![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বজ্রকন্ঠে গাইতে চাই সত্য শব্দমালা। হাতুড়ি দিয়ে ভাঙতে চাই মিথ্যার খুলিটা।
আসমানে আজ এত্তো আলো কেন জানো?
তোমার সুশোভিত হাসি দেখে..!
অজস্র ফুল ফুটেছে আজ বাগানে জানো?
তোমার প্রস্ফুটিত খুশি দেখে..!
আজ মৃদু সুবাসে বাতাস বইছে কেন জানো?
তোমার রেশমী চুল উড়াবে বলে..!
আজ প্রকৃতি এত্তো মায়াবী কেন জানো?
প্রকৃতি যে তোমায় ভালবেসে ফেলেছে ..!
তুমি লাজুক চোখে তাকিয়ে দেখ,
উদাস এই আমাকে ..!
কতটা চাই তোমায় কাছে!
আমি ভালবেসেছি তোমায়
তাই পৃথিবীর সব রঙ তোমায় ভালবাসে ..!
বৃষ্টির প্রতিটি কণা.., উড়ন্ত মৃদু ধুলো..,
ধুসর কুয়াশা..!
বনের পশুরাও তোমাকে ভালবাসে!!
তারা আজ আমার জন্য যে ভালবাসা
সে ভালবাসায় নখর বসাতে চায় ..!!
তুমি সযত্নে ভালোবাসা রেখো শুধুই আমার জন্য।
এ আমার বাড়তি চাওয়া নয়..!
আমার অন্তরের সবটুকু প্রেম যে শুধু তোমারই জন্য রাখা ..,
তারা অভিমান করতে পারে ..!
আমার ভালবাসার অভিমান বড় তীব্র!!
আমার নিকলুষ ভালবাসা তোমার স্নিগ্ধ ভালবাসা প্রত্যাশী।
তিলে তিলে গড়েছি অন্তরে সুবিশাল সম্রাজ্য প্রেমের,
গড়েছি অজস্র সুখের স্বপ্ন ..,
তোমায় নিয়ে থাকব চিরকাল...!
২| ১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ৯:৫৬
রাজীব নুর বলেছেন: সুন্দর।
৩| ২৬ শে জানুয়ারি, ২০২৪ রাত ২:১০
রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: কবিতা ভালো লেগেছে।
©somewhere in net ltd.
১|
১৪ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫০
বিজন রয় বলেছেন: আপনি কি একবছর পর পর শুধু জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে এস পোস্ট দিয়ে যাবেন?
এবারও আসলেন এক বছর পর!!
কেমন আছেন?
অনেক পুরানো ব্লগার আপনি।
নিয়মিত হতে থাকুন ব্লগে।
একবছর পর এসে দিয়েছেন একটা টগবগে প্রেমের কবিতা।
ঠিক আছে, যাহোক, পোস্ট করুন।
অনেক শুভকামনা রইল।