০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:১২

চোরাবালি- বলেছেন: সেই রকম ডায়লগ, জীবনে প্রথম শোনা

৪| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:২১

হাতুড়ে লেখক বলেছেন: আরেক বন্ধুর রিপ্লেটা ভাল্লাগছে।

০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১২:৪৬

চোরাবালি- বলেছেন: সবাই তো স্মার্ট গ্রুপে

৫| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ১:৫৬

অগ্নিবেশ বলেছেন: তালগাছের নারী নেতৃত্ব হারাম।

০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১০

চোরাবালি- বলেছেন: আমি তো জানতাম ইসলামে পরিবার যে সমাজ যে গোত্র যে রাষ্ট্রের প্রধান নারী তারা দুর্ভাগা।
কেননা পুরুষেরা যখন যোগ্যতা শূণ্য হয়ে যায় তখনই নারীদের আর্বিভাব হয় নেতৃত্বে

৬| ০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ২:০৭

টারজান০০০০৭ বলেছেন: অনেকেই পালে ভাই , আফছুছ কইরা লাভ নাই ! :P :D =p~

০৯ ই মার্চ, ২০১৭ দুপুর ২:১২

চোরাবালি- বলেছেন: বউয়ের কথায় প্রাধান্য দেয় না এমন লোক উদাহরণে নয় ব্যতিক্রমে।
ঐ মেয়ের মতে তার বন্ধুরা বউয়ের আচল ধরে থাকে আর সে স্বামী পালে মানে তার স্বামী তার কথায় চলে
এখানে পার্থক্য কোথায়??

৭| ১০ ই মার্চ, ২০১৭ রাত ১২:১০

লর্ড অফ দ্য ফ্লাইস বলেছেন: যে বেটার বউ ছেলে বন্ধুদের সাথে আড্ডা দেয়য় সে আসলেই বউপালিত।

১১ ই মার্চ, ২০১৭ সকাল ৯:২৪

চোরাবালি- বলেছেন: বলিয়েন না ভাই এসব!!! শেষে সন্দেহপ্রবণ হয়ে যাবেন

৮| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৩

রাজীব নুর বলেছেন: পড়লাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.