|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 কসমিক রোহান
কসমিক রোহান
	বজ্রকন্ঠে গাইতে চাই সত্য শব্দমালা। হাতুড়ি দিয়ে ভাঙতে চাই মিথ্যার খুলিটা।
আমি প্রায় ১০ বছর ধরে সামুতে সংযুক্ত।
অন্যায়ভাবে বিনা নোটিশে কোন কারণ ছাড়া আমার সর্বশেষ পোস্টটা কেন রিমুভ করা হল?
সামুর মডারেটররা অসাম্প্রদায়িক নয় এর আবারো প্রমাণ হচ্ছে।
ঘেন্নাবোধ হচ্ছে আমার।
আমার পোস্টে আমি শালিনতা, শিষ্টাচারের গন্ডি অতিক্রম করিনাই।
আক্রমণাত্মক ভাষা ছিলো না। আমার পোস্ট এর কমেন্টে আমাকে বিদ্বেষমূলক কমেন্ট করার পরেও আমি শিষ্টাচার বহির্ভূত কোন প্রতিউত্তর দেইনাই।
আমি যুক্তি-প্রমাণ দিয়ে প্রতি উত্তর করেছি। তারপরেও কেন আমার সাথে এই হঠকারিতা??
আমাকে যথাযোগ্য কারণ দর্শাতে হবে নতুবা আমার এই আইডি স্থায়ী ব্যান চাই, অনতিবিলম্বে।
আমি এখানে মুখোশ দেখতে পাচ্ছি, মুখোশের উন্মোচনও প্রকাশিত। 
 ১৮ টি
    	১৮ টি    	 +০/-০
    	+০/-০  ১৬ ই নভেম্বর, ২০২০  রাত ৩:২৬
১৬ ই নভেম্বর, ২০২০  রাত ৩:২৬
কসমিক রোহান বলেছেন: আমি বহিষ্কার / ব্যান চাই তাই আজকে যাচ্ছে তাই বলবো, তবে অবশ্যই তা হবে লজিক্যাল, বাস্তব।
আপনি এই সামুর ক্যান্সার। আপনি কারো ভালো চান না। মূর্খের মত ক্যাচাল বাধান। 
আপনার পোস্ট, কমেন্ট থেকে অজ্ঞতার প্রকাশ। আপনি ডার্কনেসে ডুবে আছেন এটা স্পষ্ট।
যেখানে আপনাদের মত ক্যান্সার, যারা ভালো কোন কথা বলে না, ভালোর পক্ষে না।
 ভিনদেশি এজেন্টদের মত চিরচেনা, ভেকদারী শয়তানপূজারীর মতো মানবতা বিবর্জিত চিন্তা চেতনা দিয়ে, শব্দ লেখনির মাধ্যমে চ্যাওস সৃষ্টি করে -তাদেরকে স্থান দেয়া হয়। আর প্রকৃত মানবতাবাদের কথা বললে, সত্য তুলে ধরলে পোস্ট গায়েব হয়, এমন কোন প্ল্যাটফর্মে থাকার রুচি আমি হারিয়েছি।
আমি অনতিবিলম্বে ব্যান চাই। আমার ১০ বছরের আইডি স্থায়ী ডিজ্যাবল করার জন্য আপনিও সহযোগিতা করুন, একাজে অন্তত আমি কৃতজ্ঞ থাকবো।
  ১৬ ই নভেম্বর, ২০২০  রাত ৩:৩৫
১৬ ই নভেম্বর, ২০২০  রাত ৩:৩৫
কসমিক রোহান বলেছেন: আর আপনি জাতির জন্য কোনটা ভালো আর কোনটা ভালো নয় এর মানদন্ড প্রকাশ করুন।
মূলত ইসলামের শ্বাশত বিষয়াবলি কে আপনাদের মত কিছু নাস্তিক সহ্য করতে পারে না, এটাই আপনাদের নীতি, পছন্দ নয় ডিলেট।
অথচ এদেশের প্রায় ৯০% সবচেয়ে বিজ্ঞ ব্যক্তিগণ আপনাদের এ্যাথিকসকে বাতিল বলে, এটা সুষ্পষ্ট মূর্খতা
জাতির জন্য যা ভালো তা জাতি সচেতনভাবে জানে, বুঝে। আপনি এদেশের অধিকাংশ বিজ্ঞ ব্যক্তিদের মতামতের জরিপ করুন, সত্য পেয়ে যাবেন।
আপনাদের মত ভিনদেশের নুনখেকোদের থেকে এই দেশের, এই জাতির ভালো মন্দ শেখা জরুরী নয়।
২|  ১৬ ই নভেম্বর, ২০২০  রাত ৩:২৮
১৬ ই নভেম্বর, ২০২০  রাত ৩:২৮
কসমিক রোহান বলেছেন: আমার পোস্ট এবং সকল কমেন্ট এর স্ক্রিনশট বিদ্যমান আমার কাছে। এখানে কোন মানদন্ডে আমার পোস্ট সরিয়ে ফেলা যায় আমি জানতে চাই।
কোন বিদ্বষী, একরোখা, সাম্প্রদায়িক গোষ্ঠি ছাড়া এমন কাজ কেউ করতে পারে বলে আমি বিশ্বাস করিনা।
৩|  ১৬ ই নভেম্বর, ২০২০  রাত ৩:৩৮
১৬ ই নভেম্বর, ২০২০  রাত ৩:৩৮
রাজীব নুর বলেছেন: আপনার কাছে সঠিক মনে হতে পারে। কিন্তু ব্লগ নীতিমালা ভাঙ্গা হয়েছে হয়তো।  
তবে আমি বলল, আপনি এত সিরিয়াস হবেন না। লেখালেখির জন্য তসলিমা নাসরিনকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে।
৪|  ১৬ ই নভেম্বর, ২০২০  রাত ৩:৫৪
১৬ ই নভেম্বর, ২০২০  রাত ৩:৫৪
চাঁদগাজী বলেছেন: 
আপনি আমার মন্তব্যের উত্তরে বলেছেন, "... অথচ এদেশের প্রায় ৯০% সবচেয়ে বিজ্ঞ ব্যক্তিগণ আপনাদের এ্যাথিকসকে বাতিল বলে, এটা সুষ্পষ্ট মূর্খতা জাতির জন্য যা ভালো তা জাতি সচেতনভাবে জানে, বুঝে।  "
-আপনি ৯০% বিজ্ঞদের কথা বলেছেন; আমি দেখছি, আপনি দেশের সব বিজ্ঞজনদের থেকে বড় বিজ্ঞজন।
৫|  ১৬ ই নভেম্বর, ২০২০  রাত ৩:৫৭
১৬ ই নভেম্বর, ২০২০  রাত ৩:৫৭
চাঁদগাজী বলেছেন: 
লেখক বলেছেন, " আমি বহিষ্কার / ব্যান চাই তাই আজকে যাচ্ছে তাই বলবো, তবে অবশ্যই তা হবে লজিক্যাল, বাস্তব। "
-ব্লগ থেকে বহিস্কার হতে চাওয়া স্বাভাবিক আচরণ নয় নিশ্চয়।
৬|  ১৬ ই নভেম্বর, ২০২০  সকাল ৭:২৮
১৬ ই নভেম্বর, ২০২০  সকাল ৭:২৮
মোহাম্মদ সাজ্জাদ  হোসেন বলেছেন: 
হেফাজত কখনোই ব্লগ ও ব্লগারদের ভালো চায়নি।
৭|  ১৬ ই নভেম্বর, ২০২০  সকাল ৭:৪৬
১৬ ই নভেম্বর, ২০২০  সকাল ৭:৪৬
মুজিব রহমান বলেছেন: হেফাজত যে পল্টনে আগুন দিয়ে কোরআন পুড়িয়ে দিল এবং প্রগতিশীল মানুষদের উপর রমনা পার্কে হামলা করলো তার বিষয়ে কি বলবেন? শিশু বলাৎকারের বিষয়ে আপনার অভিমত কি? মানবতা কি শুধু নিজেদের যা ইচ্ছা তাই করা। উগ্র-মৌলবাদী গোষ্ঠীর হাতে দেশে বহু জ্ঞানী-গুণি মানুষ প্রাণ হারিয়েছে, তার দায় হেফাজতেরও। তারা উগ্র ধর্মান্ধতা সৃষ্টি করে দেশকে অন্ধকার যুগে নিয়ে যেতে চাচ্ছে। তাদের ১৩ দফা অমানবিক ও ভয়ঙ্কর।
৮|  ১৬ ই নভেম্বর, ২০২০  সকাল ৯:৫৭
১৬ ই নভেম্বর, ২০২০  সকাল ৯:৫৭
নূর আলম হিরণ বলেছেন: আপনি বলছেন ৯০% বিজ্ঞ ব্যক্তি এসব এথিকস বাতিল করে দেয়, দেশে এত বিজ্ঞ মানুষ থাকতে দেশ এখনো এত পিছিয়ে কেনো? এত দুর্নীতি কেনো? বাবুনগরীর দিকে ৯০% জনগন তাকিয়ে থাকে এই পরিসংখ্যান কই পাইলেন? আপনার পোস্ট আপনি দুই তিনবার পড়লে আপনি নিজেই সরিয়ে ফেলতেন।
৯|  ১৬ ই নভেম্বর, ২০২০  সকাল ১১:২৬
১৬ ই নভেম্বর, ২০২০  সকাল ১১:২৬
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
কসমিক রোহান কোন সুনিদৃষ্ট কারনেই হয়তো আপনার পোস্ট
সরিয়ে ফেলা হয়েছে কিন্তু আপনাকে ব্যান বা জেনারেল করা হয়নি
যা অনেককে হজম করতে হয়েছে। রেগে গেলেনতো হেরে গেলেন
গুণী মানুষদে এই বানী্টি স্মরণ রাখুন। ধৈর্য ইসলামের সৌন্দর্য।
মানব চরিত্রের উৎকর্ষ সাধনই এর মূল লক্ষ্য। মানব চরিত্রের উত্তম গুণাবলির 
অন্যতম হলো ধৈর্য ও সহিষ্ণুতা। পবিত্র কোরআনে স্থানে স্থানে মহান আল্লাহ 
নিজেকে ধৈর্যশীল ও পরম সহিষ্ণু হিসেবে পরিচয় প্রদান করেছেন।
ধৈর্য সম্পর্কে কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেন, 
‘ইন্না ওয়াজাদনাহু ছাবিরা; নিমাল আবদু, ইন্নাহু আউওয়াব’। 
অর্থ: আমি তো তাকে পেলাম ধৈর্যশীল। কত উত্তম বান্দা সে! 
সে ছিল আমার অভিমুখী। (সূরা- সাদ, আয়াত: ৪৪)
যারা ধৈর্য-নিষ্ঠার সাথে চেষ্টা (সবর) করে, আল্লাহ 
অবশ্যই তাদের সাথে আছেন।
১০|  ১৬ ই নভেম্বর, ২০২০  সকাল ১১:৩৫
১৬ ই নভেম্বর, ২০২০  সকাল ১১:৩৫
নতুন নকিব বলেছেন: 
কসমিক রোহান,
পক্ষ বিপক্ষ না থাকলে ব্লগ জমে উঠতো না। মতভিন্নতা শুধু মতবিরোধেরই জন্ম দেয় না, এর ভেতরে লুকায়িত থাকে সৌন্দর্য্যেরও পরশ। সেই পরশ আছে বলেই তো আলো আঁধারের তফাৎ আমরা বুঝতে পারি। আমাদের উচিত উদারতা, সহনশীলতা, ক্ষমাসুলভ মনোভাব বজায় রাখাসহ কুরআন হাদিসে বর্ণিত মানব চরিত্রে সন্নিবেশ ঘটানো সম্ভব এমন উন্নত ও আদর্শ গুণাবলীকে নিজেদের ভেতরে ধারণ করতে সচেষ্ট হওয়া, যা সত্যিকারার্থে ইসলামের সৌন্দর্য্যকে তুলে ধরে।  
ইসলাম সহজ, সাবলীল এবং যৌক্তিক। সুন্দর সমাজ বিনির্মাণ, সহাবস্থান ও মতপ্রকাশের স্বাধীনতা ইসলামের অন্যতম সৌন্দর্য্য। সব স্বাধীনতায় রয়েছে সীমারেখা, দায়িত্ব পালনেও রয়েছে বিধিনিষেধ। মানুষ সামাজিক জীব। সমাজবদ্ধ জীবনযাপনে, কথায়, কাজে, আচরণে কখনো ভুলত্রুটি হলে, সংশোধন, উত্তরণের জন্য প্রয়োজন যথাযথ সমালোচনা ও হিতোপদেশ। এ ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো হিতাকাঙ্ক্ষী হওয়া। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, ‘কল্যাণ কামনাই ধর্ম।’ -মুসলিম: ২০৫
সঙ্গত কারণে বলতে হচ্ছে, আপনার বক্তব্য অনুসারে যদি ধরেও নিই, আপনার গতকালকের পোস্টটি রিমুভ করার ক্ষেত্রে যথাযথ নীতিমালা অনুসরণ করা হয়নি, তাতেও এটা এমন বড় কোনো বিষয় কি? একটি পোস্ট তো। যা ঘটেছে তা শুধুমাত্র একটি পোস্টকে ঘিরেই। এ কথার অর্থ এই নয় যে, আপনার লেখা গুরুত্বহীন। আপনার কোনো লেখাকেই আমি হাল্কাভাবে দেখি না। বরং কারও লেখাকেই গুরুত্বহীন ভাবি না। আপনার লেখার প্রতিটি শব্দ বর্ণই আপনার কাছে গুরুত্বপূর্ণ। আমাদের কাছেও তাই। এটা হওয়াটাই স্বাভাবিক। 
তবুও আমাদের ধারণা, আপনার সেই পোস্টে আপনার অজান্তে এমন কিছু অবশ্যই ছিল যা ব্লগ নীতিমালার সাথে সাংঘর্ষিক। অথবা, পোস্টটিতে মন্তব্য প্রতিমন্তব্যে এমন কোনো কথা উঠে এসেছে বা মাননীয় মডারেটর 'আসতে পারে' এমনটি উপলব্ধি করেছেন যা বিতর্ক সৃষ্টির উপাদান হয়ে উঠতে পারে বলে তাদের কাছে অনুমিত হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে পোস্টটি সরিয়ে দিয়ে তারা ব্লগ এবং আপনার কল্যানের বিষয়টিই হয়তো ভেবে থাকতে পারেন। এমতাবস্থায় কর্তৃপক্ষকে দোষারোপ করা আমরা যুক্তিযুক্ত মনে করি না। 
পরিশেষে বলতে চাই, সুখে দুঃখে সর্বাবস্থায় আমাদের বিনয় ও নম্রতার শিক্ষা অনুসরণ করে চলতে হবে। এটাই প্রিয় নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শিক্ষা। মনে রাখবেন, রাগ করে ব্লগ ছেড়ে যাওয়া কোনো কিছুর সমাধান হতে পারে না। আপনি নিশ্চয়ই অবগত আছেন, রাগের মাথায় সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে হাদিসেও নিষেধ করা হয়েছে। সুতরাং, ব্লগ ছেড়ে যাওয়ার ইচ্ছে পরিহার করে বরং স্বাভাবিক ধৈর্য্য বজায় রেখে এখানেই থেকে যান। মতামত প্রকাশে সামুর চেয়ে অধিক সুন্দর আর কোনো প্লাটফরম বাংলা ভাষাভাষী এই আমাদের জন্য আর নেই। অতএব, সামুকে ছেড়ে যাবেন কোথায়? যাওয়ার কথা বাদ দেন। স্বাভাবিক হওয়ার চেষ্টা করুন। এই পোস্ট মুছে ফেলুন। পারলে নতুন আরেকটি পোস্ট দিন। এই পোস্টটি যে রাগের মাথায় দিয়েছিলেন নতুন পোস্টে সে প্রসঙ্গটাও রাখুন।
এগুলো অনুরোধমাত্র। অন্যভাবে নিবেন না আশা করি। এবং আশা করি, অবশ্যই অনুরোধগুলো বিবেচনায় নিবেন। আপনার প্রতি আল্লাহ তাআ'লা রহম করুন। সম্মানিত মডারেটরকেও ধন্যবাদ জানাচ্ছি অত্যন্ত ধৈর্য্যের সাথে তাদের দায়িত্ব পালন করে যাওয়ায়। এই পোস্টে মডারেটরকে পক্ষপাতদোষে দায়ী করার পরেও তিনি কিন্তু আপনার আইডি কিংবা এই পোস্ট- কোনোটার প্রতিই কোনো পদক্ষেপ নেননি। রাগের মাথায় এমন পদক্ষেপ তার/ তাদের নেয়া শোভনীয়ও নয়। এগুলোই প্রমান করে মডারেটরকে কতটুকু ধৈর্য্যের পরিক্ষা প্রতিনিয়ত দিয়ে যেতে হয়। ছোটখাট কোনো কিছু ঘটে গেলে সাথে সাথেই তাদেরকে প্রতিপক্ষ মনে করে বসা কোনোক্রমেই কাম্য নয়।
অনেক অনেক ভালো থাকার দুআ।
১১|  ১৬ ই নভেম্বর, ২০২০  বিকাল ৩:২৬
১৬ ই নভেম্বর, ২০২০  বিকাল ৩:২৬
জিকোব্লগ বলেছেন: 
১০ বছরের ব্লগার হোক ২০ বছরের ব্লগার হোক, 
যাকে দিয়ে সামুর গায়ে হেফাজতের কলংক লাগবে,
তাকে বহিস্কার বা সুলাইমানি ব্যান-ই করা উচিত।
১২|  ১৬ ই নভেম্বর, ২০২০  বিকাল ৪:০২
১৬ ই নভেম্বর, ২০২০  বিকাল ৪:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: ব্লগ থেকে চলে যাওয়া কোনো সমাধান না। বরং সেটা আপনার পরাজয় বরণই সাব্যস্ত করে। ব্লগে থেকেই সাবলীল যুক্তির মাধ্যমে নিজের অবস্থান পরিষ্কার করুন।
তবে, এটা স্বীকার করি, কিছু উগ্র ইসলাম-বিদ্বেষী ব্লগার আছেন বলে। কোনো না কোনোভাবে ইসলাম এবং ইসলামের নবীকে নিয়ে ব্যাঙ্গ-বিদ্রূপ করবেনই তারা। এটাও এক ধরনের জঙ্গিত্ব। আপনাকে এই ইসলাম-বিদ্বেষী জঙ্গিদের সাথে লড়াই করে টিকে থাকতে হবে। যদি লড়াই করতে না পারেন, এ বিষয় নিয়ে তর্কে না যাওয়াই শ্রেয়।
সবার কাছে তার নিজের ধর্ম এবং নিজের যুক্তিটাই সেরা।
১৩|  ১৬ ই নভেম্বর, ২০২০  বিকাল ৫:২৫
১৬ ই নভেম্বর, ২০২০  বিকাল ৫:২৫
চাঁদগাজী বলেছেন: 
মোল্লা শফিক ব্লগারদের নাস্তিক ডাকার পর থেকে ১৭ জন ব্লগারকে হত্যা করা হয়েছে; এই ১৭ জন ব্লগার হত্যায় হেফাজতের লোকজন জড়িত আছে, মনে হয়।
১৪|  ১৬ ই নভেম্বর, ২০২০  বিকাল ৫:৩৫
১৬ ই নভেম্বর, ২০২০  বিকাল ৫:৩৫
তারেক ফাহিম বলেছেন: ব্লগ ছাড়লে কি সমাধা মিলবে?
ব্লগিং চালিয়ে যান, আপনার জন্য শুভকামনা। 
শুভ ব্লগিং। 
১৫|  ১৬ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:৩৫
১৬ ই নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:৩৫
রাজীব নুর বলেছেন: ভাইডি রাগ করবেন না। ব্লগে আসুন। লিখুন। 
দীর্ঘ ব্লগ জীবনে আমারও এরকম হয়েছে বহুবার। তবুও আমি টিকে আছি। ঝুলে আছি।
১৬|  ১৭ ই নভেম্বর, ২০২০  রাত ১২:৩৯
১৭ ই নভেম্বর, ২০২০  রাত ১২:৩৯
অধীতি বলেছেন: আমি নতুন এবং ছোট তার পরেও বলি এখানে চুলকানি ওয়ালা লোক আছে,তাদের পর্যায়টা এমন যে সামুকে সরকারি ভাবে পর্নসাইট বানাতে পারে। আমার মনে হয় ইসলাম নিয়ে কথা না বলাই ভালো এবং এই লোকগুলোকে এড়িয়ে চলা উচিত।এরা সর্বদা উল্টো বোঝে।
©somewhere in net ltd.
১| ১৬ ই নভেম্বর, ২০২০  রাত ৩:১৭
১৬ ই নভেম্বর, ২০২০  রাত ৩:১৭
চাঁদগাজী বলেছেন:
যেইসব ধরণের সামাজিক, রাজনৈতিক চিন্তাভাবনা জাতির জন্য ভালো নয়, সেই ধরণের কিছু আপনার লেখায় ও মন্তব্যে পরিলক্ষিত হয়ে থাকে।