![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয়ো ব্লগারগণ, শিরোনাম দেখেই বুঝতে পেরেছেন, আমি ইমন জুবায়ের ভাইয়ের উপর যে কোনো ধরণের স্মৃতিচারণ বা যে কোনো ধরণের লেখার একটা সংকলন তৈরি করছি। কিন্তু চাকরির ব্যস্ততার জন্য সারাদিনমান ব্লগে চোখ রাখা বা বাসায় ফিরে সারাদিনের পোস্টগুলো খুঁজে বের করাও হয়ে উঠেনি। তাই আমার সংকলনে যাদের লেখা উঠেনি, সেই লেখাগুলোর লিঙ্ক যদি কেউ মন্তব্যের ঘরে দিয়ে দেন তবে তা পুনরায় সংযোজন করে দেয়া হবে। নিচে আমার লিঙ্কটি দেয়া হলো।
ইমন জুবায়ের ভাইয়ের অকাল প্রয়াণে তার সম্পর্কে অনুভূতির একটি সংকলন।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি সকলেই সাহায্য করবেন। আমার নিজের একটা পরিকল্পনা আছে তবে তা তার পরিবার, সানহ্যোয়ার ইন ব্লগ সবাইকে নিয়ে (পরামর্শ করে) বাস্তবায়ন করার ইচ্ছা আছে। যা যথা সময়ে প্রকাশ করা হবে।
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২০
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আশা করি চেষ্টা কে সার্থক করে তুলবেন সকলেই। অনেক অনেক ধন্যবাদ নীলফরিং ভাই।
২| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১২
নীলঞ্জন বলেছেন: আমার ও ছোট্ট একটু প্রয়াস ছিলো:
Click This Link
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৯
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: নীলঞ্জন ভাই অবশ্যই এই লেখা সংযোজন করা হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৩| ১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ব্লগে অনিয়মিত। এখন ব্লগে ঢু মেরেই আমার প্রিয় একজন ব্লগারের মৃত্যুসংবাদ,,,,,,,,আমি বিশ্বাস করতেই পারছি না,,,,,,,,,প্লিজ একটু আপডেট করবেন
আল্লাহ ভাইয়াকে বেহস্তনিবাস করুন,,,,,,,,,
১২ ই জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৫
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: কী আর আপডেট করবো, ৩রা জানুয়ারী তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। এর চেয়ে বেশি কিছু বলার নেই। তার পোস্টগুলোর মতো তথ্য সমৃদ্ধ বৈচিত্র্যময় পোস্ট আর পাওয়া যাবে কিনা সন্দেহ। একই অঙ্গে কতো যে রূপ ছিলো, এই কথা চিন্তা করলেই আশ্চর্য লাগে।
৪| ১৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫১
শায়মা বলেছেন: অনেক অনেক ভালো একটা কাজ ভাইয়া।
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৪২
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ আপি। ইমন ভাইয়ের জন্য কিছু একটা করতে চাই। এই বছর নয়, দেখি সামনের বছর কিছু করা যায় কীনা। আশা করি সকলেই সাহায্য করবেন।
©somewhere in net ltd.
১|
১১ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:১০
নীলফরিং বলেছেন:
অনেক ভালো উদ্যোগ। স্বাগত রইল।