নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পোষাক তৈরীর কারখানায় মাসিক বেতনে কামলা দেয় মাস শেষে মাইনের আশায়, যে মাইনে দিয়ে চলবে নিজের পরিবার ও সমাজের জন্য কিছু একটা করার প্রচেষ্টা মাত্র। নিতান্তই সাদামাঠা গ্রাম থেকে আসা স্বল্প শিক্ষিত মানুষ।

চোরাবালি-

চোরাবালি- › বিস্তারিত পোস্টঃ

শফি সাহেবের বক্তব্যের কোন অডিও বা ভিডিও কপি (সাময়িক পোষ্ট)

১২ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৯

সরাদিন ফেসবুক থেকে শুরু করে ব্লগ শফি'ময়।
কারো কাছে কি তার বক্তব্যের পূর্ণাঙ্গ ভিডিও বা অডিও আছে?
কারণ পত্রিকাওয়ালারা যে হারে মিসকোড করে তাদের কথায় আসল কথার কোন হদিস মেলে না।

মন্তব্য ১৪ টি রেটিং +০/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২০

ঢাবিয়ান বলেছেন: একশর কাছাকাছি একজন মানুষের কি স্বাভাবিক বোধবুদ্ধি বলে কিছু থাকে? ডিম্নেশিয়া, এমনেশিয়ার একজন রোগী কি বলল না বল্ল তা নিয়ে মিডিয়ার এই নিল্লজ্জ বাড়াবারি দেখে মেজাজ প্রচন্ড খারাপ লাগছে। যেই সাংবাদিক এটা হেডলাইন নিউজ বানিছে তারে ধরে পিটানো দরকার।

১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৭

চোরাবালি- বলেছেন: তার থেকে বড় কথা -আমাদের দেশের মিডিয়া মিসকোডে ওস্তাদ।
মানুষ বয়স হয়ে গেলে কখনও কখনও বোধবুদ্ধিহীন কথা বলে থাকেন সেটাকে কেও কেও পুজি করেন।

২| ১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০০

বাকপ্রবাস বলেছেন: বিনোদন চলুক চলতে থাকুক

১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৩

চোরাবালি- বলেছেন: এদেশের মিডিয়ার বরাবরই মিসকোট করার স্বভাব।
আজকের ইত্তেফাকে তার বক্তব্যের ব্যাক্ষা আছে। ইসলাম বিদ্বেশি মিডিয়া সর্বদা এসকল কর্মে ব্যাস্ত।

৩| ১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১২

ইব্‌রাহীম আই কে বলেছেন: বাকপ্রবাস বলেছেন: বিনোদন চলুক চলতে থাকুক

এভাবে চলতে থাকলেতো মানুষের বিবেকবোধ অতিসত্বর ধ্বংস হয়ে যাবে, যদিও এখন তেমন বাকি নেই!

১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৪

চোরাবালি- বলেছেন: আজকের ইত্তেফাকে উনার বক্তব্যের ক্ষুদ্র ব্যাখ্যা আছে।

৪| ১২ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫২

তানভির জুমার বলেছেন: ওনি এই কথার আগে কিছু কথা বলেছেন। মেয়েদের পর্দা আর রিরাপত্তা নিয়ে এন্ড শুধু আলেমদের সামনে এই কথা বলেছেন কোন সাধারণ মানুষ ছিল না, ঐটা মিডিয়াতে আসে নাই। বয়স ৯০ প্লাস হওয়াতে নাকি হাদিসের ক্লাসেও কিছু গরমিল কথা বলেন ছাত্ররা বললো এই কথা। কিন্তু তারপরও আমি তার এই কথাকে সমর্থন করিনা।

১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৬

চোরাবালি- বলেছেন: আজকের ইত্তেফাকে তার বক্তব্যের ব্যাখা আছে। উনি পর্দা না মানা শিক্ষা প্রতিষ্ঠানে না পড়াতে নিষেধ করেছেন। শিক্ষার জন্য যেন পর্দার বরখেলাম না হয় সেটাই তার বক্তব্যের মূল বিষয়।

৫| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৪

রাজীব নুর বলেছেন: এই বুড়োর কথা এত সিরিয়াস ধরার কিছু নাই।

১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৬

চোরাবালি- বলেছেন: নচিকেতার একটা গান আছে --
পুরে যায় ঘুটো গোবর হাসে
আজকের ফুলমালা কালকেই বাসি।

৬| ১৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:১৭

ইব্‌রাহীম আই কে বলেছেন: ইত্তেফাকের লিঙ্কটা দিবেন, দয়া করে।

১৫ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২১

চোরাবালি- বলেছেন: এটা যুগান্তর, অনেকটা একই রকম-
সূত্র: দৈনিক যুগান্তর


৭| ১৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১:২৭

ইব্‌রাহীম আই কে বলেছেন: হয়ত লিঙ্কটা পুরোপুরি দেওয়া হয়নি, অথবা এটা ডিলেট করে দেওয়া হয়েছে।

১৬ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৯

চোরাবালি- বলেছেন: কালেরকন্ঠ

Jugantor

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.