![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বজ্রকন্ঠে গাইতে চাই সত্য শব্দমালা। হাতুড়ি দিয়ে ভাঙতে চাই মিথ্যার খুলিটা।
সময়, সত্যবাদিতায় শীর্ষে যার নাম..
নিরবয়ব নিরব কণ্ঠ যার,
হঠাৎ বলে কথা..!
বিধ্বস্ত কামনা পুড়ে যায়
নিভে যায় বিশ্বস্ত জলবিন্দু..
সময়ের শব্দ-ধ্বনি অশ্রুত..
কখোনো বিঁধে বুকে,
কখনো প্রস্ফুটন ঘটে ঠোটে,
সময়ের শব্দ-ধ্বনি
শুধু সেই জানে..
নোনা জল কলকল
অথবা শুষ্ক শ্বাসনালী,
দেয়ালটা হয়ে যায় পাহাড়,
শিশির ফোঁটা থেকে সিন্ধু..
ব্যাকুলতা হয়ে যায় ঘৃণার তীব্রতা
অনল হয় বারুদ বিস্ফোরক
রোষিত বক্ষ ধূম্র-অঙ্গার,
মনটা শুধু অতীত কাছে টানে..
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৩৮
কসমিক রোহান বলেছেন: অনেক ধন্যবাদ, মাহবুবুল আজাদ ভাই.
২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৪৮
বিজন রয় বলেছেন: এই কবিতার কর্তা কে ধরতে পারিনি।
মন কি?
তবে পড়তে পড়তে একটি নিরব ভাব এস গেল মনে।
+++
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪০
কসমিক রোহান বলেছেন: কে বলেছে ধরতে পারেন নাই?
অনেক দিন পেরিয়ে গেছে,
ঠাই নিয়েছে সে অন্য বুকে..
প্রতারক ছলনাময়ীর মনের ব্যাকুলতা ও
পরিণতি অনুভব করছে তার এক্স প্রেমিক..
ধন্যবাদ
৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:৫৬
শাহরিয়ার কবীর বলেছেন: সময়ের শব্দ-ধ্বনি অশ্রুত..
কখোনো বিঁধে বুকে,
কখনো প্রস্ফুটন ঘটে ঠোটে,
সময়ের শব্দ-ধ্বনি
শুধু সেই জানে..
কবিতায় ভাল লাগা রইল ।
শুভ কামনা কবি ।
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪১
কসমিক রোহান বলেছেন: ধন্যবাদ শাহরিয়ার কবির ভাইয়া.
কেমন আছেন আপনি?
৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৭
ভ্রমরের ডানা বলেছেন:
একটি ঘন স্রোত বয়ে যায়
দেহ জুড়ে টিক টিক টিক
আর আমি ক্রমশ নিজের অজান্তে
এক নিরুদ্দেশ পথেরদাবীতে এগিয়ে চলি ক্রমাগত
একটি লোমকূপ জানে না সে কে..
একটি কোষস্থ প্রকোষ্ঠ জানে না সে কে....
চক্রকবিতায় আচ্ছন্নভাব ঘোর চলে ক্লিনিক্যাল ডেথের আগে...
আমি তন্ময় হয়ে ভাবি সে কে?
আমি কবিতা পড়ে ভাবি সে কে?
২০ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৪৪
কসমিক রোহান বলেছেন: ধন্যবাদ চমৎকার কবিতার জন্য.
নতুন ভাবনা পেলাম!
৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১০:৩৮
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর লিখেছেন ++
শুভ কামনা রইলো।
৬| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১১:২৫
নাসরীন খান বলেছেন: ভাল লাগল
৭| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:০৪
এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: মনটা শুধু অতীত কাছে টানে...
মনের এই সমস্যাটা আমিও কাটাতে পারিনা।
কবিতায় ভালোলাগা।
৮| ২০ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৫১
শাহরিয়ার কবীর বলেছেন: আমি ভালো আছি !!
আপনি নিশ্চয় ভালো আছেন ।
©somewhere in net ltd.
১|
১৯ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ৯:১৯
মাহবুবুল আজাদ বলেছেন: সময়ের শব্দ-ধ্বনি অশ্রুত..
কখোনো বিঁধে বুকে,
কখনো প্রস্ফুটন ঘটে ঠোটে,
সময়ের শব্দ-ধ্বনি
শুধু সেই জানে..
অসাধারন