নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিউপিড মানে জানেন তো?

শুভ্র কিউপিড

মানুষের সব থেকে বড় পরিচয় সে মানুষ

শুভ্র কিউপিড › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষার প্রহসন

৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:২৬

কাঁদাতে আসিনি, অস্তিত্বটুকু জানাতে এসেছি
চেয়ে দেখ হাসির আড়ালে এক বুক দীর্ঘশ্বাস
দু’চোখে অপেক্ষার লম্বা খতিয়ান।
প্রহরে প্রহরে বেদনার ঘণ্টা জানান দিয়ে যায়
ভালবাসি ভালবাসি এবং ভালবাসি
এ কারণেই হতাশার ঠোঁটে প্রত্যাশার হাসি।

নৈকট্যের চাদর মুড়ি দিয়ে রাত ঘুমায়
গভীর থেকে নিঃসরিত সব অন্ধকার
অপ্রাপ্তির ব্যর্থতায় মলিন ফুলের পাপড়ি
নতুন ভোরের প্রথম আলোয় ঝলসে উঠবে বলে।

কাঁদবার আর কাঁদাবার অপেক্ষা একই সূত্রে বাঁধা
এখানেও গোপনে প্রতিষ্ঠিত হয়েছে অধিকার
নীরবে চুপিসারে নিজেকে করেছ সমর্পণ
কাঁদবার অপেক্ষা তারই আয়োজন!
অভিমানে প্রশ্রয় দিয়েছ স্বেচ্ছাচারিতা
ভুলে যেওনা জীবন নয় বিরহের কবিতা
যেমন খুশি তেমন সাজাবে, আর দু’কূল ভাসাবে।
আনন্দাশ্রু আর বেদনার অশ্রু দুটিই নোনা
সবখানেই প্রশান্তির আনাগোনা ।

দু’জনের শপথ হয় যদি একমাত্র পথ
সেই চোরাবালিতে প্রতিদিন মরতে চাই!
প্রথম দেখার দিনে ফিরে যেতে চাই
বেদনার নদীতে দিতে চাই ডুবসাঁতার!
জানাতে চাই এখনও দু’জন দু’জনার!

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৪

এম.এ.জি তালুকদার বলেছেন: মাহবুবুল আলমের বিশাল স্টাইলের গন্ধ পেলাম,কিন্ত বিষয় এবং ভাব সমান তালে এগুতে পারলো না।

২| ৩০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১১:৫৭

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর লিখেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.