![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক অদ্ভুদ বেদনবোধ হয় আমার- তোমার জন্য
আমিহীন তুমি, কতটা সুখী?
ইচ্ছে করে খুব কাছ থেকে দেখতে
তুমি কি ভালো আছো? তুমি কি সুখে আছো?
সকালের সূর্যের মতো তুমি, স্বপ্নে থাকো আমার
সারাটা দিনময়, সমস্ত স্বপ্নময়,
আমি এপাশ-ওপাশ ফিরে রৌদ্র পোহাই
সূর্যের মতো তুমি আছো বলেই, বেঁচে আছি আজো।
এক অদ্ভুদ কষ্টবোধ হয় আমার- তোমার জন্য
তুমিহীন আমি, কেবল বেঁচেই আছি
মৃত গাছ যেমন ঠাঁয় দাঁড়িয়ে থাকে
তেমনি দাঁড়িয়ে আছি, শূন্য এবং অসার হয়ে।
আমিহীন তুমি অথবা তুমিহীন আমি
এমনি লিখন কেন লিখলেন অন্তর্যামী?
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: 'ভালো লাগলো' সামান্য এই কথাটুকুও অনেক অনেক অনুপ্রেরণাদায়ক।
শহিদুল ভাই সব সময় আপনাকে পাশে পাই, কী যে ভালো লাগে!
ধন্যবাদ নিরন্তর!
২| ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩
আরজু পনি বলেছেন:
একবার মরে দেখতে ইচ্ছে করে .....আমিহীন তুমি, কতটা সুখী?
ভালো লাগা রইল সজীব।
১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: পনি আপু, এমন কথা বলতে হয়? ছিঃ আর কখনো না। জীবন একটাই, এই জীবনটাকে হারিয়ে ফেললে আর কী পাওয়া যাবে? যাবে না।
তাই, চীয়ার আপ!
ধন্যবাদ নিরন্তর!
৩| ১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৫
আহমেদ আলাউদ্দিন বলেছেন:
ভালো লাগলো।
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৯
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আলাউদ্দিন আহমেদ সরকার ভাই, অনেক অনেক ধন্যবাদ নিবেন।
ভালো থাকুন।
৪| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:২১
শায়মা বলেছেন: অনেক ভালোলাগা ভাইয়া!
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:০৮
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আপি, আমার আনন্দের সীমা পরিসীমা নেই। মাঝে মাঝে মনে হয় এই ভাইয়াটাকে আপনি ভুলেই গেছেন। যদিও মাঝে মাঝেই আমি আপনার বাড়ী উঁকি দিয়ে আসি।
আপনার ভালো লেগেছে মানে আসলেই ভালো হয়েছে। শেষ প্যারাতে এসে একটু খটকা লাগছিলো। কবিতাটা ছিলো ভিন্ন রকম। কিন্তু ব্লগে প্রকাশের সময় একটু বদলে দিতে হলো। আর এই বদলেই আমার নিজের একটা স্টাইল এসে গেলো।
এটা একটা চতুষ্পদী কবিতা। তবে সনেট নয়। মানে সনেটের নিয়ম মেনে চলা সনেট নয়। আমার আরো বেশ কয়েকটি এমন কবিতা আছে। এই ধাঁচটা আমার বেশ লাগে। কোনো সমস্যা বা বিষয়ের অবতারনা করা হয় প্রথম ৮ লাইনে, শেষ ৬ লাইনে তার ব্যাখ্যা বা সমাধান বা পরিনতি দেখানো হয়। জানি না কার কেমন লাগে। অবশ্য আমি কবিতার ব্যাপারে তেমন বাধা ধরা নিয়ম মানিনা। আমি কেবল আমার অনুভূতি ব্যক্ত করি। আর কিছুনা। এই গুলো কে যদি কেউ বলে এগুলো কবিতা নয়, তবে ঠিক তাই।
অনেক দিন পর আমার ব্লগে আপনাকে দেখে একটু বেশিই বকবক করে ফেললাম বোধহয়। ভালো থাকবেন সব সময়।
৫| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪৫
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: বাহ! ভাই ভালো লিখছেন।
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১০
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হায় হায়, সত্যি কিছু হয়েছে?
বন্ধু ভালোবাসা নিরন্তর।
৬| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৬
উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: আপনার কবিতার ব্যাখ্যা পড়ে ভালো লাগলো। ৪নং কমেন্ট।
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৭
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: কবিতা এমন একটা বিষয়, যে কবি কী ভেবে লিখছেন, এইটা গৌণ হয়ে যায় যখন, একজন সমালোচক কবিতার সমালোচনা করেন। তখন কবিকে বা কবির চিন্তাকে তার নিজের চিন্তার মতো গভীর, বিচক্ষণ, আর অনেক অনেক জ্ঞানী মনে হয়। জসীমউদ্দিন এর কবিতা যখন বিশ্ববিদ্যালয়ে পাঠ্য হয়, তখন তার বয়স খুবই কম। একদিন তিনি তার কবিতার উপর আলোচনা শুনে মন্তব্য করেন (কবর কবিতার উপর আলোচনা), 'আমি তো কিছু চিন্তা করে কবিতা লিখিনি।'
হাঃ হাঃ হাঃ
ভালো থাকবেন বন্ধু। সবসময়।
©somewhere in net ltd.
১|
০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২১
শহিদুল ইসলাম বলেছেন: ভালো লাগল