নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রিপন ইমরান

রিপন ইমরান › বিস্তারিত পোস্টঃ

সব ফিলিস্তিনিকে একযোগে হত্যা করা হোক

১৮ ই জুলাই, ২০১৪ রাত ৯:৫৭

এই তো আজ সকালেই ওরা খেলছিলো...সাদা পায়রাগুলোেকে ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিলো শস্যদানা...হঠাৎ কিছ‍ু বুঝে ওঠ‍ার ঘড়ঘড়ে শব্দ তুলে একটি যন্ত্রদানব এসে পিষে দিয়ে গেলো ওদের ৩ জনকে...সাদা পায়রাগুলো বোবা চোখে তাকিয়ে দেখলো একটু আগের মানুষের বাচ্চাগুলোর জায়গায় পড়ে রয়েছে একদলা লাল থকথকে মাংসপিণ্ড...ফিলিস্তিনের গাজায় ইসরাইলি সৈণ্যদের স্থল আগ্রাসনের প্রথম দিনেই ট্যাঙ্কের চাকায় পিষ্ট হয়েছে তিন ফিলিস্তিনি শিশু...জানা যায় ট্যাঙ্কের চাকায় পিষ্ট হওয়ার কিছুক্ষন আগে ওরা কবুতরকে খাওয়াচ্ছিলো...

এখন তো সব মুসলিম দেশেই নিয়ম করে সাইরনে বাজানো হয়...পার্থক্য শুধু, একদল আমরা সাইরেনের শব্দ কোনে গেলেই ঠাণ্ডা শরবতের গ্লাসে চুমুক দিয়ে বলি আল্লাহ মেহেরবান...আরেকদল সাইরেনের শব্দে খাঁচায় আটকে পড়া ইঁদুরের মতো লুকোনোর জায়গা খুঁজে...ঠিকঠাক লুকোনোর জায়গা পেলে ওরাও একই কন্ঠে বলে আল্লাহ মেহেরেবান...

ইসরাইলি নারী সংসদ সদস্য আইলেত শাকেদকে ধন্যবাদ...তিনি ইসরাইলিদের মনের গহীনে লুকানো সত্যি কথাটা বলে দিয়েছেন...‘সব ফিলিস্তিনি মা-দের হত্যা করা হবে’...আমি তো বলি শুধু ফিলিস্তিনি মা কেনো, বাবাদেরও হত্যা করতে হবে...সঙ্গে ছানাপোনারা তো মরবেই...সব ফিলিস্তিনিদের এক সঙ্গে হত্যা করলেই তো ল্যাঠা চুকে যায়...প্রতিদিন লোক দেখানো কোন অজুহাত না দেখিয়ে একদিনেই সব শেষ করে দেয়া হোক...অ‍ামরা কয়েকদিন ফেবুতে উহ-আহ করি...অারব লীগের পক্ষ থেকে একটি শোক বিবৃতি প্রকাশ করা হোক...আর শান্তিতে নোবেল বিজয়ী মার্কিন ডিগ্রিধারীরা গদি অাঁটা চেয়ারে পা তুলে বেশ দুঃখ ভারাক্রান্ত চেহারা নিয়ে বলে উঠুক, ‘বিষয়টি নিঃসন্দেহে দুঃখজনক তবে এটা অত্যাবশ্যকীয় ছিলো...কারণ..ব্যা..ব্যা...ব্যা...

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ১১:৫৬

দাকুড়াল বলেছেন: ।যেন কারোর কিছু করার নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.