|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
কদিন ধরেই আমি একটা লাল লুঙ্গি খুঁজছিলাম...তেমন বিশেষ কোন কারণে না...পহেলা বৈশাখের পরদিন স্কুল বন্ধুদের একটা পুনর্মিলনী আছে...অনুষ্ঠানে ড্রেসকোড লাল...তাই ভাবছিলাম একটা লাল লুঙ্গি পরে গিয়ে সবাইকে চমকে দেই...
গতকাল বিকেল নাগাদ লাল লুঙ্গির সন্ধান পেলাম...অনলাইনেই দেখলাম...লাল লুঙ্গিটা যার পরনে তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী...মানুষটা উপুড় হয়ে পড়ে রয়েছে...পরনের লুঙ্গিটা হয়তো কিছুক্ষন আগেও সাদা, কালো, ময়না, টিয়া বা অন্যকোন রঙের ছিলো...তবে এখন রক্তেভেজা লাল...একবারে টকটকে লাল...যেমনটা আমি খুঁজছিলাম...
পরনের সাদাশার্টেও রক্তের ছিটাফোঁটা লেগেছে...তবে ওটা আমার না হলেও চলবে...এস আলম গ্রুপের বিদ্যুৎকেন্দ্রবিরোধী আন্দোলনে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিতে যে চারজন নিহত হয়েছেন মানুষটি তাদের একজন...
আমি মানুষটার মৃত্যুর প্রতিবাদ বা বিচার দাবি করছি না...আজ হোক কাল হোক ওদের তো এমনিতেও মরতে হতো...তাছাড়া ওর ক্ষেতবাড়ি যখন উন্নয়নের জোয়ারে ভাসিয়ে নেয়ার পাকা বন্দোবস্ত হয়েছেই তখন ওর বেঁচে থেকেইবা কি লাভ!!! আর দেশদশের উন্নয়নে এরকম দুই-চারজন ফালতুদের মৃত্যুতে কিই বা আসে যায়...কে না জানে ত্যাগেই শান্তি...
তাই আমি শুধু বলতে চাই ওর পরণের কাপড়টা আমাকে দিয়ে দেয়া হোক...ওই লাল কাপড়টা আমার প্রাণের উৎসবকে আনন্দঘন করার জন্য ভীষণ প্রয়োজন...মৃতদের তো আর লজ্জা বলে কোন বিষয় থাকে না...সব লজ্জাতো আমাদের মতো নির্লজ্জ জীবিতদের... 
 ৪ টি
    	৪ টি    	 +২/-০
    	+২/-০২|  ০৫ ই এপ্রিল, ২০১৬  সন্ধ্যা  ৭:৫৯
০৫ ই এপ্রিল, ২০১৬  সন্ধ্যা  ৭:৫৯
চাঁদগাজী বলেছেন: 
আলমেরা মনোপলি ব্যবসা করে দেশের সম্পদ কুক্ষিগত করেছে, সরকারকেও কিনে ফেলেছে; মানুষ পরাজিত হয়েছে।
বন্ধুদের সাথে মিলিত হওয়ার জন্য বউয়ের লাল শাড়ী কেটে পড়ে গেলে চলবে।
  ০৫ ই এপ্রিল, ২০১৬  রাত ৮:০৮
০৫ ই এপ্রিল, ২০১৬  রাত ৮:০৮
রিপন ইমরান বলেছেন: বউয়ের লাল শাড়ি নাই...কবি সেখানেই নীরব...
৩|  ০৫ ই এপ্রিল, ২০১৬  রাত ১০:০৮
০৫ ই এপ্রিল, ২০১৬  রাত ১০:০৮
বিজন রয় বলেছেন: ভেরি স্যাড!!
©somewhere in net ltd.
১| ০৫ ই এপ্রিল, ২০১৬  সন্ধ্যা  ৬:০২
০৫ ই এপ্রিল, ২০১৬  সন্ধ্যা  ৬:০২
মহেড়া বলেছেন: বিবেকের গালে কষে একটা থাপ্পড় দিলেন ।