নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশ বিদেশে নাটক সিনেমা বিজ্ঞাপন প্রচার যেদিকেই তাকাই না কেন ছেলেদের পোষাক বেশ পরিপাটি কিন্তু মেয়েদের নূন্যতম বের করতে হয় হাটু। আর জামার বোতামের কথা না হয় নাই বা বলি।
মেয়েদের নাকি মহিমান্বিত রূপে তৈরী আর তাদেরই অন্যের মনোরঞ্জনের জন্য পরতে হয় স্বল্প বসনের পোষাক। আর ছেলেরা সর্বদা পরিপাটি; বড়জোর হাফ প্যান্ট তাও আবার হাটুর নিচ পর্যন্ত আর খালি গায়ে থাকলেও নূন্যতম বুক থেকে কোমড় পর্যন্ত ঢাকা গেঞ্জি। আচ্ছা মেয়েরা তো বলে তারা ছেলেদের মনোরঞ্জনের বস্তু না তা হলে তারা এই স্বল্প ড্রেসে কেন বের হয়? যুগের সাথে যদি তাল মেলাতে হয় কোন ছেলে তো জাঙ্গিয়া পরে রাস্তায় বের হয় না সে যত গরমই পরুক অথবা শর্টপ্যান্ট পড়ে অফিসে যায় না অথবা এতটা আটোসাটো পোষাকা কখনই পরে না যাতে শরীরের ভাজ পর্যন্ত দৃশ্যমান হয়। কিন্তু মেয়েদের পোষাকই এমন যে শরীরের প্রতিটি ভাষ দৃশ্য মান, অফিসে স্কুলে মিনি স্কার্ট, জামার বোতাম তিন/চারটে খোলা।
আর টিভি সিনেমা নাটক বিজ্ঞাপনের কথা না হয় বাদই দিলাম। সিনেমায় নায়ক পরিপার্টি ড্রেসে কিন্তু নায়কা গরমে শরমে বিকিন টাইপের ড্রেস। ছেলেদের জাঙ্গিয়ার বিজ্ঞাপন সেখানেও বিকিনি পরা মেয়ে; গাড়ী বিক্রির বিজ্ঞাপন সেখানে খাড়া করা থাকে একখান এমনকি ব্লেড বিক্রির বিজ্ঞাপনের।
মেয়েদের অনেক বুদ্ধি কিন্তু তারা চলে ছেলেদের পচ্ছন্দে, ছেলেরা মেয়েদের যে ড্রেসে পচ্ছন্দ করে তারা সেই ড্রেসেই আনন্দবোধ করে।
১৭ ই মে, ২০১৮ সকাল ১১:১৬
চোরাবালি- বলেছেন: পশ্চিমা দেশেও তো একই অবস্থা, ছেলেরা কত সুন্দর পোষাকে কিন্তু মেয়েদের ল্যাংটা না হলে চলে না। ঐ যে কেও একজন লুচ্চা বদমাইশ তাদের মাথায় ঢুকিয়ে দিছে আরে এটা তো তোমার অধিকার; আর মেয়েরাও তাই গিলে তাদের অধিকারে নামে পুরুষের মনোরঞ্জনে ব্যস্ত।
আর এগুলি জন্য তো বেশী কিছুর দরকার পরে না; কোন এক মডেলকে টাকার বিনিময়ে সেমি ল্যাংটা বানাপারলেই হল, অন্যান্যরা এগিয়ে যাবে দুর্বার গতিতে।
২| ১৭ ই মে, ২০১৮ সকাল ১১:১০
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: তাদের গরম বেশী লাগে। তাই খোলা রাখে।
১৭ ই মে, ২০১৮ সকাল ১১:১৬
চোরাবালি- বলেছেন: হয়তো বা তাই, ছেলেরা মোটা জিন্স কাপড় পরে থাকে আর তার বিপরীতে মেয়েরা মিনিস্কার্ট পরে থাকে যার ফারেক আন্ডায়ওয়ার দেখা যায়।
৩| ১৭ ই মে, ২০১৮ সকাল ১১:১৫
মো: নিজাম উদ্দিন মন্ডল বলেছেন: @"মোহাম্মদ সাজ্জাদ হোসেনবলেছেন: তাদের গরম বেশী লাগে। তাই খোলা রাখে।"
যত শট
তত হট।
১৭ ই মে, ২০১৮ সকাল ১১:১৭
চোরাবালি- বলেছেন: যত শট
তত হট।
৪| ১৭ ই মে, ২০১৮ সকাল ১১:২৩
কানিজ রিনা বলেছেন: এটা পারিবারিক শিক্ষার অবক্ষয়। তথা
পাশ্চাত্ব স্বাধীনতা নেট দুনিয়া ঝড়ের গতিতে
বয়ে যাচ্ছে গ্রাম শহর মফস্যল। পরিবারে
ধর্মের রীতিনীতি শিক্ষা উঠে যাচ্ছে দিনকে
দিন। মিডিয়ার চালচিত্র ঘরে ঘরে অনুকরন
চলে। ধন্যবাদ।
১৭ ই মে, ২০১৮ সকাল ১১:২৭
চোরাবালি- বলেছেন: সভ্যতার আগে সম্পদ হাতে আসলে মানুষের যা হয়, আর শিক্ষা তো বটেই।
আমি এমনও দেখেছি বাবা অন্যের দালালি করে কোনরূপে সংসার চালায়, মেয়ে বাথরূমে ভেজা চুলে ছবি পোষ্ট করে বলে বন্ধুরা কেমন লাগছে। বাবাও বাহবা দেয় আরে মেয়ে তো আমার নায়কাগো মত লাগছে।
৫| ১৭ ই মে, ২০১৮ সকাল ১১:২৫
মোহেবুল্লাহ অয়ন বলেছেন: এসব মেয়েদের মাথায় ঘিলু কম। বলে লাভ নাই।
১৭ ই মে, ২০১৮ সকাল ১১:৩০
চোরাবালি- বলেছেন: আমরা তো প্রতিনিয়তই শুনি মেয়েরা পিছিয়ে নেই, বুদ্ধিতে -শক্তিতে। তাদের এ বোধটুকুও নেই যে তাদের উষ্কানি দেয়া হচ্ছে এসবের মাধ্যমে, পুরুষের মনোরঞ্জনের জন্য।
৬| ১৭ ই মে, ২০১৮ সকাল ১১:২৫
জাহিদুল ইসলাম সুমন বলেছেন: ছেলেদের পছন্দ ই মেয়েদের আনন্দ বোধ এটাই সত্য
১৭ ই মে, ২০১৮ সকাল ১১:৩৩
চোরাবালি- বলেছেন: এজন্যই ছেলেরা স্বল্প পোষাকের উসকানী দেয় তারা পরে ফেলে
৭| ১৭ ই মে, ২০১৮ সকাল ১১:৫৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অর্থনীতির ভাষায় ডিমান্ড এ্যান্ড সাপ্লাইয়ের সূত্র
এখানে কার্যকরী ভূমিকা পালন করে।
যে জিনিসটার ডিমান্ড আছে, সেটা নিয়ে আপনি
যতকিছুই বলেন না কেন, সাপ্লাই হবেই।
আমরা কীভাবে চাহিদাটাকে থামাব?
আমাদের যদি ইয়াবা খাওয়ার প্রবণতা থাকে,
তাহলে ইয়াবা তো আসতেই থাকবে
১৭ ই মে, ২০১৮ দুপুর ১২:০৩
চোরাবালি- বলেছেন: সঠিক। আধুনিকতার অন্তরালে মেয়েরাও এখন প্রডাক্ট। যেহেতু অশ্লীলতার ডিমন্ড আছে সেহেতু এটা থাকবেই।
৮| ১৭ ই মে, ২০১৮ দুপুর ১২:১৭
ইব্রাহীম আই কে বলেছেন: আপনি প্রতিটা অঙ্গনের চিত্র দেইখেন। মেয়ে মানেই প্রোডাক্ট। একটু ডিপ্লি ভাবুন। বেশি কিছু বলা যাবেনা, না হয় নারী নির্যাতনের কেস খাইতে হবে আর কিছু মেয়ে ভক্ত পুরুষ তো আছেই!
১৭ ই মে, ২০১৮ দুপুর ১২:২৭
চোরাবালি- বলেছেন: এগুলি মেয়ে ভক্তের নামে বদমাইশ লুচ্চা প্রকৃতির। ওরা চাই মেয়েরা রাস্তায় নামুক স্বল্প বসনে আর তারা উপভোগ করুক।
৯| ১৭ ই মে, ২০১৮ দুপুর ১২:১৮
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: মন্তব্য করতে পারলাম না। ছবি দেখে উত্তর খুঁজতে হবে।
১৭ ই মে, ২০১৮ দুপুর ১২:২৮
চোরাবালি- বলেছেন:
১০| ১৭ ই মে, ২০১৮ দুপুর ১২:৪১
ব্লু হোয়েল বলেছেন: বলিউডের একজন নায়িকার কান উৎসবে যোগদানের নিমিত্তে তৈরি পোশাকটি লম্বায় ২০ ফুট । পোশাকটি তৈরিতে ১২৫ দিন সময় লাগলেও নায়িকার পুরো শরীর ঢাকা সম্ভব হয়নি । ২০ লম্বা বসন কি স্বল্প হয় ?
১৭ ই মে, ২০১৮ দুপুর ১২:৪৭
চোরাবালি- বলেছেন: তার নিজের জন্য স্বল্প আর অন্যদের দেখার জন্য পুরোটা লেজ হিসেবে ব্যবহৃত হয়েছে।
১১| ১৭ ই মে, ২০১৮ দুপুর ১২:৪৮
অগ্নিবেশ বলেছেন: হাটু দেখলেই কি কাপাকাপি শুরু হয়?
১৭ ই মে, ২০১৮ দুপুর ১২:৪৯
চোরাবালি- বলেছেন: রোগাগ্রস্থদের হাটু কেন আরো কিছু দেখলেও কাপাকাপি শুরু হবে না।
১২| ১৭ ই মে, ২০১৮ দুপুর ১:০০
অগ্নিবেশ বলেছেন: তাইলে সমাজের ভালো চাইলে রোগাগ্রস্থই হন, তাতে অন্তত অন্যরা বাঁচবে। এরপর বলবেন দোকানের শোকেসে মিষ্টি সাজিয়ে রাখলে আপনার লোভ লাগে তাই দোকানীকে গালি দিতে ইচ্ছে করে।
১৭ ই মে, ২০১৮ দুপুর ১:৩৫
চোরাবালি- বলেছেন: রোগাগ্রস্থ হলে তো পৃথিবীতে আর মানুষ থাকবে না। মানুষই শেষ।
১৩| ১৭ ই মে, ২০১৮ দুপুর ১:০৫
ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: বিধাতা মৌলবাদী নয়,কে প্রার্থনা করলো,কে করলো না,কে কোন তরুণীর গ্রীবার দিকে তাকালো, কোন রূপসী তার রূপের কত অংশ দেখালো, এসব তাকে বিন্দুমাত্র উদ্বিগ্ন করে না কিন্তু বিধাতার পক্ষে এতে ভীষণ উদ্বিগ্নবোধ করে..... ভন্ডরা।
( হুমায়ূন আজাদের প্রবচনগুচ্ছ )
১৭ ই মে, ২০১৮ দুপুর ১:৪১
চোরাবালি- বলেছেন: পৃথিবীতে যদি জ্ঞানীদের তালিকা করা হয় তা হলে হুমায়ন আজাদ কত নম্বরে আসবে বলে মনে করেন?
উনার কথায় চললে তো আর শ্লালীন অশ্লীন শব্দই আসত না; সামাজিক সভ্যতারও দরকার পরত না। যেমনটা দরকার পরে না পশুপাখি কুকুর জানোয়ারদের
১৪| ১৭ ই মে, ২০১৮ দুপুর ১:৩৯
অগ্নিবেশ বলেছেন: দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো।
১৭ ই মে, ২০১৮ দুপুর ১:৪৪
চোরাবালি- বলেছেন: অবশ্যই ভালো; তবে তা হলে আপনারই পয়দা হত না। আপনার আব্বাজান আপনার আম্মারে দেখে উত্তেজিত হয়েই বিয়ে করেছিল; আমার বাবাও তাই করেছিল। আর আপনি আমি আব্বাজানের পরিচয় দিতে পারি। তা না হলে কুকুর বিড়ালের মত শুধু পরিচয় থাকত মানুষের বাচ্চা আর কিছু না। কোন সভ্যতা, শ্লীলতা, অশ্লীলতা, ভালো মন্দ এসবের দরকার পরত না।
১৫| ১৭ ই মে, ২০১৮ দুপুর ১:৫৫
মোঃ নুরুজ্জামান (জামান) বলেছেন: এটা অনেক আগে থেকেই (পোষাক বৈষম্য)।
১৭ ই মে, ২০১৮ দুপুর ২:০০
চোরাবালি- বলেছেন:
১৬| ১৭ ই মে, ২০১৮ দুপুর ২:২১
অগ্নিবেশ বলেছেন: আপনেরে সেই কথাই ত বুঝানোর চেস্টায় আছি, হেরা ত তাগোর বঊরে দেখে উত্তেজিত হইছে। অন্য কারোর দিকে হাত দেয় নাই। আপনেত যার তার হাঁটু দেখে কাপতাছেন আর জিং জিং খেলতে চাচ্ছেন। দোষ আপনার মনের। নিজেরে কন্ট্রোল করেন দেখবেন আর সমস্যা থাকনে না।
১৭ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৬
চোরাবালি- বলেছেন: সহজ কথা সহজ ভাবে না বুঝলে তো কাউকে বোঝানে যাবে না। কাপাকাপির জন্যই বিয়ে করে।
তবে আমার নোয়াখালির এক কলিগ বলে- যে যত মন কন্ট্রোল মন কন্ট্রোল বলে লাফাই সে তত বদমাইশ। মেয়েদের শরীর ছলে বলে দেখার উছালা মাত্র এসব।
১৭| ১৭ ই মে, ২০১৮ দুপুর ২:৪৪
ভিন্নচিন্তা ভিন্নমত ভিন্নপথ বলেছেন: আমাদের অঞ্চলে সৌন্দর্য অশ্লীল, অসৌন্দর্য শ্লীল ।
রূপসীর একটু নগ্নবাহু দেখে ওরা হৈ চৈ করে কিন্তু ভিখারিনির উলঙ্গ দেহ দেখে ওরা একটুও বিচলিত হয় না ।
( হুমায়ূন আজাদের প্রবচনগুচ্ছ )
১৭ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৬
চোরাবালি- বলেছেন: এই বেটা মেয়েদের শরীর বর্ণনা ছাড়া কোন লেখাই লিখতে পারে না। নিজেতে কুপথে গেছেই নিয়ে গেছেন হাজারও জনকে।
১৮| ১৭ ই মে, ২০১৮ দুপুর ২:৫২
অনুতপ্ত হৃদয় বলেছেন: তবে আদিমরাই আধুনিক ছিলো বেশি
১৭ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৭
চোরাবালি- বলেছেন: অতি আধুনিক। কোন বাধা নেই।
১৯| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৪:৩৪
টারজান০০০০৭ বলেছেন: ইহাতেও নারীর অর্থনৈতিক বৈষম্য ফুটিয়া উঠিয়াছে ! অর্থনৈতিক বৈষম্যের কারণে নারী শরীল ঢাকার মতন কাপড় কিনিতে পারে না, অথচ পুরুষের কাপড় পুরো শরীল ঢাকিয়া টাখনুর নিচেও চলিয়া যায় !! নারীকে অর্থনৈতিকভাবে সাবলম্বী হইতে হইবে !!!!!
গরিব নারীকে দেখিয়া যাহার স্যাটেলাইট উড়িতে চায় তাহার মনে সমস্যা হইতে পারে, তয় উড়িতে না চাহিলে শরীলে সমস্যা আছে বলিয়া খবরে প্রকাশ !!!!!
১৭ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৮
চোরাবালি- বলেছেন: মারহাবা মারহাবা। অর্থনৈতিক বৈষম্য নিপাত যাক
২০| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৪:৪৩
হাঙ্গামা বলেছেন: তারা ভাবে খোলা রাখলেই আধুনিক আর স্মার্ট।
১৭ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৮
চোরাবালি- বলেছেন: পাবলিক প্রডাক্ট আরকি। দেশের সবার অধিকার বাস্তবায়ন করে
২১| ১৭ ই মে, ২০১৮ বিকাল ৫:৩৪
রাজীব নুর বলেছেন: কিন্তু মহাকাল বসিয়া আছেন। তিনি তো সমস্তই ছাঁকিয়া লইবেন। তাঁহার চালুনির মধ্য দিয়া যাহা ছোটো, যাহা জীর্ণ তাহা গলিয়া ধূলায় পড়িয়া ধূলা হইয়া যায়। নানা কাল ও নানা লোকের হাতে সেই-সকল জিনিসই টেঁকে যাহার মধ্যে সকল মানুষই আপনাকে দেখিতে পায়। এমনি করিয়া বাছাই হইয়া যাহা থাকিয়া যায় তাহা মানুষের সর্বদেশের সর্বকালের ধন।
-বিশ্বসাহিত্য (১৩১৩)/রবীন্দ্র রচনাবলি (বিশ্বভারতী) ৪র্থ খণ্ড
১৭ ই মে, ২০১৮ বিকাল ৫:৫৯
চোরাবালি- বলেছেন: অনেক শক্তকথা। মাথার উপর দিয়ে চলে যায়।
২২| ১৭ ই মে, ২০১৮ রাত ৮:৩৪
সোহানী বলেছেন: লেখক বলেছেন: ঐ যে কেও একজন লুচ্চা বদমাইশ তাদের মাথায় ঢুকিয়ে দিছে আরে এটা তো তোমার অধিকার; আর মেয়েরাও তাই গিলে তাদের অধিকারে নামে পুরুষের মনোরঞ্জনে ব্যস্ত।
হাহাহাহাহা......... সহমত।
এক সময় পশ্চিমা দেশে বিশাল লম্বা ড্রেসই ছিল আভিজাত্য। আগের হলিউড ছবি দেখলে বুঝা যায়। আর এখন উল্টা, যত সর্ট তত আভিজাত্য, স্মার্ট। এমন কি প্রচন্ড ঠান্ডা কিন্তু পা খালি রাখা চাই ই চাই............ তবে এর পিছনে কারন কিছুটা অনুধাবন করতে পারি। আরো কিছু রিসার্স করে লিখবো।
৯ নং ছবিটা অসাধারন............. পারফেক্ট আন্সার।
১৯ শে মে, ২০১৮ সকাল ৯:৫৪
চোরাবালি- বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২৩| ১৮ ই মে, ২০১৮ রাত ১২:৪২
সেলিম জাহাঙ্গীর বলেছেন: কাওসার চৌধুরী বলেছে আসলে নারীরা হচ্ছে এখনো পুরুষদের কাছে 'মাল'। কাওসার চৌধুরী সাহেব এটা ইসলাম ধর্মেও বলেছে মানুষ বললে দোষ কোথায়?
১৯ শে মে, ২০১৮ সকাল ৯:৫৪
চোরাবালি- বলেছেন: ইসলাম ধর্মে কোথায় মাল বলেছে ব্যাখ্যা দেন।
২৪| ১৮ ই মে, ২০১৮ সকাল ৮:৪০
অগ্নিবেশ বলেছেন: সহনশীলতার লেশমাত্র নেই, কথায় কথায় ইমানন্ড খাড়ায়ে যায়, হেরাই আবার উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখে। হা হা।
১৯ শে মে, ২০১৮ সকাল ৯:৫৬
চোরাবালি- বলেছেন: উন্নত বাংলাদেশ মানে কি বিকিনি পরা নারী আর উচু উচু বাড়ী??
২৫| ১৯ শে মে, ২০১৮ বিকাল ৫:০৪
সেলিম জাহাঙ্গীর বলেছেন: লেখক মহাদয় ইসলামে যুদ্ধলব্ধ সকল মালা মালের সাথে নারীরাও গণিমতের মাল।
২৬| ০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ৭:২০
অগ্নিবেশ বলেছেন: কেউ বিকিনি পরলে বা উঁচু বাড়ি বানালে আপনার অসুবিধা কোথায়?
০৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১০:৫২
চোরাবালি- বলেছেন: আমার কোন অসুবিধে নাই, বা ছেলে জাতির কোন দিনই অসুবিধে হয় না, অসুবিধে যা হওয়ার মেয়েদেরই হয়। ছেলেদের এত দায় পরেনাই যে সব তাকেই মেনে চলতে হবে।
©somewhere in net ltd.
১| ১৭ ই মে, ২০১৮ সকাল ১১:১০
কাওসার চৌধুরী বলেছেন: আসলে নারীরা হচ্ছে এখনো পুরুষদের কাছে 'মাল'। বিশেষ করে এ উপমহাদেশে। পাবলিক এগুলো গিলে বলে পরিচালকরা এভাবে মেয়েদের উপস্থাপন করে।