নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৌরভ আহমেদ

সৌরভ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

Economist 2024 cover

২২ শে নভেম্বর, ২০২৩ সকাল ১০:৩৪

২০২৪ কভারে অনেকগুলো জিনিস একসাথে কোড আকারে ব্যবহার করা হয়েছে যাতে সকল মানুষের বোধগম্য না হয়।
এই ছবিটার মধ্যে গোলাকারে বৃত্তে অনেক কিছুই দেখানো হয়েছে এবং এই গোলাকার বৃত্ত দিয়ে মূলত তারা এ পৃথিবীকে বুঝিয়েছে।
এই ছবিটাকে যদি আমরা জুম ছাড়া খুব নিখুঁতভাবে চিন্তা করে দেখি এটা সাথে একটি দেশের পতাকার খুবই মিল পাওয়া যায় এবং সেটা একটা সময় বিশ্বের পরাশক্তি হিসেবে পরিচিত ছিল এবং সে দেশটা ইউরোপের মধ্যে পড়ে এবং তারা বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের বাইরে ।
তাছাড়া আরেকটি জিনিস লক্ষ্যনীয় যে the world ahead এটি গত ২০২২ এর ম্যাগাজিন থেকে ব্যবহার শুরু করে আসছে যা সংখ্যায় হিসাব করলে দাঁড়াবে ১৩ এবং এই ১৩ বলতে ওরা মূলত ওদের(ইলুমিনাতি) যে ১৩ টি ব্লাডলাইন আছে তাদের রিপ্রেজেন্ট করে থাকে এবং ২০২৪ এর নিমরোলজি দাঁড়ায় ৮ যা মূলত ইনফিনিটি অথবা অসীম বুঝিয়ে থাকে। ওরা মূলত এগুলো দিয়ে আগাম বার্তা জানিয়ে রাখে তারা আসলে সামনে কি কি করতে চাচ্ছে, কারণ তারা মনে করে যে কাউকে কোন কিছু না জানিয়ে করলে তাদের উপর এই ক্ষতির দায় আসবে তাই তারা আগাম জানান দেয় । তবে এটাও ঠিক আল্লাহর পরিকল্পনা সকল কিছুর উপরে।
1,2 . আমরা উপরে সেকশনগুলোতে দেখতে পাচ্ছি এক অংশ লাল আরেকটা অংশকে নীল কালারের দেখানো হচ্ছে যেটা তারা বোঝায় as above so below । ব্লু সাইডে এখানে ট্রাম্পকে রাখা এবং সাথে পুতিনকে রাখা । এখানে মূলত এটা বোঝাতে চাচ্ছে যে ট্রাম্প নির্বাচিত হলে হয়তো পুতিনের সাথে আমেরিকার সম্পর্কটা সুন্দর হবে ও শান্তিময় হবে এবং এই যে দীর্ঘদিনের যুদ্ধ তা থেমে যেতে পারে বা বন্ধ হতে পারে।
লাল অংশে দেখা যাচ্ছে, একটি মহিলা এবং জেলেনেস্কি , এবং দুজনকে লাল অংশের ভিতর দেখানো হয়েছে খারাপ বোঝানো হচ্ছে এবং তাদের মাধ্যমে দুনিয়া যা পাবে তা খারাপ কিছু। সামনের বছর ও ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলমান থাকবে। দুইপাশে লক্ষ করলে দেখা যাবে স্পেসক্রাফট। এক পাশে দেখা যাচ্ছে অর্থাৎ লাল অংশে দেখা যাচ্ছে আরটিমিস যেটা নাসার ২০২৪ সালের মুন মিশন। নীল অংশ দেখা যাচ্ছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যেটা থেকে রাশিয়া ২০২৪ সালে আলাদা হয়ে যাচ্ছে, যা ২০২২ সালে রাশিয়া বলে দিয়েছে ঘোষণার মাধ্যমে।
3. এখানে একটি আওয়ার গ্লাস দেখানো হয়েছে যা দিয়ে মূলত তারা ইনফিনিটি বোঝাতে এবং একটা নির্দিষ্ট সময়কে বুঝাতে চাচ্ছে। আমরা আওয়ার গ্লাস ব্যবহার করি এইভাবে একপাশের অংশ পরিপূর্ণ হয়ে গেলে আবার উল্টো করে নিচের অংশকে পরিপূর্ণ করার জন্য উপরে উঠিয়ে দিই। এটাই বুঝাতে যাচ্ছে যে পুরাতন বৈশ্বিক অর্ডার কে পিছনে ফেলে নতুন বিশ্ব ব্যবস্থা কায়েম করতে যাচ্ছে। তারা এটা মনে করে যে এ পৃথিবীর কোন শুরু এবং শেষ নাই ,এটা অসীম। কিন্তু আমরা এটা জানি, প্রত্যেকটি জিনিসের শুরু এবং শেষ আছে। এখানে একটি জিনিস অতি গুরুত্বপূর্ণ , তা হচ্ছে এ আওয়ার গ্লাসের সাথে দুই পাশে দুইটি জিনিস কানেক্টেড এবং নিজের দিকে ব্যালট বক্স যেটা কিউব আকৃতির সেটা কানেক্টেড। একপাশে দেখানো হচ্ছে যুদ্ধ এবং অপর পাশে শান্তি; যা নির্ভর করতেছে নির্বাচনের উপর। আর একটা জিনিস দেখা যাচ্ছে এটা সাথে এবং এটাকে নিয়েও একটি কভার পেজ বানানো হয়েছে যেটাতে দেখানো হয়েছে যে ট্রাম্প যদি ২০২৪ সালে নির্বাচিত হয়, তবে তা মধ্যপ্রাচ্য এর জন্য গ্রহণ কিংবা বিপদ এর দূত হয়ে আসবে। কারণ মধ্যপ্রাচ্যে যদি অশান্তি বিরাজ করে, তবে এর প্রভাব গোটা বিশ্বেই পড়বে তা অল্প হোক কিংবা বেশি হোক।
4. এরপর দেখা যাচ্ছে একটি কিউবের মধ্যে ভোটিং সিস্টেম অর্থাৎ ভোট গ্রহণ চলছে। আগামী বছর ২০২৪ সালে অনেকগুলো দেশে ভোটিং হবে অর্থাৎ নির্বাচন হবে বিশেষ করে বাংলাদেশ,ভারত,পাকিস্তান, আমেরিকা এবং তাইওয়ান ;যার মধ্যে আমেরিকা ও তাইওয়ানের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। অবাক করার বিষয় হচ্ছে, এখানে ব্যালট বক্স স্যাটার্ন কিউব আকারে বানানো (জগতের ষষ্ঠ নাম্বার গ্রহ যাকে আমরা শনি বলে জানি, তার আকৃতিটা অনেকটা কিউবের মতো; যেটাকে বলা চলে হেক্সাগন যা আমরা ইসরাইলের স্টার এবং স্টার অফ ডেবিড বলে জানি)।
5.একটি অংশে দেখা যাচ্ছে টিভির মতো যন্ত্র চারকোনা যার মাঝখানে এক চোখের চিহ্ন বিদ্যমান। বলা যায় এক চোখ দিয়ে সবকিছু দেখা হচ্ছে । সাথে দেখা যাচ্ছে দুই রংয়ের দুটি তার (একটি লাল ও একটি নীল) দিয়ে মস্তিষ্কের সাথে কানেক্ট করা হয়েছে যা দিয়ে মূলত বোঝানো হচ্ছে আমাদের ডিভাইস হতে পারে সেটা টেলিভিশন কিংবা মোবাইল অন্য কোন ইলেকট্রনিক ডিভাইস যেটার মাধ্যমে তারা আমাদের ব্রেনের কন্ট্রোলটা নিতে চাচ্ছে। উপরে এবং নিচে দুইটি প্রশ্নবোধক চিহ্ন বিদ্যমান; উপরের অংশে বোঝানো হচ্ছে দর্শকদের এবং নিচের অংশে যারা কনটেন্ট ক্রিয়েট করছে কিংবা যারা এটাকে কন্ট্রোল করতেছে। এটা মূলত একটি সিস্টেম প্রক্রিয়ার মাধ্যমে যা কানেক্ট হচ্ছে লাল বৃত্তের সাথে এবং যা কানেক্ট হয়ে নিচের দিকে গিয়েছে যা বোঝানো হচ্ছে আমেরিকাকে অর্থাৎ এই পুরা মিডিয়ার তারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ভাবে কন্ট্রোল করে। এই সেকশনটি মূলত কানেক্ট হচ্ছে এখানে একটি ক্যারেক্টার দেখানো হয়েছে যাকে বাইডেন হিসাবে ধরা হয় মূলত তাদের নির্দেশই সবকিছু কন্ট্রোল করা হয়। এটা দিয়ে আসলে তারা বুঝাতে যাচ্ছে যে আমরা মানুষ অনেক বেশি ডিপ্রেসড হয়ে গেছি তারপর আমরা অন্যদেরকেও ডিপ্রেসড করতেছি যা এ পৃথিবীর জন্য অনেক ভয়ানক তাই তারা এভাবে আমাদেরকে মেন্টাল হেলথ এর মনিটরিং এর কথা বলে আমাদেরকে রকেট নিতে (ভ্যআক) প্রেরণা যোগিয়েছে যাতে করে মানুষ এটা নেয় এবং তাদের কথার ফাঁদে পড়ে মানুষ রোগ প্রতিরোধ ক্ষমতা জন্য ধীরে ধীরে হারিয়ে ফেলে। একটি জিনিস লক্ষণীয় যে এখানে দুটি বাক্স দেখানো হয়েছে যার মধ্যে টিউনিং ফোগ, যার মাধ্যমে ফ্রিকোয়েন্সি নিয়ন্ত্রণ করা হয়। এই একটি বাক্সের মধ্যে দুই রকমের টিউনিং ফোগ এটাই বুঝানো হচ্ছে তারা ফ্রিকোয়েন্সির মাধ্যমে মানুষের আবেগ অনুভূতিকে কন্ট্রোল করার চেষ্টা করে যাবে। অনেক সময় আমাদের মধ্যে এখন এরকম দেখা যাচ্ছে, হঠাৎ করে মন খারাপ হচ্ছে বা উদাস উদাস লাগছে কিংবা আবেগের পরিবর্তন ঘটেছে, কিন্তু কেন ঘটেছে, আমরা উদঘাটন করে উঠতে পারি না। কারণ হচ্ছে তারা এই ফ্রিকোয়েন্সিটাকে গবেষণা করে দেখতে চাচ্ছে এবং আমরা অনেকে হয়তোবা জানিও না তারা কোথায় কোথায় এটা কিভাবে অস্ত্র হিসাবে ব্যবহার করছে। মূলত তারা এটাকে বিভিন্ন যুদ্ধের ক্ষেত্রে এমনকি নিউরালিংক অর্থাৎ মাথায় চিপ বসানোর ক্ষেত্রে প্রভাব খাটিয়ে মানুষের ইমোশন এর সাথে খেলে যাতে মানুষকে তারা হ্যাকেবল করতে পারে যেমনটা তারা চায়।
6. এখানে একটি অংশে দেখা যাচ্ছে চারটি দেশে কারেন্সি দেখা যাচ্ছে (পাউন্ড, ইউরো, ডলার এবং ইউয়ান) এর পাশাপাশি দেখা যাচ্ছে কিছু শিপিং কন্টেনার ও কিছু গ্রাফ, কিছু বোঝানো হচ্ছে যা দ্বারা। এখানে কিছু শপিং কন্টেনার যে দেওয়া আছে তা কানেক্ট হয়েছে চায়না কারেন্সির সাথে অর্থাৎ ইউয়ানের সাথে, সাথে ডলারের সাথে সম্পৃক্ত এবং গ্রাফে দুইটি রেখা দেখা যাচ্ছে যা নিম্নমুখী অর্থাৎ যে কোন দুটি কারেন্সি নিম্নমুখী হবে তাদের কারেন্সিটা এবং বলা যায় এর সাথে তাদের ইকোনমি নিম্নমুখী হবে। যেহেতু বেশিরভাগ ক্ষেত্রে চায়নার ইউয়ানকে বোঝাতে লাল রেখা ব্যবহার করা হয়, ধারণা করা হয় যে চায়নার অর্থনীতি নিম্নমুখী হওয়া সম্ভাবনা বেশি। ওদিক দিয়ে ইউরো ও পাউন্ডের মোকাবিলা মধ্যে ইউরো নিম্নমুখী হওয়া সম্ভাবনা খুবই বেশি।
8. এখানে দুইটি ম্যাপ দেখানো হচ্ছে যার মধ্যে একটি হচ্ছে দক্ষিণ আমেরিকা এবং অপরটি হচ্ছে অস্ট্রেলিয়া; যদিও এখানে বোঝাতে চেয়েছে দ্বীপপুঞ্জগুলো যেমনটা তাইওয়ান, নিউজিল্যান্ড, জাপান। এগুলোর বেশিরভাগ দেশগুলো আমেরিকা কিংবা চায়না দ্বারা প্রভাবিত হয়। আর তাইওয়ানের নির্বাচন নিয়ে এবং কে নির্বাচিত হবে তা নিয়ে তাদের দিকে গভীরভাবে তাকিয়ে আছে ।
7,9 . এখন যদি আমরা সবার নিচের সেকশনে চলে যাই, এক পাশে আমেরিকা এক পাশে চায়নাকে দেখানো হচ্ছে। চায়নার অংশটাকে ইভিল দেখানো হয়েছে এবং যা কিছু হবে এবং যা ঘটবে তা চায়নার কারনে ঘটবে। চায়না যদি কোন কারণে কোন কিছু প্রোডাকশন বন্ধ করে দেয় কিংবা এর রেট বাড়িয়ে দেয়; তবে এটা সারা পৃথিবীতে এর প্রভাব পড়বে এবং মুদ্রাস্ফীতি বেড়ে যাবে । সাথে দেখা যাচ্ছে একটি টেম্পারেচারের মেশিন ও আগুনের ছবি। এমনটা হইতে পারে আমেরিকা চায়নার উপরে বিভিন্ন রকম স্যাংশন দিতে পারে। এখানে দেখা যাচ্ছে যে ইলেকট্রিক কার এবং ইলেকট্রিক ব্যাটারি অর্থাৎ এমন হতে পারে যে ক্লাইমেট এর কারনে অর্থাৎ জলবায়ুগত ও পরিবেশগত কারণে চায়না সবকিছু কে ইলেকট্রনিক অর্থাৎ বিদ্যুৎমুখী করার চিন্তাভাবনা করবে। এখানে দেখা যাচ্ছে পাথর যা দিয়ে মূলত এখানে লিথিয়াম বুঝানো হচ্ছে অর্থাৎ তারা সবকিছুকে যে ইলেকট্রনিকের দিকে নিয়ে যাবে আর তার মধ্যে তারা লিথিয়াম ব্যবহার করবে আর লিথিয়াম যে সব জায়গায় পাওয়া যায় সেসব জায়গা থেকে কেনার চেষ্টা করবে ‌। অপর পাশে বাইডেন এবং এখানেও দেখা যাচ্ছে লিথিয়াম এবং অন্য একটি পাথর, যা মূলত একটা নতুন টেকনোলজি,যেটা লিথিয়াম সালফার অথবা লিথিয়াম সালফেট নামে পরিচিত। এখানে দেখা যাচ্ছে যে আমেরিকা বিদ্যুৎ উৎপাদনের জন্য উইনমিলের ব্যবহার করবে। সাথে দেখা যাচ্ছে হারিকেনের চিহ্ন অর্থাৎ সামনের বছর আমেরিকাতে প্রাকৃতিক দুর্যোগ হওয়ার সম্ভাবনা অনেক বেশি।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৮

ঙঘভমণ বলেছেন: The use of red and blue on either side of the cover shows the growing division of the [url=https://bitlifeonline.io/]bitlife[/url] world. Trump and Putin are shown on the blue side and Zelensky and a woman on the red side, highlighting the political aspect of the divide.

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৪৮

ঙঘভমণ বলেছেন: The use of red and blue on either side of the cover shows the growing division of the bitlife world. Trump and Putin are shown on the blue side and Zelensky and a woman on the red side, highlighting the political aspect of the divide.

৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৩

Annata বলেছেন: I accidentally saw your post, suika game it's great with a lot of interesting information.

৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৩

ঙঘভমণ বলেছেন: The use of red and blue on either side of the cover shows the growing division of the [bitlife](https://bitlifeonline.io/) world. Trump and Putin are shown on the blue side and Zelensky and a woman on the red side, highlighting the political aspect of the divide.

৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৪

Annata বলেছেন: [suika game](https://suikagamepc.com)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.