নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৌরভ আহমেদ

সৌরভ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

অপেক্ষা

১৮ ই জুন, ২০১৩ সকাল ৭:২৯

অনেকটা সময় অপচয় করিলাম তোমাকে জানিতে,

তোমায় বুঝিতে,

চেয়েছিলাম কাটাতে বাকি জীবন তোমারি সাথে

ভালবাসতে গিয়ে পেলাম কি

অশ্রুজল এবং কষ্ট।

জীবনে আজ নেই হাসি,

চেষ্টা করি হাসার

হাসি ও

কিন্তু সে হাসির মাঝে নেই কোন সুখ

জানিনা আমি কখনো আর পারিব নাকি

মন খুলে হাসতে ?

আজ আর হাসতে ই করেনা

হারিয়ে ফেলেছি বেচে থাকার অনুপ্রেরনা

তবুও আজ আশা রাখি

জীবনের এই পথে কেউ এসে ধরিবে হাত

বাসিবে ভালো আমায়

দিবে ভুলিয়ে সকল কষ্ট

দিবে ভুলিয়ে সকল হতাশা, সকল পুরাতন জিনিস

করবে শুরু নতুন করে জীবন

যেমনটা প্রতিদিন সকালে সূর্য উঠার মধ্য দিয়ে

শুরু হয় এক নতুন দিন

আমি রইলাম সেই অপেক্ষায়

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুন, ২০১৩ সকাল ৭:৪০

বটের ফল বলেছেন: ভাইরে, যদি মনে করেন কেউ এসে আপনার জীবন গুছিয়ে দিয়ে যাবে, তবে সারা জীবন শুধু কান্নাই করে যাবেন , বুঝেছেন। জীবন কারও জন্য অপেক্ষা করে থাকেনা।

সময় থাকতে জীবনকে গুছিয়ে নেওয়ার কাজে মন দিন।

ভালো থাকবেন সৌরভ আহমেদ

২| ১৮ ই জুন, ২০১৩ সকাল ৮:১৭

মায়াবী ছায়া বলেছেন: ভালো লাগলো ।ভালো থাকুন ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.