নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার ব্যাক্তিগতভাবে এসব নিয়ে কোন আগ্রহ অনাগ্রহ কিছুই নাই। আমি বিশ্বাস করি ইসলামিক আইন প্রচলন থাকলে উভয়ই এসব করার শাহস পেত না কারণ প্রকাশ ধরা পরলেই যন্ত্রণাদায়ক মৃত্যু দ্বণ্ড। কিন্তু ইদানিং যা হচ্ছে বা এই মেয়ে যে হারে প্রচারে নেমেছে তাতে স্পষ্টই বোঝা যায় তার উদ্দেশ্যই ছিল এসব করা এবং সে লক্ষ্যকে সামনে রেখেই নাসিরের সাথে সম্পর্ক গড়ে তোলা।
সে যাই হউক আমাদের রাষ্ট্রের শৃঙ্খলা বা সামাজিক শৃঙ্খলার কথা বিবেচনা করে দু'জনকেই শাস্তির আওয়াতায় আনা উচিত। প্রথমত এদেশে বিবাহ বর্হিরভূত সম্পর্ক আইনত দ্বণ্ডনীয়, সে দ্বণ্ডে দুজনকেই শাস্তির আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা দরকার। এবং আমি মনে করি অন্যান্যদের তুলনায় শাস্তি বেশী হওয়া দরকার (আমি চাই ইসলামকি আইনে দুজনার মৃত্যুদ্বণ্ড দেয়া হউক পাথর নিক্ষেপে, যেহেতু এদেশে ইসলামিক আইন নাই বিধায় যে আইন আছে সে আইনেই বিচার করা হউক)। কারণ একজন তারকা, আইনের উচিত তাকে এমন শাস্তি দেয়া যেন দেশবাসী দেখতে পায় তারকা হয়েই রক্ষা নাই। আর অন্যজনের ও এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার যেন অবৈধ মেলামেশা করে কোন মেয়ে ভবিষ্যতে এরকম পতিতাদের মত অশ্লীলতা প্রসার না করতে পারে এবং বিবাহ বর্হিভূত ব্যাভিচার করে নিলর্জ্জের মত সেটি নিয়ে মাতামাতি করতে না পারে। কেননা এ মেয়ে যে ভাষা ব্যবহার করছে তাতে আমার মনে হয় কোন পতিতাও এ ধরনের ভাষা ব্যবহার করবে কিনা সন্দেহ আছে।
২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:২০
চোরাবালি- বলেছেন: আমাকে আজকেই একজন ২/৩টা ক্লিপ পাঠালো, আমি সর্বদা এসব ইগনোর করি। কারণ এরা সমাজের কিটপতঙ্গ টাইপের।
২| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩০
জুনায়েদ বি রাহমান বলেছেন: বিচার অবশ্যই হওয়া উচিত। ফেইসবুকে সব বয়সী ইউজার আছে। বাংলাদেশের মতো অনুন্নত একটা দেশে এভাবে পনোগ্রাফি ছড়ানোর কোনো যুক্তি নেই।
মেয়েটার মুখের ভাষা খুব বাজে। এগুলা পনোগ্রাফির চাইতেও ভয়াবহ।
২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৫
চোরাবালি- বলেছেন: আমার তো তার মুখের ভাষা শুনে মনে হল- তথ্যপ্রযুক্তি আইন কি এখানে প্রযোজ্য না?
এগুলা পর্নগ্রাফির চাইতেও ভয়াবহ।-- সঠিক বলেছেন।
৩| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৫
এ.এস বাশার বলেছেন: সহমত...... ক্লিপ গুলো পাঠালে উপকৃত হইতাম......
২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৩৬
চোরাবালি- বলেছেন: ইউটিউবে শুধু সার্চ দেন, কোনরূপ সুস্থ্য মস্তিষ্কের হলে মনে হবে আগে জুতাপেটা করা উচিত তারপর অশ্লীলতা প্রসারের দায়ে কঠোর বিচার হওয়া উচিত।
৪| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:৫৮
মোগল সম্রাট বলেছেন: ইউটিউব, ফেসবুকে এসব রগরগে বিষয় ছাড়া কি অন্যকিছু নাই ?
২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩৭
চোরাবালি- বলেছেন: অবশ্যই আছে। তবে যুব সমাজ কিন্তু এসবের প্রতিই আকর্ষণ বেশী।।
৫| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০৪
খায়রুল আহসান বলেছেন: এসব অসভ্যতার কথা এমন প্রকাশ্যে এরা বলার সাহস পায় কোথা থেকে? অবশ্যই এটা একটা পাবলিক কনসার্নের বিষয় এবং কর্তৃপক্ষের উচিত এসব নোংরামি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৩৮
চোরাবালি- বলেছেন: ধন্যবাদ আপনাকে। আমাদের আসলে সবই গা স্বওয়া হয়ে যাচ্ছে। কোন কিছুতেই আমাদের গায়ে লাগে না। কিন্তু আমাদের সন্তানেরাই যে দুদিন বাদে এসবে জড়াতে পারে আমরা সেদিকে খেয়াল করি না।
৬| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০৬
বাকপ্রবাস বলেছেন: দেখা বা শুনা হয়নি এখনো আর ইচ্ছাটাও জাগেনি। আমাদের ক্রিকেটে এসব এখন অহরহ হয়ে যাচ্ছে। খেলাতে যত উন্নতি হয়েছি হওয়া যায়নি শিক্ষা, আদর্শ, নৈতিকতা এবং ষ্ট্যান্ডার্ড বলতে যা বুঝায়। এভাবে চলতে থাকলে আগামীতে ক্রিকেট হয়ে যাবে টান বাজারের মতো।
২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪০
চোরাবালি- বলেছেন: আমারও এসবে কোন আগ্রহ নেই। বন্ধুদের একটা ম্যাসেজিং গ্রুপ আছে সেখানে কাল একজন তিনটা ক্লিপ শেয়ার করল। গার্মেন্টস ট্রেডে কামলা খেটেও আমার রুচিতে কুলোয়নি ৩টা সম্পূর্ণটা শোনার।
৭| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১১
তারেক_মাহমুদ বলেছেন: ওরা এইসব করবে নাকি মন দিয়ে খেলবে?
২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪১
চোরাবালি- বলেছেন: এসবের সুষ্ঠূ বিচার হওয়া উচিত।
৮| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:১৭
বিদ্রোহী ভৃগু বলেছেন: খায়রুল আহসান বলেছেন: এসব অসভ্যতার কথা এমন প্রকাশ্যে এরা বলার সাহস পায় কোথা থেকে? অবশ্যই এটা একটা পাবলিক কনসার্নের বিষয় এবং কর্তৃপক্ষের উচিত এসব নোংরামি রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।
সহমত।
২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৪১
চোরাবালি- বলেছেন: সহমতের ধন্যবাদ আপনাকে।
৯| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৬
গরল বলেছেন: সমস্যাটা আসলে কার, নাসিরের না আপনার তাইতো বুঝলাম না।
২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৫
চোরাবালি- বলেছেন: সমস্যাটা সমাজের। আমি যেহেতু সমাজের মানুষ তাই সমস্যাটা আমারও।
কোনএকজন ব্যাক্তিগত বিষয় বলে যা ইচেছ তাই করতে পারে না। প্রতিটি সমাজে শৃঙ্খলার জন্য নিয়ম আছে।
১০| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১১:৫৮
নাহিদ০৯ বলেছেন: বাংলাদেশে বিবাহ বর্হিরভূত সম্পর্ক আইনত দ্বণ্ডনীয়। এ কথা শুধুমাত্র খাতা কলমেই আছে। প্রকাশ্যে এসব সম্পর্ক নিয়ে কথা বলা টা এখন প্রায় মডার্নিজম এর পর্যায়ে চলে গেছে।
যেটা গোপনে সেটা নাহয় বাদ ই দিলাম। কিন্তু প্রকাশ্যে বিবাহ বহির্ভুত চুম্বন (ফোরপ্লে), শারীরিক সম্পর্কের ব্যাপারে সস্তা এবং উদ্দ্যেশ্য প্রনোদিত প্রচারনা’র জন্য অব্যই দৃষ্টান্ত মূলক শাস্তি প্রয়োগ করা উচিৎ।
২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৬
চোরাবালি- বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১১| ২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪৪
হাঙ্গামা বলেছেন: ইসলাম আইন কি এতই সস্তা যে আপনে চাইলেই পাথর মাইরা মৃত্যুদন্ড দিয়া দেয়?
আপনে একটা লেখা লিখলেই আপনার সাথে "হ্যাঁ হ্যাঁ" করতে হবে?
২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৫২
চোরাবালি- বলেছেন: আমি কি কাউকে বলেছি হ্যাঁ হ্যাঁ করতে??
লেখাটি আমার অভিমত মাত্র।
প্রতিটি মানুষের নিজস্বতা আছে। আমার সাথে কেও একমত হলেও হতে পারে না হলে নাই।
১২| ২৯ শে জুলাই, ২০১৮ দুপুর ২:০৮
ভ্রমরের ডানা বলেছেন: ভ্রষ্টাচার্য সারমেয়
এদের নিয়ে লেখা কবিতা! পড়ে দেখতে পারেন!
২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:১৯
চোরাবালি- বলেছেন: লিঙ্কের জন্য ধন্যবাদ আপনাকে
১৩| ২৯ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৬
সনেট কবি বলেছেন: অবশেষে তারা চোরাবালিতে আটকা পড়েছে।
৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩৫
চোরাবালি- বলেছেন: চোরাবালিতে আটকে পড়ে যদি মারা যেত এগুলি সমাজের জন্য কিছুটা হলেও উপকার হত।
১৪| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:২২
ইমরান আশফাক বলেছেন: নাসিরকে স্হায়ীভাবে জাতীয়দল থেকে বাদ দেয়া উচিৎ।
৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২৫
চোরাবালি- বলেছেন: দুজনার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত
১৫| ২৯ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩৭
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এগুলোর শাস্তি না দিলে অসভ্যতা বাড়তেই পারে। যদি শাস্তি দিতে কষ্ট লাগে তাহলে অন্তত সংশোধনাগারে পাঠানো উচিত। এরা সমাজের জন্য কীট...
৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২৬
চোরাবালি- বলেছেন: ধন্যবাদ আপনাকে। এদের দেখে অনেকেই সেপথে হাটবে
১৬| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ১২:২১
উম্মু আবদুল্লাহ বলেছেন: আপনার পোস্ট পড়ে নেটে সার্চ দিয়ে এদের বিষয়ে জানলাম। কি জঘন্য! জৈবিক তাড়নায় মানুষ কতদূর নীচে নামতে পারে তার নমুনা হল এগুলো।
৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২৭
চোরাবালি- বলেছেন: আমার তো ৩টা ক্লিপ কোনটায় পুরোটা শোনার রুচি হয় নাই
১৭| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ২:১৩
অনল চৌধুরী বলেছেন: এখন ১০০ ছেলে-মেয়েই বিয়ের আগে সব কিছু করে।
অবাধে ডিশ এ্যান্টেনা অার ইন্টারনেট ঘরে ঘরে ঢোকার কুফল।
চীন এজন্যই এগুলি উন্মুক্ত করেনি।
৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২৯
চোরাবালি- বলেছেন: আমরা আধুনিক হচ্ছি। আমরা যত আধুনিক হব তত বহুজাতিক কোম্পানীর লাভ। সে জন্য আমাদের আধুনিক হওয়া নিয়ে তারা চিন্তিত।
১৮| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ২:১৯
অনল চৌধুরী বলেছেন: রুবেল-নাসির এইসব নীচ স্তরের লোকরা খেলাধুলার জগতে এসেছেই লুচ্চামি করার জন্য।
কারণ যোগ্যতার অভাবে মিডিয়াতে যেতে পারেনি।
৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩১
চোরাবালি- বলেছেন: পুরুষ মানেই লুচ্চামি ট্রেনডেনসি যদি সঠিক ধর্মীয় শিক্ষা না থাকে। আমাদের শিক্ষা ব্যবস্থায়ই তো সমস্যা। আমরা আধুনিক হতে চাই ব্রাজিলের মত আর সংসার করতে চায় বাঙালির মত।
১৯| ৩০ শে জুলাই, ২০১৮ রাত ২:৩৩
ইব্রাহীম আই কে বলেছেন: এইটা কিছুদিন আগের একটা ট্রেন্ড ছিল। এখন এইটা সবায় ভুলে গেছে। আমাদের নতুন কিছু নিয়ে ভাবা উচিৎ।
এই ধরুন, আজকের সড়ক দুর্ঘটনার ব্যপার নিয়ে যেটা আবার দুইদিন পরে সবার কাছে অজ্ঞাত হয়ে যাবে!
৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৩৪
চোরাবালি- বলেছেন: ইস্যু আসে ইস্যু যায়। কিন্তু কোন চিরস্থায়ী সমাধান নাই।
২০| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৮:২৩
বিষন্ন পথিক বলেছেন: ইউটিউব দেকনের ডাটা নাই, কেউ যদি ফোনালাপের ট্র্যান্সক্রিপটা লিখে দিতেন
৩০ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২৪
চোরাবালি- বলেছেন: এত ভালো রুচি সম্মত লোক ব্লগে পাওয়া গেলেও লিখথে কেও রাজি হবে বলে মনে হয় না।
২১| ৩০ শে জুলাই, ২০১৮ সকাল ১১:০৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আমাকে আজকেই একজন ২/৩টা ক্লিপ পাঠালো, আমি সর্বদা এসব ইগনোর করি। কারণ এরা সমাজের কিটপতঙ্গ টাইপের।
গুড।
©somewhere in net ltd.
১| ২৯ শে জুলাই, ২০১৮ সকাল ১০:১৩
রাজীব নুর বলেছেন: বিষয়টা এখন অনেক পুরান হয়ে গেছে।
নতুন কিছু নিয়ে লিখুন।