![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাঝে মাঝে মন চায় হারিয়ে যেতে আকাশের ঐ মিটিমিটি তারার মাঝে
মাঝে মাঝে মন চায় হারিয়ে যেতে প্রকৃতির মাঝে
মাঝে মাঝে মন চায় মন চায় হারাতে দূর অজানায়,
মাঝে মাঝে মন চায় হারাতে প্রিয় মানুষগুলোর মাঝে,
কিন্তু হায়
প্রকৃতির এ কি নির্মম পরিহাস !!!
কে বুঝে কাকে?
কেই বা বুঝে কারো মনের বেথা??
হয়তো কোন একদিন হঠাৎ করে যাবো হারিয়ে
নীরবে, নিশ্তব্দে
সেইদিন হয়তো কেউ আমার কথা মনে করে
কেউ কাদবে,
কেউ গেন্নার স্বরে হাসবে
হয়তো এটাই হবে আমার নিয়তি।
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১৩ সকাল ৮:৩১
মায়াবী ছায়া বলেছেন: ভালো লাগলো ।ভালো থাকুন ।।