| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিরন্তন স্বপ্ন
আমি বিশেষ কেউ নই আবার ফালতু কেউ ও নই আমি হচ্ছি আমি যা ভালো মনে হয় বলি ভালো মনে হয় করি কারো সাথে আপোষ করিনা
*অভিমান...।
পড়ন্ত বিকেলের অনন্ত মায়ায়
ধূসর কিছু আবছা আলোছায়ায়,
ছড়িয়ে থাকে কিছু সুখ, কিছু দুঃখ গাথা!
পড়ে রয় ছেড়া ডাইরির ছেড়া কিছু পাতা!
অবহেলার ক্ষণ গুলো অনেক অভিমানে,
দুচোখ জুড়ে অশ্রু নামায় ভালোবাসার টানে!
*চিঠি
আমার পত্রে প্রতি ছত্রে, বানান ভরা ভুলে
মাতাল হাওয়া পরশ বুলায় তোমার খোলা চুলে।
ভুলে ভরা পত্র খানি বেনামিতেই যাক,
প্রাপক তাহা পেয়ে গেলেও, প্রেরক গোপন থাক !!!
*চন্দ্রাহত
চাঁদকে দেখে হাতটি বাড়াও ছুয়ে দেবার আশে
সেইনা দেখে চাঁদখানা কে আপন মনে হাসে!
চাঁদটাকে তো যায় না ছোঁয়া চাঁদ আসেনা নেমে
চাঁদের পানে তাকিয়ে দেখি অনেক খানি প্রেমে!
দূরের চাঁদ দুরেই থাকুক অভিমান হোক যত
চাঁদকে আর দেখবনাকো আমি চন্দ্রাহত
©somewhere in net ltd.