![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক সময় লিখতাম। যা ভাবতাম, যা দেখতাম তাই বলতাম এবং জানাতে চেষ্টা করতাম। লেখক বলে নিজেকে কখনো ভাবিনি এবং এখনো ভাবি না। তবে সবসময় চাই সত্যকে জানতে এবং জানাতে। কারণ, সত্যের বিকল্প নেই, জানতে চান বা না চান সত্য তার নিজস্ব গতিতে প্রকাশ হয়েই যায়। পৃথিবীতে কোন সত্যেই গোপন নেই এবং সত্যকে শত চেষ্টা করে কিংবা ভয় দেখিয়ে দাবিয়ে রাখা যায় না। বিগত দিনে যা লিখেছিলাম তার-ই কিছু কিছু লেখা এখানে তুলে ধরব।
অপ্রিয় সত্য -
চৌধুরী হাফিজ আহমাদ
টিউলিপ সিদ্দিক ইংল্যান্ড আওয়ামীলীগ নেতা কর্মীদের জন্য এক উদাহরণ স্বরূপ । টিউলিপ চাইলে বাংলাদেশে এখনি ক্ষমতা ভোগ করতে পারেন ডেপুটি প্রাইমিনিস্তার হয়ে , এমন কি তিনি হতে পারেন খোদ ক্ষমতাসিন আওয়ামীলীগের দায়িত্তশীল কেঊ । তাহার পিতৃ পরিচয় থেকে মায়ের পরিচয় বিশাল , তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রাহমানের নাতিন।তিনি তাহা না করে এই বিলেতে রাজনীতি করছেন - এবং সফলতা হিসাবে এই বৎসর পার্লামেন্ট নির্বাচনে একটি দলের হয়ে নির্বাচনে এম পি পদ প্রার্থী - তার এই চিন্তা প্রচেষ্টা কে আমি সাধুবাদ জানাই , তিনি পড়া শুনা করেছেন ইংল্যান্ড - থাকছেন ও ইংল্যান্ড - এমন কি বিয়ে করে সংসার ও করছেন ইংল্যান্ড । তাহার কথায় বার্তায় স্পষ্ট বিলেতিয়ানা , নিন্দুকেরা অনেকেই বলে অনেক কথা - আমি উনার ব্যক্তিগত ব্যাপারে কিছুই বলবনা । কিন্তু ওরা করতে পারেনি যা তাই করে যাচ্ছেন টিউলিপ সিদ্দিক । যুক্তরাজ্যে যাহারা বাংলাদেশের রাজনীতি নিয়ে ব্স্্য - যাদের পারিবারিক সামাজিক অর্থনৈতিক জীবন নির্ভর করে অনেকটা দলীয় এক গণ্ডির ভিতর - যে সকল যুবক ইংল্যান্ড এর বিভিন্ন শহরে ছাত্র লীগের যুব লীগের আওয়ামীলীগের শাখা সভা সমিতি করে একের পর এক কোন্দল হানাহানি রেষারেষি করে জীবন নষ্ট করচ্ছেন , এবং নিজেকে ব্যর্থ প্রমান করছেন - টিউলিপ সিদ্দিকের ব্রিটিশ পার্লামেন্ট এম পি পদ প্রার্থিতা তাহাদের জন্য এক বিরাট চপেটাঘাত । আওয়ামীলীগ এর সাথ জড়িত বিলেতের সকল নেতা কর্মী দের এর থেকে শিক্ষণীয় আছে অনেক কিছু ।দীর্ঘ দিন বিলেতে অবস্তান করছি আমি দেখছি আমাদের সমাজের অনেক কিছু , বাংলাদেশী দলীয় রাজনীতি এই বিলেতে সকল ক্ষেত্রে একটি অচল চিন্তা । এতে নষ্ট হচ্ছে সামাজিক শৃঙ্খল - ব্যাঘাত ঘটছে পারিবারিক জীবন । ধ্বস হচ্ছে ব্যবসায়িক ভাবে ধংস হচ্ছে সম্প্রীতি । আমাদের ভুমিকায় আমাদের প্রজন্ম যখন হতাশ , পথ পাচ্ছিলনা কেমনে বের হবে এই জংলিপনা থেকে , টিক সেই সময়ে টিউলিপ সিদ্দিক যেন এগিয়ে এলেন আশার আলো নিয়ে । তিনি এম পি পদপ্রার্থী হয়ে এই বার্তাই যেন দিচ্ছেন বিলেতে বাংলাদেশী সমাজকে - আমি যেমন বাংলাদেশী রাজনীতি নিয়ে মাথা ঘামাইনা তেমনি আপনারা ও এখানে দেশীয় রাজনীতিকে না বলুন । অযতা সময় নষ্ট না করে ইংল্যান্ড এর রাজনীতিতে নিজেকে জড়ান - এইটা আপনার আমার দেশ । এখানে আমাদের সন্তানের ভবিষ্যৎ গড়ে তুলতে হবে । যখন আমাদের এখানেই থাকতে হবে - এখানেই আমাদের মরতে হবে , তা হলে এখানেই আমাদের লড়াই করতে হবে । করতে হবে অন্যদের সাথে প্রতিযোগিতা । আমাদের থেকে অনেক এগিয়ে পাকিস্তানী ও ইন্ডিয়ান সম্প্রদায় । তাহাদের সাথে আমাদের ঠিকে থাকতে হলে করতে হবে সুস্ত প্রতিযোগিতা । তাহারা শিক্ষায় রয়েছে অনেক অনেক আগে , আমাদের সেই ব্যাপারে চিন্তা ও নেই । তাহাদের বয়স্করা পর্যন্ত কলেজ ইউনিভার্সিটি তে কোর্স করছে - আমাদের বয়স্করা কিন্তু এখনো করছেন ওই দেশীয় দলীয় পচা রাজনীতি । যার না আছে মুল কিংবা কুল , আমাদের নতুন করে ভাবতে হবে - আমাদের নতুন চিন্তায় এগুতে হবে আমাদের নতুন পরিচয়ে পরিচিত হতে হবে । আমাদের ঝাপিয়ে পড়তে হবে ব্রিটিশ রাজনীতির সকল ক্ষেত্রে । আমাদের অংশ নিতে হবে ব্রিটিশ সমাজ জিবনের সর্ব অঙ্গে । আমাদের ফিরে গেলে চল্ বেনা ওই সেই অতীতে - তবে শিক্ষা নিতে হবে তার আলোকে আগামির পথ চলতে হবে নতুবা আক্ষেপ করতে হবে আমাদের ই ।টিউলিপ বাংলাদেশ আওয়ামীলীগের পরিবারের রক্তের সাথে মিশানো থাকার পরে ও প্রবাসে তিনি আওয়ামীলীগের রাজনিতি না করে করেছেন লেবার পার্টি - তা হলে যাহারা এখানে আওয়ামীলীগ এর দেশীয় রাজনীতি করছেন তাহারা কিসের জন্য করছেন ! ভাবছেন কি একবার কেউ ? টিউলিপের দিকে তাকান এবং জবাব খোঁজেন
ইনশাহ আল্লাহ আপনি ও পথ পাবেন যেমনটি পেয়েছে টিউলিপ সিদ্দিক । টিউলিপ যে এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তা গ্রেটার লন্ডনে আমি আশা করব সে তার কাংখিত সফলতা অর্জন করবে ।
[email protected]
২| ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১১:৩৬
রূপক বিধৌত সাধু বলেছেন: পরিবারতন্ত্রের অবসান প্রয়োজন । টিউলিপ সিদ্দিক ভালোই করেছেন ।
৩| ০৯ ই আগস্ট, ২০১৫ সকাল ৭:১০
কি করি আজ ভেবে না পাই বলেছেন: রূপক বিধৌত সাধু বলেছেন: পরিবারতন্ত্রের অবসান প্রয়োজন
এটাই জাতির প্রধানতম সমস্যা
©somewhere in net ltd.
১|
০৮ ই আগস্ট, ২০১৫ রাত ১১:১১
প্রামানিক বলেছেন: চমৎকার কথা বলেছেন। ধন্যবাদ