নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৌরভ আহমেদ

সৌরভ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

#মালহামা_পারমাণবিক_যুদ্ধ_আমাগেডন(খ্রিস্টান) পর্ব :২

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:০৯

ইবনুল মুসাইয়্যাব (রহ.) বর্ণিত। তিনি বলেন,
ইসলামের প্রথম ফিতনাহ্ হলো ‘উসমান (রাঃ)-এর হত্যা। এরপর বদর যুদ্ধে অংশগ্রহণকারী একজন সাহাবীও অবশিষ্ট ছিলেন না। দ্বিতীয় ফিতনাহ্ হলো ‘হাররা’র রক্তক্ষয়ী যুদ্ধ, অতঃপর হুদায়বিয়ায় অংশগ্রহণকারী একজন সাহাবীও অবশিষ্ট রইলেন না। আর তৃতীয় ফিতনাহ্ সংঘটিত হওয়ার পর তা কখনো শেষ হয়নি, যতদিন মানুষের মধ্যে জ্ঞান ও সৎ গুণাবলি বিদ্যমান ছিল। (তখন সাহাবী ও তাবি'ঈদের কেউই অবশিষ্ট থাকেননি)।
বুখারী-৪০২৪
এখন চতুর্থ ফিতনা দিকে লক্ষ্য করতে হবে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:৪০

কামাল১৮ বলেছেন: চতুর্থ ফিতনা হলো সৌদি যুবরাজের ইসলামকে রিফর্ম করার কাজে হাত দেওয়া।

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ সকাল ৯:৩৮

ধুলো মেঘ বলেছেন: এতদিন পর কামাল১৮ এর একটা কথা আমাদের আসলেই পছন্দ হয়েছে।

আফ্রিকার অর্ধেক মানুষ না খেয়ে দিন পার করে। সৌদী আরবেও অনেক দরিদ্র মানুষ আছে। উপমহাদেশ থেকে যাওয়া গরিব মানুষদেরকে দাসের মত খাটিয়ে মাসের পর মাস বেতন বাকি রাখে।

আর নট নটি (রোনাল্ডো, নেইমার) ভাড়া করতে এরা দামী গাড়ি, প্রাসাদ, বিমান কিনে দেয়। ব্যভিচার সংক্রান্ত আইন পালটে ফেল। এক রাশ ধিক্কার জানাই সৌদী বাদশাহকে। এদের চরম করুণ পরিণতি দেখার অপেক্ষায় থাকলাম।

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১:২৯

রাজীব নুর বলেছেন: বুঝতে পারলাম না কিছু।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.