নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনু-১
ঠোকাঠোকি দুটি চঞ্চলো প্রাণ
নৈঃশব্দের প্রতিরূপে যেন,
শুধু অব্যয়েরা পড়ে থাকে
অবেলায় শিৎকারসম।
অনু-২
হোক না শুরু এভাবে
কত আর রাখবে দূরে
কত আর চোখ আড়ালে
কত আর দূর প্রভাতে।
ছবিঃ নেট
০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
আরাফআহনাফ বলেছেন: মন্তব্যে ধন্যবাদ জানবেন কালনী নদী।
চমৎকার বলেছেন।
শুভ কামনা জানবেন।
২| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৯
যাযাবর জিয়া বলেছেন: প্রথম অনুটি বেশ পরিপক্ক। তবে "সম" শব্দটি কল্লোল যুগকে মনে করিয়ে দেয়।
০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৩
আরাফআহনাফ বলেছেন: যাযাবর জিয়া - অশেষ ধন্যবাদ আপনার মতামতের জন্য।
ভালো থাকবেন - শুভ কামনা রইলো।
৩| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৯
মিজানুর রহমান মিরান বলেছেন: ছবিটা সুন্দর সাথে অণুকাব্যও..
০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫২
আরাফআহনাফ বলেছেন: অশেষ ধন্যবাদ মিজানুর রহমান মিরান।
ছবি নেট থেকে আর কথামালা অন্তরের।
ভালো থাকুন নিরন্তর।
৪| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২৭
ফরিদ আহমাদ বলেছেন: দ্বিতীয় অনুটাই বেশি ভালো লেগেছে
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৫৩
আরাফআহনাফ বলেছেন: ফরিদ আহমাদ - অজস্র ভালোবাসা রইলো আপনার মতামতে - আপনার জন্য।
সমতা আসলো দুই অনুতে।
ভালো থাকবেন।
শুভ রাত্তির।
৫| ০৮ ই এপ্রিল, ২০১৬ ভোর ৫:০৪
ফরিদ আহমাদ বলেছেন: সমতা আসলো দুই অনুতে।
০৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৪৫
আরাফআহনাফ বলেছেন: আবারো ধন্যবাদ।
অশেষ শুভ কামনা রইলো।
৬| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪০
খায়রুল আহসান বলেছেন: দুটো অনুই ভালো লাগলো। ছবিটাও খুব সুন্দর।
১৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৯
আরাফআহনাফ বলেছেন: আন্তরিক ধন্যবাদ জানবেন।
আপনার চোখ এড়ায়নি দুটি অনুকাব্য, এতেই আমি ধন্য।
আপনার মন্তব্য আমার বাড়তি পাওনা।
ভালো থাকবেন যথাসম্ভব সর্বোচ্চ।
৭| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৫
কালনী নদী বলেছেন: আবারও পড়ে গেলাম। অনুকে!
১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৫
আরাফআহনাফ বলেছেন: ভালোবাসায় আবারো সিক্ত হলাম।
পাশে পাবো সবসময় - এ প্রত্যাশা।
ভালো থাকুন অনেক অনেক - কবিতাদের নিয়ে।
৮| ১৮ ই অক্টোবর, ২০১৭ সকাল ১০:৫৯
মোঃ মাইদুল সরকার বলেছেন: ছবি ও অনু
অনু ও ছবি
বেশ হয়েছে
কবি।
১৮ ই অক্টোবর, ২০১৭ বিকাল ৪:১৩
আরাফআহনাফ বলেছেন: ধন্যবাদ জানবেন মোঃ মাইদুল সরকার।
ছন্দেআনন্দে দোলে মন
কবি, মন্তব্য এ কেমন?
অনেক সুন্দর মন্তব্যে অনুপ্রানিত করে গেলেন - আশা করি পাশে পাবো সবসময়, এমন করে।
আমার বাকী লেখাগুলোও যেন আপনার মন্তব্য থেকে বাদ না যায়।
ভালো থাকুন সর্বদা।
©somewhere in net ltd.
১| ০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৫
কালনী নদী বলেছেন: অনু মানেই ভালবাসা!