![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভালো তো বাসা যায় সবাইকে
করা যায় বন্ধুত্ব সবারি সাথে
করা যায় সম্পর্ক ভাইবোনের
কিন্তু সবার সাথে কি ??
কেউ বুঝে
যে কোন সম্পর্কের বন্ধনকে
করে তার মর্যাদা প্রদান।।
কেউ বানায় সম্পর্ককে
পুতুল খেলার জিনিস
পারেনা দিতে তার পরিপূর্ণ মর্যাদা ।।।
কথা তো আছে
সবাই এক নয়
©somewhere in net ltd.
১|
১৮ ই জুন, ২০১৩ সকাল ৮:১৬
মায়াবী ছায়া বলেছেন: ভালো লাগলো ।ভালো থাকুন ।।