নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকর্ষি সপ্তর্ষি ওম
সপ্তর্ষি আমার সন্ধ্যাকাশে, তুমি
জ্বলজ্বলে শুকতারা সারা রাত্রির
প্রভাত রাঙানো অরুনোদয় তুমি
তোমার বুকেই, আমি মুসাফির।
নিয়ত আমার পথ চলা, তোমার ঐ বন্দরে,
তবে কেন দূরে, ডাক ডেকেছিতো সে-ই কবে।
আরো কাছে এসো, কাছে খুব কাছে,
নিঃশ্বাস যখন আলিঙ্গনে - অপর নিঃশ্বাসের।
আমি হুমে যেন দিতে পারি উম্-ম্,
আমি পাই যেন সেই ওম।।
ছবি: নেট থেকে।
০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৩
আরাফআহনাফ বলেছেন: মোস্তফা সোহেল - আপনার মন্তব্য আমার অনুপ্রেরনা।
পাঠে ও সাথে থাকার জন্য ধন্যবাদ।
শুভ কামনা রইলো।
২| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৬
রাজসোহান বলেছেন: আমি হুমে যেন দিতে পারি উম্-ম্,
আমি পাই যেন সেই ওম।
প্লাস!
০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৭
আরাফআহনাফ বলেছেন: রাজসোহান - আপনার ভালো লাগা লাইনগুলোই কিন্তু "আকর্ষি সপ্তর্ষি ওম"!
সচেতন পাঠে ধন্যবাদ জানবেন।
অজস্র শুভ কামনা রইলো।
৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৪
মুসাফির নামা বলেছেন: ভাল লাগা রইল।
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৪
আরাফআহনাফ বলেছেন: মুসাফির নামা - আপনার ভালো লাগা সাদরে গৃহিত হলো।
ভালোে থাকুন।
৪| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২৪
ফরিদ আহমাদ বলেছেন: প্রথমাংশে ভালোলাগা
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৬
আরাফআহনাফ বলেছেন: ফরিদ আহমাদ- আপনার ভালো লেগেছে জেনে ধন্য হলাম।
একরাশ ধন্যবাদ জানবেন।
৫| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫১
মিজানুর রহমান মিরান বলেছেন: ভালো লাগা....
০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:২৩
আরাফআহনাফ বলেছেন: অজস্র ধন্যবাদ মিরান, আপনাকে।
ভালো লাগা মানেই সৃষ্টি স্বার্থক।
অনেক ভালো থাকুন।
৬| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৪
কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দ কবিতা । ভাল লেগেছে।
০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৪৪
আরাফআহনাফ বলেছেন: কথাকথিকেথিকথন - আপনার ভালো লেগেছে জেনে নিজেকে গর্বিত মনে হচ্ছে।
কবিতারা সবসময় সুন্দর হয়(আমার মত), আর আপনার মতো পাঠক যখন বলে "সুন্দর" তখন আর কিছুই লাগেনা - মনে হয়, সৃষ্টি তবে সার্থক।
ভালো থাকবেন নিযুত - শুভ কামনা নিত্য।
৭| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৩
প্রথমকথা বলেছেন: খুব সুন্দর লিখেছেন।পড়ে মুগ্ধ।
০৮ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:৫২
আরাফআহনাফ বলেছেন: দেরীতে হলেও শুভেচ্ছা জানবেন।
পাঠক মন্তব্য প্রাণ দেয় লেখায়, অনুপ্রেরণা যোগায় পরবর্তীর।
ভালো থাকুন সবসময়।
©somewhere in net ltd.
১| ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৩
মোস্তফা সোহেল বলেছেন: ভাল লেগেছে