![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈসা (আ এর প্রস্থানের পর তার অনুসারীরা আল্লাহর দ্বীন প্রচার চালিয়ে যায়। কিন্তু সকলে তা গ্রহণ করে না, বরং অনেকে তাদের জোড় বিরোধিতা করে। তৎকালীন বনী ইসরা"ইল তথা ই"হুদীদের পাঁচ দলের মধ্যে ফারিসি দল ছিল এতে সবচেয়ে সোচ্চার।
একদিন ঘটে এক বিরল ঘটনা: সাউল নামের এক ফারিসি ই"হুদি হঠাৎ খ্রিষ্টধর্ম কবুল করে! নিজের নাম পরিবর্তন করে রাখে 'পল' (Paul)। এরপর সে দ্বীন প্রচার শুরু করে এবং বহু মুশরিক তাতে সাড়া দেয়। কিন্তু তার থেকে যে দ্বীন সকলে গ্রহণ করতো তা ছিল সুকৌশলে বহু মিথ্যা মিশ্রিত। তখন থেকেই শুরু হয় ঈসা (আ কে ইলাহ মানা, যা পরে রূপ নেই 'ট্রিনিটি'তে (আল্লাহ, ইসা ও রূহ বা জিব্রাইল একই সত্তা)।
এর ফলে আল্লাহর সত্য ধর্মের অনুসারীরা পরে চরম বিপাকে। একদিকে যেমন মিথ্যা ধর্ম জনপ্রিয়তা পাচ্ছে, অন্যদিকে রোমান মু"শরিক ও ই"হুদীদের নানা নির্যাতন বেড়েই চলেছে। এই সময়েই ঘটে হয় আসহাবে উখদুদ এবং আসহাবে কাহাফের ঘটনাগুলো। (বিস্তারিত দেখুন সূরা বুরুজ এবং সূরা কাহাফের তাফসীরে)
এদিকে ই"হুদিরা জেরুসালেম থেকে বিভিন্ন সময়ে বিতাড়িত হয়ে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে, যেমন- শাম, ইরাক, ইরান, ইয়েমেন, জাজিরাতুল আরব (বিশেষত মদীনা) ইত্যাদি। একেক জায়গায় ইতিহাস একেক রকম হলেও সবখানেই তারা বিকৃত দ্বীন অনুসরণ করেছে এবং কম-বেশি বিপদের মুখে পড়েছে।
তবে তাদের সবচেয়ে বড় বিপর্যয় ঘটে ঈসা (আ এর মৃত্যুর ৩০০ বছর পর যখন রোমান সম্রাট কনস্টান্টাইন (Constantine) খ্রিষ্টান হয়ে যায়। সে ই"হুদীদের উপর ব্যাপক নির্যাতন শুরু করে। একই সাথে সে আরেকটি বিরাট কাজ করে তা হলো সারা দেশের পাদ্রীদের নিয়ে একটি সম্মেলনের আয়োজন করে যার নাম 'নিকিয়া' (Nicaea) সম্মেলন। এতে ইঞ্জিলের যত সংস্করণ তখন প্রচলিত ছিল তার মধ্যে থেকে পলেরটি সহ মোট চারটি নির্বাচন করা হয় এবং বাকি গুলো বাতিল সাব্যস্ত হয় (যার মধ্যে মূল ইঞ্জিলও ছিল)।
এভাবে ই"হুদীদের কারসাজিতে তাওরাতের মত ইঞ্জিলও বিকৃত হতে থাকে, যে ধারা অব্যহত থাকে রোমানদের পতনের পর বাইজেন্টাইনদের আমলেও। সেসময়ই সেন্ট বেনেডিক্ট এর হাত ধরে শুরু হয় বৈরাগ্য প্রথা। এতে খ্রিষ্টান নারী ও পুরুষ নিজেদের জীবন-যৌবন সব গির্জার কাছে সোপর্দ করে দেয়। এভাবে শুরু হয় ভয়াবহ অশ্লীলতা, যা পরবর্তীতে হয় গির্জার ধ্বংসের কারণ। ধীরে ধীরে ঘনিয়ে আসে ইউরোপের অন্ধকার যুগ।
ঘোর অন্ধকার ছিল তখন আরব জুড়েও। অতঃপর আল্লাহর সত্য দ্বীনের আলো নিয়ে আসেন প্রতিশ্রুত সেই সর্বশেষ নবী (সা, যার জন্য বহুকাল ধরে মদীনায় অপেক্ষা করছিল তিন ই''হুদি গোত্র।
চলবে...
©somewhere in net ltd.