নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রিয় সত্য

চৌধুরী হাফিজ আহমেদ

এক সময় লিখতাম। যা ভাবতাম, যা দেখতাম তাই বলতাম এবং জানাতে চেষ্টা করতাম। লেখক বলে নিজেকে কখনো ভাবিনি এবং এখনো ভাবি না। তবে সবসময় চাই সত্যকে জানতে এবং জানাতে। কারণ, সত্যের বিকল্প নেই, জানতে চান বা না চান সত্য তার নিজস্ব গতিতে প্রকাশ হয়েই যায়। পৃথিবীতে কোন সত্যেই গোপন নেই এবং সত্যকে শত চেষ্টা করে কিংবা ভয় দেখিয়ে দাবিয়ে রাখা যায় না। বিগত দিনে যা লিখেছিলাম তার-ই কিছু কিছু লেখা এখানে তুলে ধরব।

চৌধুরী হাফিজ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

কি বলি -

০৯ ই নভেম্বর, ২০১৫ রাত ২:০০

কি বলি -
চৌধুরী হাফিজ আহমদ
নেশায় মাতওয়ারা আমি এক মাতাল ,
কি নেশা বা কিসের নেশা ।
সিগারেট নাকি বিদঘুটে গন্ধ পানীয় -
নাকি ঘোমটা খোলা নারী ।
গাঁজা নাকি ফেনসিডিল না ইয়াবা ,
সবই চলে তবে ভাবি ভাল মানুষ ।
লেখি লেখনীতে আমার সব নকল্‌ ,
ভাবি ভাবনায় নেই কোন ই বাস্তব ।
খুব জানি আমি এই সব ক্ষতিকর ,
সমাজে মানুষকে নষ্টের ও সব মুলে ।
তা হলে কেন করি আজব নেশা ,
দোষ দেই প্রেমের , কিংবা পরিবারের ।
অমুকের তমুকের ,
তবে কি আমি ভাল ! কেমনে বলি ।
আমি সামলাতে লোভ ,
লজ্জায় মরি মিথ্যায় হরি ।
আসলে কি আমি নেশাখোর নই ,
আমি নষ্ট ইবলিশ বিশ্বাস করিনা ।
সুন্দরে ,আদরে -সম্মানে যতনে ,
আমি ঘোর বিরুধী স্বর্গের ।
আমি চিন্তায় মগ্ন একমাত্র জাহান্নামের ,
এখন থেকেই তাই -
চিন্তায় সেখানে আবাস গড়ে তুলছি ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.