![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চুরি বাটপারি ছলচাতুরী এমন কোনো পথ নেই যা তারা ১৯৭৮ সালে নিজেদের মাঠে কাপ জিততে ব্যবহার করে নি। তেমন কিছু কুকর্মের কথা জেনে নিন।
গ্রুপ পর্বে আর্জেন্টিনার খেলার সূচি ঠিক করা হয় রাতে। এর সুবিধা নিয়ে প্রথম পর্ব পার হয় স্বাগতিকরা। বিতর্কের কারণে ফিফা পরের বিশ্বকাপ থেকেই এ নিয়ম পরিবর্তন করে দেয়। প্রথম রাউন্ড থেকে ওঠা আটটি দলকে দুই গ্রুপে ভাগ করে রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত হয় দ্বিতীয় রাউন্ডের খেলা। দ্বিতীয় রাউন্ডে একই গ্রুপে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় ফাইনালে উঠতে হলে শেষ ম্যাচে পেরুর বিরুদ্ধে আর্জেন্টিনাকে জয় পেতে হবে ৪-০ গোলে। কিন্তু জয় পায় ৬-০ গোলে। টেলিভিশন কমেন্টেটররা এটাকে পাতানো ম্যাচ বলেই সন্দেহ প্রকাশ করেন। পেরুর গোলরক্ষক রোমান কুইরোগার জন্ম আর্জেন্টিনায় হওয়ায় সন্দেহটা আরও বেড়ে যায়। পেরু ফুটবল কর্তৃপক্ষকে আর্জেন্টাইনরা ৫০ মিলিয়ন ডলার ঘুষ দেওয়ারও অভিযোগ উঠেছিল। তবে এ অভিযোগ ধোপে টেকেনি। একটি ম্যাচও না হেরে ফাইনালে যেতে পারল না ব্রাজিল। আবার ফাইনালের পর পোস্ট ম্যাচেই যোগ দেয়নি রানার্সআপ হল্যান্ড। তাদের অভিযোগ, 'ফাইনাল শুরুর আগেই স্বাগতিকরা নাকি তাদের কৌশলপত্র চুরি করেছিল।' ব্রাজিল-সুইডেন ম্যাচটাও রেফারি ক্লাইভ থমাসের কারণে বিতর্কিত হয়ে রইল। শেষ মিনিটে কর্নার কিক থেকে ভেসে আসা বলে হেড করে গোল করেন জিকো। তার আগে বাতাসে থাকতেই রেফারি খেলা সমাপ্তির বাঁশি বাজান। যে কারণে ম্যাচটা শেষ হয় ১-১ গোলে।
এবারই প্রথম টাইব্রেকারের নিয়ম করা হয়। তবে এ নিয়মের প্রথম প্রয়োগ ঘটে ১৯৮২-এর স্পেন বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স আর পশ্চিম জার্মানির খেলায়। প্রথম পর্বে ২ নম্বর গ্রুপে পশ্চিম জার্মানিকে পেছনে ফেলে পোল্যান্ডই হয়ে যায় গ্রুপ চ্যাম্পিয়ন। মেক্সিকোকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপে প্রথম আফ্রিকান দেশ হিসেবে জয় পাওয়ার রেকর্ড করে তিউনিসিয়া। এক নম্বর গ্রুপে ইতালির কাছে ১-০ গোলে হেরেও আর্জেন্টিনা দ্বিতীয় দল হিসেবে চলে যায় দ্বিতীয় রাউন্ডে। বিশ্বব্যাপী সেবারই প্রথম রঙিন টিভিতে খেলা দেখানো শুরু হয়। উরুগুয়ে-ফ্রান্স ম্যাচে ফ্রান্সের জার্সি সাদা-কালো হওয়ায় টিভি সম্প্রচারে অসুবিধা হয়। এ কারণে ফ্রান্স খেলে অ্যাটলেটিকো কিম্বারলির ক্লাব মার ডেল প্লাটার সবুজের ওপর সাদা স্ট্রিপ দেওয়া জার্সি পরে। বিশ্বকাপে নিজ দেশের জার্সি না পরে খেলার এটাই একমাত্র ঘটনা। বিতর্কিতভাবে দ্বিতীয় রাউন্ড থেকে ফাইনালে আসার পর ক্যাম্পেসের জোড়া গোলেই ৩-১ গোলে হল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতে নেয় আর্জেন্টাইনরা। পরপর দ্বিতীয়বার ফাইনালে এসেও শিরোপার স্বাদ পেল না হল্যান্ড। কোচ সিজার লুইস মেনোত্তি ১৭ বছরের ম্যারাডোনাকে দলেই রাখেননি।
এভাবেই নানা বাটপারিতে যুগযুগ ধরে সিদ্ধহস্ত আর্জেন্টিনা রা।
কৃতজ্ঞতা- সমকাল
০১ লা জুন, ২০১০ বিকাল ৩:৩৩
ক্লিয়ার কাট বলেছেন: কেমন আছ তুমি? আমি ব্লগে আবার আসলাম।দলের কোনো কাজে তোমাকে দেখা যায় না কেন?
২| ০১ লা জুন, ২০১০ বিকাল ৩:৩৫
অভ্র ভাষা হোক উন্মুক্ত বলেছেন: তবে হেরা একটা জিনিসে চ্যাম্পিয়ন......চাপাবাজি । আপনেরে +++++
০১ লা জুন, ২০১০ বিকাল ৩:৩৭
ক্লিয়ার কাট বলেছেন: আমরা হব ফুটবলের চ্যাম্পিয়ন আর ওরা কি হবে?
ওরা হবে চাপাবাজির চ্যাম্পিয়ন
৩| ০১ লা জুন, ২০১০ বিকাল ৩:৩৫
মাহমুদহাসান বলেছেন: আর্জেন্টাইনরা বরাবরই চুর
**কিন্তু এভাবে পোস্ট দেয়াটা অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। আমি ব্রাজিলের সমর্থক বলে হয়তো ততটা খারাপ লাগেনি, কিন্তু সমর্থন যেই দলেরই করি না কেন, ফুটবলের প্রতি সবার ভালোবাসাটা আমাদের শ্রদ্ধা করা উচিৎ। এই দেশের কেউ আর্জেন্টাইন নয়, ব্রাজিলিয়ানও নয়, সবাই বাংলাদেশি। এক মাসের উন্মাদনা যত কম করা যায় তত ভাল।
০১ লা জুন, ২০১০ বিকাল ৩:৩৮
ক্লিয়ার কাট বলেছেন: চোরকে চোর বলা জায়েজ
৪| ০১ লা জুন, ২০১০ বিকাল ৩:৩৬
লালসালু বলেছেন: আপনে একবার ক্যাঁচাল লাগাইয়া গেছেন। সবাই আমারে সন্দেহ করতাছে। এইবার আবার আইলেন আর্জেন্টিনার বিরুদ্ধে ক্যাঁচাল লাগাইতে। খেয়াল করেন ব্লগের বেশিরভাগ ব্লগার কিন্তু আর্জেন্টিনার সমর্থক।
০১ লা জুন, ২০১০ বিকাল ৩:৪১
ক্লিয়ার কাট বলেছেন: ওটা তোমাকে বলেছি আমি। মনে নেই? আমার সহকারী হাসান ঐ ঝামেলা করেছিল
আরে খেলা খেলায়।এখানে দল-টল টেনে লাভ নেই
৫| ০১ লা জুন, ২০১০ বিকাল ৩:৩৭
সা-কি-ব বলেছেন: মাইনাস,পুরাই ফাউল।খুব যৌক্তিক কিছু মনে হয়নি।মাইনাসমাইনাসমাইনাসমাইনাসমাইনাসমাইনাসমাইনাসমাইনাসমাইনাসমাইনাসমাইনাসমাইনাসমাইনাসমাইনাসমাইনাসমাইনাসমাইনাসমাইনাসমাইনাসমাইনাস।
০১ লা জুন, ২০১০ বিকাল ৩:৪১
ক্লিয়ার কাট বলেছেন: আপনার জন্য এই লিংকটাও দরকারী
Click This Link
৬| ০১ লা জুন, ২০১০ বিকাল ৩:৩৯
মুনতাসির বিল্লাহ মুন্না বলেছেন: আর্জেন্টিনার বিরোধী না, তবে ব্রাজিল সাপোর্ট করি আমি।
০১ লা জুন, ২০১০ বিকাল ৩:৪২
ক্লিয়ার কাট বলেছেন: কোথায় ব্রাজিল কোথায় আর্জেন্টিনা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
৭| ০১ লা জুন, ২০১০ বিকাল ৩:৩৯
জিকসেস বলেছেন: এই কথাতো আমি আগেও বলসি। এইখানে আমার কমেন্ট দেখেন। একেবারে শেষে ।http://www.somewhereinblog.net/blog/amateur1971blog/29166440
০১ লা জুন, ২০১০ বিকাল ৩:৪২
ক্লিয়ার কাট বলেছেন: লিংকটা আসেনি
৮| ০১ লা জুন, ২০১০ বিকাল ৩:৪০
কাঠের খাঁচা বলেছেন: অভ্র ভাষা হোক উন্মুক্ত বলেছেন: তবে হেরা একটা জিনিসে চ্যাম্পিয়ন......চাপাবাজি । আপনেরে +++++
০১ লা জুন, ২০১০ বিকাল ৩:৪৩
ক্লিয়ার কাট বলেছেন: আপনাকেও+++++++++++
৯| ০১ লা জুন, ২০১০ বিকাল ৩:৪২
জিকসেস বলেছেন: ঐবার আরো একটা ব্যাপার ঘটে। ক্রুএফ এর হাত ভাঙ্গা ছিল। ফাইনাল এ আর্জেন্টিনা এর টার্গেট ছিল ক্রুএফ এর ভাঙ্গা হাত এ ফাউল করা। আর দর্শক রাও স্টেডিয়াম থেকে হল্যান্ড এর প্লেয়ার দের গায়ে মাঝে মাঝে কিছু না কিছু ছুড়ে মারত।
০১ লা জুন, ২০১০ বিকাল ৩:৪৩
ক্লিয়ার কাট বলেছেন: ভাল একটি তথ্য দিলেন। ধন্যবাদ আপনাকে
১০| ০১ লা জুন, ২০১০ বিকাল ৩:৪৪
রুদ্রমরু বলেছেন: তরে কইসে, তুই বেসি জানস? মাইনাস
০১ লা জুন, ২০১০ বিকাল ৩:৪৬
ক্লিয়ার কাট বলেছেন: আমার কথা নয় ভাই এগুলো ইতিহাসের কথা।আপনাদের জন্য দু:খ হয়
১১| ০১ লা জুন, ২০১০ বিকাল ৩:৪৫
জিকসেস বলেছেন: রুদ্রমরু বলেছেন: তরে কইসে, তুই বেসি জানস? মাইনাস
১৯৩৪ এর ইটালি
১৯৬৬ এর ইংল্যান্ড
১৯৭৮ এর আর্জেন্টিনা
৩ জন ই এইভাবে একবার করে জিতসে
০১ লা জুন, ২০১০ বিকাল ৩:৪৭
ক্লিয়ার কাট বলেছেন: দারুন
১২| ০১ লা জুন, ২০১০ বিকাল ৩:৪৬
জিকসেস বলেছেন: Click This Link
নিচের দিকে কমেন্ট টা দেইখেন আমার।
০১ লা জুন, ২০১০ বিকাল ৩:৪৭
ক্লিয়ার কাট বলেছেন: পোস্ট পেলাম না
১৩| ০১ লা জুন, ২০১০ বিকাল ৩:৫০
পৃথিবীর আমি বলেছেন: অভ্র ভাষা হোক উন্মুক্ত বলেছেন: তবে হেরা একটা জিনিসে চ্যাম্পিয়ন......চাপাবাজি । আপনেরে +++++
০১ লা জুন, ২০১০ বিকাল ৩:৫১
ক্লিয়ার কাট বলেছেন: আপনাকেও++++++++
১৪| ০১ লা জুন, ২০১০ বিকাল ৩:৫০
জিকসেস বলেছেন: ঐ কমেন্ট থেকে কপি পেস্ট
জিকসেস বলেছেন: লেখক বলেছেন: হুম। আর্জেন্টিনার লাক ঠিক থাকলে কমসেকম ১৬বার জিততে পারত
সমর্থক দের মধ্যে প্রিজুডিস ব্যাপারটা একটু বেশি কাজ করে দেখতেসি। ক্রিকেট বিশ্বকাপ এ পাকিস্তান দলের সমর্থক আমি। আস্ট্রেলিয়া কে দেখতে পারিনা। কিন্তু তাই বলে অস্ট্রেলিয়ার শ্রেষ্টত্ব নিয়ে আমার কোনো সন্দেহ নাই। ফুটবল এর ক্ষেত্রেও ব্যাপারটা তাই। আপনি আর্জেন্টিনা দলের সমর্থক আর্জেন্টিনা নিয়ে আপনার দূর্বলতা থাকবে। তবে আর্জ়েন্টিনা সুইডেন, বুলগেরিয়া, রুমানিয়া এইসব দলে কাছে হেরে বাদ পরেছে গত কয়েকটা বিশ্বকাপ এ। এখন পর্যন্ত একটাও এমন বিশ্বকাপ হয়নায় যেটাতে দেখে মনে হইসে আর্জেন্টিনা চ্যাম্পিয়ান হইতে পারে। চ্যাম্পিয়ান হওয়ার মত খেলা খেলেও সেটা হতে পারেনায় হল্যান্ড (১৯৭৪) এবং হাঙ্গেরি (১৯৫৪)। ১৯৮৬ সালের আর্জেন্টিনাও সাধারন দল ছিল। কিন্তু যেই দলে ম্যারাডোনা থাকে সেটা তো আর সাধারন থাকেনা। আর কোনো দেশের এরকম নজির নাই একজন খেলে একটা বিশ্বকাপ জিতিয়ে দিয়েছে। ব্রাজিল এরও নাই। ব্রাজিল এর দরকার ও নাই অবশ্য। ব্রাজিল এর এত এত গিফটেড প্লেয়ার পৃথিবীর আর কোন দেশে নাই।
১৯৯০ সালে সবাই যখন আর্জেন্টিনা আর্জেন্টিনা করত আমিও করতাম (বয়স ছিল ৬)। ৪ বছর ধরে আর্জেন্টিনা আর্জেন্টিনাই করসি। তারপর ১৯৯৪ থেকে নিয়মিত খেলা দেখা যখন শুরু করলাম তখন থেকেই আর্জেন্টিনার সাপোর্টার দের ব্রাজিল এর প্রতি বিদ্বেষ টাকে একটু বেশি বাড়াবাড়ি মনে হইসে। ব্রাজিল হারলে আমার খারাপ লাগেনা ব্যাপারটা তাও না। আর্জেন্টিনা এর থেকে পারফরমেন্স এ ব্রাজিল সবসময় এগিয়ে। ১৯৫০ সালের বিশ্বকাপ ব্রাজিল নিজের দেশ এ ড্র করলেই হইত শেষ মুহুর্তের গোল এ সেটা হয় নায়। ১৯৫৪ সালে হাঙ্গেরি তাদের থেকে ভাল ছিল। ১৯৬৬ সালে পর্তুগাল তাদের থেকে ভাল ছিল এর বাইরেও তখন পেলেকে অনেক ফাউল করা হয়েছিল ইংরেজ দের যে ব্যাপার স্যাপার ই আলাদা। ১৯৭৪ আর ১৯৭৮ এ হল্যান্ড সবার থেকেই ভাল ছিল। ১৯৭৮ এ আর্জেন্টিনা পেরুর সাথে পাতানো ম্যাচ খেলে ব্রাজিল কে নক-আউট করার জন্য এই কথাটা কখনো কী বলেনা। এরপর থেকেই ফিফা গ্রুপ এর শেষ ম্যাচ একসাথে আয়োজন করে। ১৯৮২ সালে ইটালি ব্রাজিল দুইজন ই আর্জেন্টিনা কে হারায় ব্রাজিল ইটালি এর কাছে অসাধারন একটা ম্যাচ এ হেরে যায়। ১৯৮৬ তে কোয়ার্টার ফাইনাল এ ফ্রান্স এর কে টাইব্রেকার এ রিবাউন্ড এ একটা গোল দেওয়া হয় টাইব্রেকার এ রিবাউন্ড এ গোল হোয়ার নিয়ম নাই। ব্রাজিল বাদ পরে। এইটা যদি আর্জেন্টিনার বিরুদ্ধে হইত তাইলে মনে বাংলাদেশ এ অনেকেই আগুন লাগাই দিত। ১৯৯০ তে ব্রাজিল আর্জেন্টিনা ম্যাচ টা একবার ইউটিউব এই গিয়ে দেখেন। আর্জেন্টিনা এর সাপোর্টাররা দাবি করে তারা সুন্দর ফুটবল খেলে কিন্তু দূর্ভাগ্য গোল পায়না। ঐ খেলাটা তো খেলসেই পুরা ব্রাজিল। তার ১ মিনিটের ম্যারাডোনার ব্রিলিয়ান্স এ সব শেষ। গোল দেওয়াও যে ফুটবলের একটা বড় ব্যাপার। আর ১৯৯০ সালে আর্জেন্টিনা ১৯৮৬ এর মত এত প্রানবন্ত ফুটবল খেলেনায়। পুরা ওয়ার্ল্ড কাপ টাই নষ্ট করসে তারা। আর ফাইনালের পেনাল্টী নিয়ে এত কথা হয়, ১৯৯৪ সালে বেলজিয়াম জার্মানি এর খেলাটা একবার দেইখেন পারলে। আর ১৯৯৮ তে নরওয়ে কে ব্রাজিল এর বিরুদ্ধে যে পেনাল্টি দেয় ঐটাও পারলে দেইখেন। ১৯৯৮ সালে ফাইনাল এ আমি ফ্রান্স এর সাপোর্টার ছিলাম। কারন টানা ২ বার ব্রাজিল জিতবে এটা দেখতে চাইনাই। ফ্রান্স এর জিদান কাজের কাজ টা করসে। ফ্রান্স বেটার হিসেবেই জিতসে। ২০০৬ এও ব্রাজিল ফ্রান্স এর কাছে বাদ যায়। ঐ খেলা দেখে মনে হয়নায় ব্রাজিল এর জিতার কোনো ইচ্ছা ছিল। আর মিডফিল্ড এ জিদান জা দেখাইসে তার কোনোই তুলনা নাই।
এইবার আপনার আর্জেন্টিনা কিভাবে ১৬ টা ওয়ার্ল্ডকাপ জিতে একটু হিসেব করি। ১৯৭৮ এর আগে আর্জেন্টিনা এর খবর নিতে যাইয়েন না লজ্জা পাবেন। ১৯৭৮ গ্রুপ ম্যাচ এর অই কথাটা আগেও বলসি। ফাইনাল ভাঙ্গা হাত নিয়েও ক্রুয়েফ অনেক্ষন খেলসে। হল্যান্ড ই আমার মতে সব থেকে দূর্ভাগা দেশ। ১৯৮২ তে আর্জেন্টিনা ব্রাজিল ঈতালি দুইদলের কাছেই হারসে। ম্যারাডোনা যেই ফাউল করে লাল কার্ড পাইসে তার মত একজন প্লেয়ার এইভাবে ফাউল করতে গেসে কেন কে জানে। ১৯৮৬ অয়ার্লকাপ আর্জেন্টিনার। সেটা হাত দিয়ে গোল দিলেও আর্জেন্টিনা। ম্যারাডোনার সেরা নিয়ে কারও সন্দেহ নাই। সব থেকে বাজে ফুটবল খেলে ওয়ার্ল্ডকাপ ফাইনালে উঠা দল হচ্ছ্যে ১৯৯০ এর আর্জেন্টিনা। আর্জেন্টিনা এর খেলা গুলা আপ্রলে একটু দেইখেন। তারপরেও ইটালি কে আটকায় রেখে টাইব্রেকার এ জিতাটাও বড় ব্যাপার। তবে ১৯৮৬ সালের মত প্রানবন্ত কোনো ফুটবল ছিলনা সেখানে। ১৯৯৪ এ বুলগেরিয়া আর রুমানিয়া এর কাছে হারসে। এরপর নিশ্চয়ই কেউ আশা করতে পারেনা তারা অয়ার্ল্ড কাপ জিতবে। ১৯৯৮ এ শেষের দিকে হল্যান্ড এর কাছে গোল খায়। ২০০২ এ সুইডেন কে হারায় সেকেন্ড রাউন্ড এ যাওয়া উচিত ছিল। একটা দেশ বিশ্বকাপ জিততে এসে গ্রুপ এ ইংল্যান্ড এর কাছে হারবে আর সুইডেন এর সাথে ড্র করবে আর মানুস বলবে সেতা দূর্ভাগ্য শুনতেই কেমন লাগে। ২০০৬ এর টা দূর্ভাগ্য বলতে পারেন কারন টাই-ব্রেকার এ হারাটা আসলেই দূর্ভাগ্য।
আপনার আবেগ অনুভুতি এর প্রতি শ্রধ্যা রেখে বলছি এইবার হয়ত আর্জেন্টিনা জিততে পারে। তারপরেও আফ্রিকার মত গরম দেহসে সমুদ্রপৃষ্ট থেকে উপরে খেলা। জেনেত্তি আর কাম্ব্রিয়াসো কে নেওয়া উচিত ছিল রিকুয়েমে স্লো খেললেও এই জাইগায় ঠিক ছিল দম রেখে মেসি কে বল দিতে পারত।
ডুঙ্গা এই দিক দিয়ে বুদ্ধিমানের মত কাজ করসে। যদিও ব্রাজিলের সুন্দর ফুটবল এইবার দেখা যাবেনা তার কারন স্ট্যামিনা বেশি এমন প্লেয়ার কে প্রাধান্য দেওয়া হয়েছে। ডিফেন্স আর গোল-কিপার ভাল। পর্তুগাল ব্রাজিল এর কোনো সমস্যাই করবেনা। ব্রাজিল থেকে যারা বাদ পরে তাদের নিয়ে করা ঐ টিম। স্পেন এর কাছেও হারবেনা। ইউরোপ এর কোনো দল ই কোনো সমস্যা করবেনা। ঘানা টাইপ কেউ মাথা ব্যাথার কারন হতে পারে। তবে ব্রাজিল এর অন্য কাউকেই ভয় পাওয়ার কিছু নেই।
এইবারের আর্জেন্টিনা এর দল ১৯৮৬ থেকে ভাল। তবে ম্যারাডোনা মিডফিল্ড এ নাই। সে এখন কোচ। এটা একটা সমস্যা।
ভাল থাকবেন।
০১ লা জুন, ২০১০ বিকাল ৩:৫৫
ক্লিয়ার কাট বলেছেন: আপনার কমেন্টটি খুবই তথ্যপূর্ণ্য। আমার কাজে লাগবে
ফ্রান্সকে নিয়ে আমার খুব ভয় করে বিশ্বকাপে তাদের সামনে পড়লে ব্রাজিলের যে কি হয়
তবে এবার নিশ্চয় এমন কিছু হবে না। ডুঙ্গা আছে না সে একটা জটিল চিজ
১৫| ০১ লা জুন, ২০১০ বিকাল ৩:৫৩
টেম্পু বলেছেন: মাইনাস রামছাগল.........
০১ লা জুন, ২০১০ বিকাল ৩:৫৬
ক্লিয়ার কাট বলেছেন: ঠিক আছে জনাব
১৬| ০১ লা জুন, ২০১০ বিকাল ৩:৫৬
নূর-ই-আল-মামুন বলেছেন: ভাই ইউটিউব বা অন্য কোনো সাইটের ভিডিও লিঙ্ক গুলো কি দেয়া সম্ভবঐ খেলাগুলোর ?? ডাউনলোড দিতাম। ভার্টিটিতে আর্জেন্টিার সাপোর্টার গো জ্বালাই টিকতে পারতেছি না। আজাইরা তর্ক্ও করিনা। আপনার এই পোস্ট আমার রুম মেট দের দেখাইলাম। ৫ জনের মধ্যে আমরা দুজন ব্রাজিল আর তিনজন আর্জেন্টিনার। ওগো এই পোস্ট দেখানোর পরে রাগের চোটে কাপতাছে। হা হা হা । তাদরে আমি খুব নির্লিপ্ত ভঙ্গিতে আপনার পোস্ট পড়াইয়া শুনাইলাম।
প্লাস ভাই ।
০১ লা জুন, ২০১০ রাত ৮:৩১
ক্লিয়ার কাট বলেছেন: ভিডিও লিংক থাকার কথা। আমি ইউটিউব টা খুব একটা বুঝি না তাই দিতে পারছি না।তবে আপনি আপনার বন্ধুদের আমার এই দুটি পোস্ট দেখাতে পারেন পুলাপানের মাথা আরও গরম হবে
ব্রাজিলের সাথে আর্জেন্টিনার তুলনা কোথায় আগরতলা কোথায় উগারতলা
এবং
Click This Link
১৭| ০১ লা জুন, ২০১০ বিকাল ৩:৫৭
রাজুবিডি বলেছেন: আপনার জন্য ইস্পিসাল মাইনাস পদক।
০১ লা জুন, ২০১০ রাত ৮:৩৩
ক্লিয়ার কাট বলেছেন: মাইনাস দিয়েও যদি সেমিতে যেতে পারেন তবে নিলাম। যতই ব্রাজিল করি আমিও চায় আপনারা অন্ততপক্ষে সেমিতে যান না হলে পতাকাগুলোর যে কি হবে
১৮| ০১ লা জুন, ২০১০ বিকাল ৪:০০
জিকসেস বলেছেন: প্লাস মাইনাস নিয়ে এত চিন্তার কিছু নাই। এই ঘটনা টা সত্যি। ফিফা এর পরেই নিয়ম করে গ্রপ এর শেষ দুই ম্যাচ একসাথে আয়োজনের।
১৯৩৪ সালে মুসলিনো নিজে ঠিক করে ইটালি এর খেলার সময় রেফারি কে থাকবে। আর ১৯৬৬ সালে পেলের ব্রাজিল আর ইউসোবিও এর পর্তুগাল কে অনেক ফাউল করা হইসিল।
০১ লা জুন, ২০১০ রাত ৮:৩৫
ক্লিয়ার কাট বলেছেন: আরে দুর কে মাথা ঘামায় মাইনাস নিয়ে। ওরা আর কি করবে বলেন?
১৯| ০১ লা জুন, ২০১০ বিকাল ৪:০১
সীমান্তে অসীম বলেছেন: সত্য এবং যৌক্তিক বলার জন্য প্লাস।
০১ লা জুন, ২০১০ রাত ৮:৩৫
ক্লিয়ার কাট বলেছেন: আপনাকে ধন্যবাদ
২০| ০১ লা জুন, ২০১০ বিকাল ৪:১১
আমি স্যাম বলেছেন: যত কলঙ্কই থাক না কেন চাঁদ যেমন চাঁদ, তেমনি যত দোষ থাকুক না কেন আর্জেন্টিনা আর্জেন্টিনাই।।।।।।
আর আবাইল্লা পোস্টে কইষ্যা মাইনাস।।।।।।।।।।।
আমি খেয়াল করছি বালজিলের সাপোর্টাররা পায়ে পারা দিয়ে ঝামেলা বাধাতে আসে, আর্জেন্টিনার সাপোর্টাররা প্লিজ সাবধান থাকবেন।।।।।।
আর কোনো কথা নেই, এবার যা বলার মাঠে খেলার মাধ্যমে বলা হবে।।।।।।।।।।।।।
আর্জেন্টিনা জিন্দাবাদ, আর্জেন্টিনা জিন্দাবাদ, আর্জেন্টিনা জিন্দাবাদ, আর্জেন্টিনা জিন্দাবাদ, আর্জেন্টিনা জিন্দাবাদ, আর্জেন্টিনা জিন্দাবাদ, আর্জেন্টিনা জিন্দাবাদ, আর্জেন্টিনা জিন্দাবাদ, আর্জেন্টিনা জিন্দাবাদ, আর্জেন্টিনা জিন্দাবাদ, আর্জেন্টিনা জিন্দাবাদ, আর্জেন্টিনা জিন্দাবাদ, আর্জেন্টিনা জিন্দাবাদ, আর্জেন্টিনা জিন্দাবাদ, আর্জেন্টিনা জিন্দাবাদ.............................................................................
০১ লা জুন, ২০১০ রাত ৮:৩৭
ক্লিয়ার কাট বলেছেন: ঝামেলা দেখলেন কোথায়? এসব সত্য কথারে ভাই। কালকে অন্যান্য দলের সাথে তুলনা করে একটি পোস্ট দিব ওটা দেখার পর কান্না ছাড়া আর কোনো উপায় থাকবে না আপনাদের
২১| ০১ লা জুন, ২০১০ বিকাল ৪:১৪
নূর-ই-আল-মামুন বলেছেন: ভাই [বেশিরভাগ, আমি আবার বলছি বেশিরভাগ] আর্জেন্টাইন সাপোর্টার রাই এমন। সত্য কথা বললে এরা মারমুখী হয়ে আসে। নিজের চোখ বন্ধ করে ঘর অন্ধকার ভাবলে কার কি দোষ।
আর এইসব ভাল্লাগেনা। খালি ক্যাচাল আর ক্যাচাল । খেলা এখন এমন হইছে যে ভালো খেলা দেখার চেয়ে বেশির ভাগ সাপোর্টার চায় যেমনেই হোক জিততে। সততার দাম নাই। পারলে কোন প্রতিদ্বন্দ্বী ছাড়াই জিততে চায়। ফাকা মাঠে গোল দিয়ে হলে ও জিততে চায়।
প্রশংসা পছন্দ.... কিন্তু ভুল কে ভুল বললেই যত অপরাধ।
০১ লা জুন, ২০১০ রাত ৮:৩৮
ক্লিয়ার কাট বলেছেন: আমি চিন্তা করছি কোনবার যদি ভুল করে এরা রানার্সআপ হয়ে যায়(চ্যাম্পিয়ন জীবনেও হতে পারবে না) তবে যে কি নাচানাচিটা এরা করবে তা খোদা মালুম
২২| ০১ লা জুন, ২০১০ বিকাল ৪:১৪
জিকসেস বলেছেন: আমি খেয়াল করছি বালজিলের সাপোর্টাররা পায়ে পারা দিয়ে ঝামেলা বাধাতে আসে, আর্জেন্টিনার সাপোর্টাররা প্লিজ সাবধান থাকবেন।।।।।।
আর কোনো কথা নেই, এবার যা বলার মাঠে খেলার মাধ্যমে বলা হবে।।।।।।।।।।।।।
খেলার মাঠ এ যে কি কথা বলে রে ভাই। আগে সুইডেন। বুল্গেরিয়া, রুমানিয়া এদেরকে হারানো শিখুক।
০১ লা জুন, ২০১০ রাত ৮:৩৮
ক্লিয়ার কাট বলেছেন: ভাই ইবার নাইজেরিয়ার সাথে প্রথম রাউন্ডে তাদের হেরে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে
২৩| ০১ লা জুন, ২০১০ বিকাল ৪:১৫
তায়েফ আহমাদ বলেছেন: "গ্রুপ পর্বে আর্জেন্টিনার খেলার সূচি ঠিক করা হয় রাতে। এর সুবিধা নিয়ে প্রথম পর্ব পার হয় স্বাগতিকরা।"
রাতে খেললে সুবিধা কী?
"পেরুর গোলরক্ষক রোমান কুইরোগার জন্ম আর্জেন্টিনায় হওয়ায় সন্দেহটা আরও বেড়ে যায়। পেরু ফুটবল কর্তৃপক্ষকে আর্জেন্টাইনরা ৫০ মিলিয়ন ডলার ঘুষ দেওয়ারও অভিযোগ উঠেছিল। তবে এ অভিযোগ ধোপে টেকেনি।"
তালগাছটি আমার মার্কা রিপোর্ট।
আর্জেন্টিনা দুধে ধোয়া তুলসী পাতা এটি বলার অবকাশ নেই, তাই বলে, যা ইচ্ছে তাই বলে সাতে পাঁচে চৌদ্দ মেলানোও মেনে নেয়া যায় না!
০১ লা জুন, ২০১০ রাত ৮:৩৯
ক্লিয়ার কাট বলেছেন: আগে থেকে বিপক্ষ দলের এরা জানত না।
যা ঘটে তারই কিছুটা রটে
২৪| ০১ লা জুন, ২০১০ বিকাল ৪:১৬
নূর-ই-আল-মামুন বলেছেন: মনে হচ্ছে পা দিয়ে না, মুখ দিয়ে গোল করবে গোলপোস্টে.....যতসব।
অমক তমক জিন্দাবাদ দিলেই যদি সব হইত, তাইলে বিশ্বকাপ এশিয়ার কোনো ঘরে থাকত।
০১ লা জুন, ২০১০ রাত ৮:৩৯
ক্লিয়ার কাট বলেছেন: একমত
২৫| ০১ লা জুন, ২০১০ বিকাল ৪:৫০
নাজমুল হক রাসেল বলেছেন: আচ্ছা ক্রুয়েফ ত ৭৮ এ খেলেনাই। বারবার তার ভাঙ্গা হাতের কথা আসছে কেন?
২৬| ০১ লা জুন, ২০১০ বিকাল ৪:৫৭
নাজমুল হক রাসেল বলেছেন: এবার আর্জেন্টিনা রিকুয়েমের অভাব প্রচন্ড অনুভব করবে। ভেরনের সাধ্য নাই তার অভাব পুরন করার। ম্যারাডোনার অবসরের পরে মাঝমাঠে আর্জেন্টিনার যে বিশাল শুন্যতা তৈরি হয়েছিল সেটা ২০০৬ এ পুরন হয়েছিল। আমার দেখা আর্জন্টিনার বেস্ট স্কোয়াড ১৯৯৪ এবং ২০০৬। দুবারই দুর্ভাগ্য।
০১ লা জুন, ২০১০ রাত ৮:৪০
ক্লিয়ার কাট বলেছেন: এবার ও দুর্ভাগ্য নিয়ে বসে থাকেন। আরে মিয়া ভাগ্যকে দোষ না দিয়ে নিজেদের সামর্থর কথা ভাবেন কাজে দিবে।
২৭| ০১ লা জুন, ২০১০ বিকাল ৫:০২
জিকসেস বলেছেন: নাজমুল হক রাসেল বলেছেন: আচ্ছা ক্রুয়েফ ত ৭৮ এ খেলেনাই। বারবার তার ভাঙ্গা হাতের কথা আসছে কেন?
ঠিক বলসেন আপনি।The Dutch of 1978 had no Cruyff, no Van Hanegem, and of course no Rinus Michels। হাত ভাঙ্গা প্লেয়ারটা ক্রুএফ ছিলনা। আরেকজন কে জানি ছিল। আমি একটু দেখে বলতেসি।
হাত ভাঙ্গা একজন ছিল যার বিরুদ্ধে আর্জেন্টিনা দের একতা স্ত্র্যটেজি ছিল। আমি এক্তু দেখে নামতা জানাচ্ছি।
২৮| ০১ লা জুন, ২০১০ বিকাল ৫:০৮
নষ্ট ছেলে বলেছেন: পুরা পাঙ্খা পোস্ট।
চুম্মা সহকারে প্লাস
০১ লা জুন, ২০১০ রাত ৮:৪১
ক্লিয়ার কাট বলেছেন: আপনারে++
২৯| ০১ লা জুন, ২০১০ বিকাল ৫:৩৮
লালসালু বলেছেন: টেম্পোরে চুম্মা সহকারে প্লাস
৩০| ০১ লা জুন, ২০১০ বিকাল ৫:৪৭
আমি-মুসাফির বলেছেন: আমার দেখা আর্জন্টিনার বেস্ট স্কোয়াড ১৯৯৪ এবং ২০০৬
০১ লা জুন, ২০১০ রাত ৮:৪১
ক্লিয়ার কাট বলেছেন: ফলাফল?
৩১| ০১ লা জুন, ২০১০ বিকাল ৫:৫৯
লেবফিউম বলেছেন: ১০/১১ গোল ছিল । আমি ১টা + গোল দিয়া সমান সমান করছি ।
০১ লা জুন, ২০১০ রাত ৮:৪১
ক্লিয়ার কাট বলেছেন: গুড জব মেন
৩২| ০১ লা জুন, ২০১০ সন্ধ্যা ৬:০১
সাফির বলেছেন: কাঠের খাঁচা বলেছেন: অভ্র ভাষা হোক উন্মুক্ত বলেছেন: তবে হেরা একটা জিনিসে চ্যাম্পিয়ন......চাপাবাজি । আপনেরে +++++
০১ লা জুন, ২০১০ রাত ৮:৪২
ক্লিয়ার কাট বলেছেন: ধইন্যা পাতা
৩৩| ০১ লা জুন, ২০১০ সন্ধ্যা ৬:১৮
স্পেলবাইন্ডার বলেছেন: ক্যাচাল আমার ভাল লাগে....ওওওও
০১ লা জুন, ২০১০ রাত ৮:৪২
ক্লিয়ার কাট বলেছেন: আমারও
৩৪| ০১ লা জুন, ২০১০ সন্ধ্যা ৬:২২
রাজিয়েল বলেছেন: আসলেই আর্জেন্টিনা আর হের সাপোর্টাররা চাপাবাজীতে চাম্পিয়ন। +++++++++++++++++++
০১ লা জুন, ২০১০ রাত ৮:৪২
ক্লিয়ার কাট বলেছেন: একমত
৩৫| ০১ লা জুন, ২০১০ সন্ধ্যা ৬:২৬
জিকসেস বলেছেন: ভাই সবাই একটু থান্ডা হন। আমার খলিল সিরিজ আর্জেন্টিনা ব্রাজিল লইয়া দিসি এইবার এইটা পড়েন। তবে ঐখান একেউ মারামারি শুরু করবেন-না। ব্রাজিল আর্জেন্টিনা মারামারিতে এইবার আমি ক্ষান্ত দিতে চাই।
Click This Link
০১ লা জুন, ২০১০ রাত ৮:৪৩
ক্লিয়ার কাট বলেছেন: আসতেছি আপনার ওখানে লাগামো ঝগড়া
৩৬| ০২ রা জুন, ২০১০ রাত ২:৪২
বিপ্লবী স্বপ্ন বলেছেন: I always knew and believed that a game is a way to build up brotherhood among nations...
Dont know why the Brazil supporters tries to make the Argentine supporters angry all the time and vice versa. But this time i see the Brazil supporters a bit ahead in this...
০২ রা জুন, ২০১০ রাত ৯:৪৩
ক্লিয়ার কাট বলেছেন: এগিয়ে থাকার মত কারন আছে বলেই এগিয়ে। আর নাহয়ত চুপচাপ থাকতাম
৩৭| ০২ রা জুন, ২০১০ বিকাল ৫:৪২
সা-কি-ব বলেছেন: এত খুচাখুচি না করলে হয় না?????
আর্জেন্টিনা জিন্দাবাদ, আর্জেন্টিনা জিন্দাবাদ, আর্জেন্টিনা জিন্দাবাদ, আর্জেন্টিনা জিন্দাবাদ, আর্জেন্টিনা জিন্দাবাদ, আর্জেন্টিনা জিন্দাবাদ, আর্জেন্টিনা জিন্দাবাদ, আর্জেন্টিনা জিন্দাবাদ, আর্জেন্টিনা জিন্দাবাদ, আর্জেন্টিনা জিন্দাবাদ, আর্জেন্টিনা জিন্দাবাদ, আর্জেন্টিনা জিন্দাবাদ, আর্জেন্টিনা জিন্দাবাদ, আর্জেন্টিনা জিন্দাবাদ, আর্জেন্টিনা জিন্দাবাদ.............................................................................
০২ রা জুন, ২০১০ রাত ৯:৪৬
ক্লিয়ার কাট বলেছেন: আপনারা যাতে অতিরিক্ত আত্নবিশ্বাষে না ভোগেন তাই কিছু কথা বলা হল।
৩৮| ০৩ রা জুন, ২০১০ দুপুর ১২:৩৫
হাম্বা বলেছেন: হাম্বা হাম্বা
০৩ রা জুন, ২০১০ বিকাল ৫:৪১
ক্লিয়ার কাট বলেছেন: কোন টিম
৩৯| ০৫ ই জুন, ২০১০ দুপুর ২:৫৬
সীমান্তে অসীম বলেছেন: হাম্বা মনে হয় ইটালীর সার্পোটার।
৪০| ১২ ই জুন, ২০১০ দুপুর ১২:৩৩
রাজসোহান বলেছেন: ঠিকাচে , মাইনাস
১২ ই জুন, ২০১০ দুপুর ১২:৪৫
ক্লিয়ার কাট বলেছেন: চামচামি করে বিশ্বকাপ জিতা যায় না।
৪১| ১২ ই জুন, ২০১০ দুপুর ১২:৪৫
স্বাধীন জামিল বলেছেন: চাপাবাজি কইরা এই বার ও কাপ জিতব রে............
১২ ই জুন, ২০১০ দুপুর ১২:৪৬
ক্লিয়ার কাট বলেছেন: চাপাবাজিই তাদের সম্বল
৪২| ১২ ই জুন, ২০১০ দুপুর ১২:৪৬
স্বাধীন জামিল বলেছেন: +++++++++++++++++
৪৩| ১২ ই জুন, ২০১০ দুপুর ১২:৪৭
জনাব অরুপ বলেছেন: প্রিয় ব্রাজিলের দালাল,
আশা করি পিনিকে আছেন। দয়া করে কি বলবেন ব্রাজিল কতো দিছে আপ্নারে...................................................? আর চোরের বড় গলা থাকাটা কিন্তু স্বভাবিক........................ব্যপার নয়.................................।।
ইতি,
জনাব অরুপ
১২ ই জুন, ২০১০ দুপুর ১২:৫৮
ক্লিয়ার কাট বলেছেন: অরুপ বাবু চুরি করে ফিফার ওয়েবসাইট এ তথ্য বদলানো হয়েছে। এবার শান্তি পাইছেন?
প্রতি পোস্টের জন্য ২০০০ ডলার করে পায়। আপনার লাগলে আওয়াজ দেন
৪৪| ১২ ই জুন, ২০১০ দুপুর ১২:৪৮
রাজসোহান বলেছেন: আপনে কিন্তু মেজাজ খারাপ কইরা দিতাসেন ! পুস্ট ভাল্লাগে নাই উল্লেখ কইরা মাইনাস দিসি , কেউ যদি ব্রাজিল নিয়াও এই টাইপ পুস্ট দিত তাইলেও মাইনাস দিতাম ।
আপনে পুস্টেই ভালো কইরা বলসেন চামচামি কে করসে ।
১২ ই জুন, ২০১০ দুপুর ১:০১
ক্লিয়ার কাট বলেছেন: এই টাইপ কি,কথাগুলো কি আমি বানিয়েছি?
যা ইতিহাস তাই বলা হয়েছে
৪৫| ১২ ই জুন, ২০১০ দুপুর ১:০১
আসকওয়ানমি বলেছেন: ভাইজানেরা,শুনছি ভোররাতে দেখা স্বপ্ন নাকি সত্যি হয়। এখন কি করা, বলেনতো?
আর্জেন্টাইনরাতো নাইজেরিয়ানগো কাছে হারছে ২-১ গোলে। কি আর করা, আর্জেন্টাইরা মন খারাপ কইরেন না।
১২ ই জুন, ২০১০ দুপুর ১:০৩
ক্লিয়ার কাট বলেছেন: আজকে হারবে আর্জেন্টিনা।তারপর আমরা পার্টি দিব
৪৬| ১২ ই জুন, ২০১০ দুপুর ১:১২
যে শহর চোরাবালি বলেছেন: পেরুর গোলকিপারকে আর্জেনটিনায় জন্ম দেবার অপরাধে ঐ গোলকিপারের মা বাপ রে ফাসি দেওয়া হৌক।
৯৪ থেকে বারা ঝিলের ফিকচার কেমনে সাজানো হৈসে ইটা তোমারমত বুদ্ধি প্রতিবন্ধীও জানে।
১২ ই জুন, ২০১০ বিকাল ৪:০১
ক্লিয়ার কাট বলেছেন: কেমনে সাজানো হয়েছিল কও শুনি
৪৭| ১২ ই জুন, ২০১০ দুপুর ১:৪২
যে শহর চোরাবালি বলেছেন: সব কিছুতে সন্দেহ করা ১টি স্ত্রী জাতীয় কিংবা বারা জিলীয় বংশ ভুত রোগ।
রোগ নিরাময় করবার জন্য উচ্চ পর্যয়ের মেডিকেল বোর্ড গঠনের দাবী জানাই।
১২ ই জুন, ২০১০ বিকাল ৪:০৩
ক্লিয়ার কাট বলেছেন: সবকিছুতেই চাপাবাজি করা গলাবাজি করা একটি ভেড়াডোনা উপসর্গ। রোগনিরাময়ের জন্য অচিরেই হু এর পক্ষ থেকে মেডিকেল টিম গঠন করা হচ্ছে
৪৮| ১২ ই জুন, ২০১০ দুপুর ২:০৪
স্বপ্নময় কুয়াশা বলেছেন: এককেরে হাচা কথা কইচেন বস :ডি
১২ ই জুন, ২০১০ বিকাল ৪:০৭
ক্লিয়ার কাট বলেছেন:
৪৯| ১৭ ই জুন, ২০১০ দুপুর ১:০৬
একজন সৎ মানুষের খোঁজে...... বলেছেন: যত কলঙ্কই থাক না কেন চাঁদ যেমন চাঁদ, তেমনি যত দোষ থাকুক না কেন আর্জেন্টিনা আর্জেন্টিনাই।।।।।।
আর আবাইল্লা পোস্টে কইষ্যা মাইনাস।।।।।।।।।।।
আমি খেয়াল করছি বালজিলের সাপোর্টাররা পায়ে পারা দিয়ে ঝামেলা বাধাতে আসে, আর্জেন্টিনার সাপোর্টাররা প্লিজ সাবধান থাকবেন।।।।।।
আর কোনো কথা নেই, এবার যা বলার মাঠে খেলার মাধ্যমে বলা হবে।।।।।।।।।।।।।
আর্জেন্টিনা জিন্দাবাদ, আর্জেন্টিনা জিন্দাবাদ, আর্জেন্টিনা জিন্দাবাদ, আর্জেন্টিনা জিন্দাবাদ, আর্জেন্টিনা জিন্দাবাদ, আর্জেন্টিনা জিন্দাবাদ, আর্জেন্টিনা জিন্দাবাদ, আর্জেন্টিনা জিন্দাবাদ, আর্জেন্টিনা জিন্দাবাদ, আর্জেন্টিনা জিন্দাবাদ, আর্জেন্টিনা জিন্দাবাদ, আর্জেন্টিনা জিন্দাবাদ, আর্জেন্টিনা জিন্দাবাদ, আর্জেন্টিনা জিন্দাবাদ, আর্জেন্টিনা জিন্দাবাদ.............................................................................
১৭ ই জুন, ২০১০ দুপুর ১:১৭
ক্লিয়ার কাট বলেছেন: আর্জেন্টিনা পইচ্যা যাক
৫০| ১৭ ই জুন, ২০১০ দুপুর ১:১১
সাজিদ বলেছেন: এইবারও চোট্টামি শুরু করসে এরা। ম্যারাডোনা সারা খেলা জুড়ে পিংপং বলের মত লাফালাফি করে রেফারীর উপর চাপ সৃষ্টি করতে চাচ্ছে।
১৭ ই জুন, ২০১০ দুপুর ১:১৮
ক্লিয়ার কাট বলেছেন: গতকাল ভেড়া বলছে মেসিরে ফাউল করলে হলুদ কার্ড এবং আরেকবার করলে লালকার্ড দিতে হবে। এটা বলে নাই কেন আমরা যতই চুরি করি সব জায়েজ করে দিতে হবে
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১০ বিকাল ৩:৩২
লালসালু বলেছেন: পুত্তুম মাইনাস