| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিরন্তন স্বপ্ন
আমি বিশেষ কেউ নই আবার ফালতু কেউ ও নই আমি হচ্ছি আমি যা ভালো মনে হয় বলি ভালো মনে হয় করি কারো সাথে আপোষ করিনা
জন্ম নেয়ার পর প্রথম যে মুখ টা দেখেছিলাম সেটা ছিল একজন নারী পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী আমার মা মমতাময়ী!! বেড়ে ওঠার সময় ভালোবাসা খুনসুটি মারামারি এর জন্য আরেকজন নারী কে পেয়েছি বোন রুপে! মনে পড়ে আমাকে তাঁর নিজের কাপড় পড়ানো আর মাঝে মাঝে মেকাপ করে বউ সাজিয়ে দেয়ার কথা! জোর করে এমন করতে চাইলে আমার চিৎকার আর কান্না আর কান্না থামানোর জন্য আবার আইস্ক্রিম আর চকলেট খাওয়ানর কথা!! আমাকে "অ আ" শেখানোর জন্য স্লেট আর চক নিয়ে বসিয়ে আবোলতাবোল বানানো গল্প শোনানো! আবার একটা খাবারের ভাগ নিয়ে খুনসুটি শেষ পর্যন্ত আমার বুদ্ধি যে ভাগ করবে অপরজন চয়েজ করবে কিন্তু ভাগ করতে গেলে সূক্ষ্ম ভাগ করতে হবে না হলে কম পড়ে যাওয়ার সম্ভাবনা আছে সেই নিয়ে সেই ভাগাভাগিও না মানতে চেয়ে ঝগড়া আর শেষে মা বা বাবার হস্তক্ষেপে সমাপ্তি!! আবার মনে পড়ে পিচ্চি বোন টা যখন হল পুতুল এর মত করে কোলে নিয়ে ঘোরা!! বড় হলে তাঁকে পড়াতে গিয়ে মারার কারনে আব্বুর হাতে মাইর!! পৃথিবীতে এই এক নারী এর ই কত রুপ মমতাময়ী স্নেহময়ী হয়ত কখনো ছলনাময়ী!! তবে একজন মানুষ সে পুরুষ হোক নারী হোক তাঁর মধ্যে ভালো খারাপ সব ধরনের সত্তা বিরাজ করে!! অনেকে বলে বসে মেয়েরা খারাপ আবার মেয়েরা অনেকে বলে ছেলে খারাপ!! সত্যি বলতে ভালো খারাপ নিয়েই আমরা মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব! কবির ভাষাতে বলতে চাই "পৃথিবীতে যা কিছু মহান চিরকল্যাণ কর অর্ধেক তাঁর গড়িয়াছে নারী অর্ধেক তাঁর নর" এই নারী দিবসে চাই পৃথিবীর কোন নারী শুধু মাত্র নারী হবার কারনে নির্যাতনের শিকার না হোক! ধর্ষণের মত ঘৃণ্যতা থেকে সবাই রক্ষা পাক!! ♥ MY mother sister friends!!!
©somewhere in net ltd.