নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি চোর

লেখা চোর

ওই চোরা

ওই চোরা › বিস্তারিত পোস্টঃ

চুরি

০৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:১৮

একবার চুরি করতে গেছিলাম এক পাশের বাড়ি। ডাব চুরি করমু খিয়াল। সাথে ছিল শালাবাবু, মানে বউয়ের ভাই। শালায় নয়া এই লাইনে, তেমন সুবিধার না। কাম শিখাইতাছি। তার আইজকা প্রথম ইক্সাম। পাস হইলে তারে প্রমোশন দিমু ভাবছি। মানে আউটডোর টু ইনডোর। আউটডোর হইলো গিয়া বাইরে চুরি, মানে গাছে, মাঠে হাটে, ডাব সুপারি চুরি আরকি। ইনডোর হইল গিয়া ঘরে চুরি। মানে সোনা দানা, টেকা পয়সা এই গুলান। শালায় আমারে সেলাম কইরা কইলো দুলাভাই দোয়া রাইখেন। য্যান পাশ পাই। শালা মিয়া তেল মাখে শরীরে। কইলাম আব্বে শালা উঠবিতো ডাব গাছে, তেল মাখস কি কামে? গাছে উঠবি কেমতে?? তোর হাত পাওতো পিছলা হয়া যাইবোগা। শালায় কয়, দুলাভাই গাছেতো উঠমুই উঠমু যেমতে হউক, মাগার যদি গাছের মালিক আইসা ধইরা ফেলায় তখন তেল মাখনের টাইম পামু কই?? হের লাইগা আগেভাগে রেডি। আইচ্ছা ঠিক আছে জলদি কর। রাইত বাইরা যাইতাছে। আর হুন যে থোকাটা কাটবি সেইটাতে আগে দড়ি বাইন্দা ফেলাবি। নইলে পইরা ধপাস কইরা আওয়াজ হইবো। আওয়াজ শুইনা বুইড়া বুড়িরে ছাইরা আয়া পরবো। বুইড়ার হাত দশ সেরা। মানে এক থাপ্পর দশ কিলো। একবার সুপারি চুরি কইরতে ধরা খাইয়া যেই থাপ্পর খাইছিলাম, কান আমার বয়রা হয়া গেছেগা ডাইন পাশেরডা। তথন খেইক্কা আমার নাম হয়া গেছেগা বয়রা চোরা। কান ঠিক কইরতে গেছিলাম গঞ্জে। ডাক্তার হালায় ওষুধ দিতে চাইলো এক মাসের। শালারে কইলাম, ডাক্তার সাপ, আমার টাকা নাই, দুই দিনের দেন। পরে আইসা বাকি লইয়া যামুনে। ফাঁকে কোন শিশি থেইকা ওষুধ দেয় কোনা চোখে দেইকা লইলাম। হেইদিনই রাইতে কথামতো যাইয়া ওই শিশিটা সহিসালামতে লইয়া আইছি। শালার কানতো ঠিক হয়া গেছেগা, মাগার দুর্নাম যাইনাই। শালায় কয়, নো টেনশন দুলাভাই। ওইটাতো আপনের টাইটেল। উপাধী পাইছেন। আমিযে হবে পামু। কইলাম, আব্বে উপাধী পাইতে হইলে আমি যাইগা। আর তুই এক কাম কর, একটা ডাব সিদা বুইড়ার টিনে ফেলা। শালায় কয়, না দুলাভাই আামার ডর করে, গালে আমার নয়া নয়া দাঁত গজাইছে মাত্র হেই দিন। যাই উঠি বইলা হালায় গাছে উঠা আরম্ভ করলো। হালায় অর্ধেক উইঠা আবার নাইমা কয় দুলাভাই কেউ আইলে আমারে মিস কল মাইরেন। আসি সাপধান হয়া যামুনে।

মন্তব্য ১৮ টি রেটিং +০/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ৮:২৩

ওই চোরা বলেছেন: আব্বে পোষ্ট পরথম পাতায় যাইনাকা? মাইনষে পড়বো কেমতে?

২| ০৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:২৪

শায়মা বলেছেন: ওই চোরা বলেছেন: আব্বে পোষ্ট পরথম পাতায় যাইনাকা? মাইনষে পড়বো কেমতে?


হি হি যাবেনা।

সব্বাই জেনে গেছে তুমি ............:)

০৭ ই ডিসেম্বর, ২০১১ রাত ১০:২৮

ওই চোরা বলেছেন: ............................... এইখানে কিতা? জাতি মানে আমি মানে চোরা জানবার চাই



আমগো দুঃখ লইয়া হাসন?? মজা ঠেরাইবা রাইতে, আমুনে দলবল লইয়া ;)

৩| ০৮ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:০৭

স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: জীবনেও যাইবোনা প্রথম পাতায়, যেই নিক লইছেন, গাছের উপরেই ঝুইলা থাকবেন। B-)) B-))

০৮ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১২:২৬

ওই চোরা বলেছেন: চোর বইলা কি মানসম্মান নাই নাকি? B-))




প্রর্থম পাতায় যদি না গেছি তাইলে শায়মা আর আপনার বাড়িই কইলাম চুরি করমু B-) B-))

৪| ০৮ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১:০৩

বৃষ্টিধারা বলেছেন: হা হা হা

০৮ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১:২২

ওই চোরা বলেছেন: হাসু্ইন কিলা??

৫| ০৮ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:১৮

শায়মা বলেছেন: :P

০৮ ই ডিসেম্বর, ২০১১ বিকাল ৫:৪২

ওই চোরা বলেছেন: =p~ বুঝছি

৬| ০৯ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:২৭

শায়মা বলেছেন: কি???

০৯ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৩৬

ওই চোরা বলেছেন: সিক্রেট ;)

৭| ১১ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:২৩

কানা বাবা বলেছেন:
গাঁইয়া চুরা কুনহানকার...

১৩ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ১:২৫

ওই চোরা বলেছেন: গাঁইয়া চুরাই অরিজিনাল চুর হয়। হে হে হে B-))

৮| ১৩ ই ডিসেম্বর, ২০১১ রাত ১১:৩৯

শায়মা বলেছেন: হায় হায় এখনও বন্দীদশা!!!

১৪ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:২০

ওই চোরা বলেছেন: হুম /:) /:)


আপা মডুরে কন না আমারে ছাইড়া দিতে /:)

৯| ১৪ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:২৫

শায়মা বলেছেন: চুরি করবানাতো?


প্রমিজ করো।:)

১৪ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৫১

ওই চোরা বলেছেন: এইডা কি কসম নিতাছেন? আমিতো ভাতে মইরা যামু :((




ওক্কে আপা, কি আর করা। (আগেতো লাইসেন্স পাইয়া লই, যেমতে হইক ;) ) প্রমিজ কি হাজার প্রমিজ লন

১৪ ই ডিসেম্বর, ২০১১ দুপুর ২:৫২

ওই চোরা বলেছেন: না না আপা হবেনা, পান্তানানী হপে, স্যরি /:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.