নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রামন

রামন › বিস্তারিত পোস্টঃ

আজ আমাদের প্রিয় ব্লগার জুনের জন্মদিন

১২ ই জুন, ২০১৩ রাত ৩:১৮





আজ ১২ জুন। দিনের পর রাত আর রাতের পর দিন শেষে বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে এলো সেই প্রতিক্ষিত ১২ জুন। হ্যাঁ , আজ সামহোয়্যারের জনপ্রিয় ব্লগার মাহজাবিন জুনের জন্মদিন।







শুভ জন্মদিন জুন এবং ম্যানী ম্যানী হ্যাপী রিটার্নস অফ দ্যা ডে।









আমি সামুর সকল সন্মানিত ব্লগারদের জুন আপার পক্ষ থেকে কেক পার্টিতে আমন্ত্রণ জানাচ্ছি। আসেন সবাই মিলে ভাগাভাগি করে কেক-কুক খাই।

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৩ ভোর ৪:০৭

রাজীব বলেছেন: জুন মাসে জন্ম তাই নাম দিয়েছে জুন!!

শুভ জন্মদিন জুন।

২| ১২ ই জুন, ২০১৩ ভোর ৬:০৪

মাসুম আহমদ ১৪ বলেছেন: শুভ জন্মদিন জুন আপু

৩| ১২ ই জুন, ২০১৩ ভোর ৬:৩১

রোজেল০০৭ বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা রইল।

৪| ১২ ই জুন, ২০১৩ ভোর ৬:৪৬

কান্টি টুটুল বলেছেন:

শুভ জন্মদিন

৫| ১২ ই জুন, ২০১৩ সকাল ৮:০৪

প্রতিবাদীকন্ঠ০০৭ বলেছেন: একজন আরেকজন কে বার্থডে উইশ করলেই হবে খালি ? সমস্ত ব্লগার দের দাওয়াত দিতে হবে । :)

৬| ১২ ই জুন, ২০১৩ সকাল ৮:১৩

বাংলাদেশী দালাল বলেছেন:

শুব জন্মদিন তাজবীন এবং জুন।

৭| ১২ ই জুন, ২০১৩ সকাল ৮:৩৩

এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: জুন আপুকে জন্মদিনের শুভেচ্ছা।

৮| ১২ ই জুন, ২০১৩ সকাল ৯:০৮

আরমিন বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা রইলো দুজনের জন্যই। :)

৯| ১২ ই জুন, ২০১৩ সকাল ৯:১৪

ঢাকাবাসী বলেছেন: জুনকে শুভ জন্মদিন।

১০| ১২ ই জুন, ২০১৩ সকাল ৯:১৭

লেখোয়াড় বলেছেন:
জুনাপুর নামকরণ সার্থক।
শুভ জন্মদিন। উনার দীর্ঘায়ু কামনা করি।

১১| ১২ ই জুন, ২০১৩ সকাল ৯:২৭

এসএমফারুক৮৮ বলেছেন: শুভ জন্মদিন জুন আপু

১২| ১২ ই জুন, ২০১৩ দুপুর ২:০৩

সোহাগ সকাল বলেছেন: আপনাকে আর জুনাপুকে এক বস্তা জন্মদিনের শুভেচ্ছা! :)

১৩| ১২ ই জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১১

জুন বলেছেন: হায় আল্লাহ এবার ও আপনি আমার জন্মদিন নিয়ে পোষ্ট দিয়েছেন রামন!! সত্যি অনেক ধন্যবাদ আর শুভকামনা জানিয়ে গেলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন অনেক অনেক এটাই এখন আমাদের সবচেয়ে বড় চাওয়া ।
আর যারা এখানে আমাকে শুভেচ্ছা জানিয়েছেন তাদেরকেও অজস্র ধন্যবাদ :)
লিঙ্ক টা দেখার অনুরোধ রইলো রামন
Click This Link

১৩ ই জুন, ২০১৩ রাত ৩:১৯

রামন বলেছেন:
জুন, আপনি যে কাউন্টার পোস্ট দিবেন সেটা ভাবতেও পারিনি। এত সুন্দর উপস্থাপনা ও মনোরম ছবির সমন্বয়ে পোস্টটি দিয়ে আমাকে ঋণী করে গেলেন, জুন। শুভেচ্ছা নিরন্তর।

১৪| ১২ ই জুন, ২০১৩ রাত ১০:৫৩

মুরশীদ বলেছেন: Happy Birthday June !:#P
Thank u Ramon

১৫| ১২ ই জুন, ২০১৩ রাত ১১:১৪

তন্দ্রা বিলাস বলেছেন: আপনাদের দুজনকেই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা।

শুভ জন্মদিন।

১৬| ১৩ ই জুন, ২০১৩ রাত ৩:০২

রামন বলেছেন:
সম্মানিত ব্লগারগন যারা এই পোস্টে প্রিয় ব্লগার জুনের জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন এবং আনন্দ ভাগাভাগি করেছেন তাদের সবার প্রতি রইল আমার প্রানঢালা অভিনন্দন এবং কৃতজ্ঞতা। আপনাদের সবার মঙ্গল কামনায়।

১৭| ১৩ ই জুন, ২০১৩ সকাল ৯:০৪

ঘাসফুল বলেছেন: কেক্কুক কি শ্যাষ?

হেপ্পি বার্থ ডে জুনাপ্পি... !:#P !:#P !:#P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.