নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৌরভ আহমেদ

সৌরভ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

স্বামীর বাড়ি যাত্রাকালে মেয়েকে মায়ের দশটি নসিহতঃ

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৫

স্বামীর বাড়ি যাত্রাকালে মেয়েকে মায়ের দশটি নসিহত

একজন আরব মহিলা তার মেয়েকে স্বামীর বাড়ি যাত্রার প্রাক্কালে নসিহত করেন। নসীহতগুলি ইতিহাসের উজ্জ্বল পাতায় স্বর্ণাক্ষরে সংরক্ষিত হয়েছে।
তিনি বলেন, “মা, তুমি এমন ঘরে যাচ্ছ, যেখানে কোনদিন যাওনি। এমন লোকের সঙ্গী হলে, যাকে তুমি কোনদিন দেখনি। আমার দশটি উপদেশ মনে রেখো, যা তোমার জীবনে অমুল্য উপাদান হিসাবে কাজ করবেঃ
(১) মনে রেখ, তুমি যদি স্বামীর চাকরানী হও তাহলে তোমার স্বামী তোমার চাকরে পরিণত হবে।
(২) স্বামীর প্রতি সর্বদা সন্তুষ্টি প্রদর্শন করবে।
(৩) তার কথা মনোযোগ দিয়ে শুনবে এবং তার প্রতি সন্তুষ্ট চিত্তে আনুগত্য প্রকাশ করবে।
(৪) সর্বদা তার নাক ও চোখের জায়গা গুলির প্রতি যত্নবান থাকবে। (অর্থাৎ তার মন-মেজাজ ও অনুভূতিগুলোর দিকে খেয়াল রাখবে)।
(৫) তার খাবার ও শোওয়ার সময়ের প্রতি খেয়াল রাখবে।
(৬) তার সম্পদের উত্তম সদ্ব্যবহার করবে।
(৭) তার সন্তানাদির উত্তম পরিচর্যা করবে।
(৮) কখনো তার দুঃশ্চিন্তার সময়ে আনন্দ প্রকাশ করবেনা।
(৯) কখনো তার আনন্দের সময়ে দুঃখ প্রকাশ করবেনা।
(১০) কখনো তার গোপনীয় বিষয় ফাঁস করবেনা। যদি করো, তাহলে তার প্রতারনা থেকে রক্ষা পাবেনা।”
_______________________________________
উতসঃ
বিদেশী একটি ওয়েব সাইট থেকে অনুদিত।
https://ar.islamway.net/.../وصية-Ø...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.