নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো নীপবনে

মোঃ সাইফুল ইসলাম সজীব

মাঝে মাঝে মনে হয়- আমি হয়তো মানুষ নই, অন্য কিছু। মাঝে মাঝে মনে হয়- I am no body.

মোঃ সাইফুল ইসলাম সজীব › বিস্তারিত পোস্টঃ

আজ শাহবাগ চত্ত্বরে যাবো। কেন যাবো? আর আমার কিছু পর্যবেক্ষণ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২১







আজ শাহবাগ চত্ত্বরে যাবো। কেন যাবো?





আজ শাহবাগ চত্ত্বরে যাবো, অবশ্যই যাবো। মানুষ হিসেবে যারা মানুষের বিরুদ্ধে এমন জঘন্য হত্যাকান্ডের যজ্ঞে মেতে উঠেছিলো, তাদের আমি মানুষ মনে করিনা। তাই, সেই অমানুষদের বাঁচাতে তৎপর বিভিন্ন কায়েমী গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিবাদ এবং এই বিচারের জনমনের দাবীর সেই রায় পুনঃপ্রতিষ্টায় নিজের সংশ্লিষ্টতার জন্য শাহবাগ চত্ত্বরে যাবো। সবার সুরে সুর মিলাবো।



বাসায় বসে বসে টিভির টকশো দেখে, বিভিন্ন চ্যানেল এর সংবাদ দেখে বেশ কিছু প্রশ্ন উঁকি দিচ্ছেঃ



১. ব্লগারদের ডাকে সারা দিয়ে সাধারণ গণমানুষ এর যে ঢল নেমেছে তাদের একটাই দাবী, কাদের মোল্লার বিচারের রায় মানি না, ফাঁসি চাই। সকল যুদ্ধাপরাধীদের ফাঁসি চাই। রাজাকারদের ফাঁসি চাই।



২. সাধারণ মানুষ এখানে এসেছেন একাত্বতা ঘোষণা করতে। তবে সবাই তাদের মনের কথাগুলো সাজিয়ে গুছিয়ে বলতে না পারলেও দাবী সম্পর্কে সকলেই সচেতন - 'রাজপথ ছাড়ি নাই, জেল নয় ফাঁসি চাই।' (এইটা আমার বানানো শ্লোগান, এমন শ্লোগান শাহবাগ চত্ত্বরে শোনা যাবে না।)



৩. চ্যানেল গুলো এই চত্ত্বরের নাম বিভিন্ন রকম দিচ্ছে। আমার শোনা গুলো- শাহবাগ চত্ত্বর, প্রজন্মের চত্ত্বর, গণজাগরণ মঞ্চ, স্বাধীনতা প্রজন্মের চত্ত্বর, তারুণ্য চত্ত্বর।



৪. এই প্রতিবাদের প্রয়োজন হলো কেন?

-কারণ রায় জনগনের মতের সাথে মিলেনি।

ঃ কেন মিলেনি?

-কারণ সরকার এর গাফেলতি।

ঃ সরকারের গাফলতির কারণ কি?

- কারণ এখনো পরিস্কার নয়, তবে এই রায় জনগন মেনে নিবে না।

ঃ সরকারের করনীয় কি?

- আইন সংশোধন করা। এবং ট্রায়ালকে স্বচ্ছ করা। যোগ্য লোকদের এই বিচারের সাথে সংশ্লিষ্ট করা। নিজস্ব লোকদের দিয়ে বিচার করতে যেয়েই সরকার গুবলেট করেছে। এখনও সময় আছে, ইচ্ছা করলে সরকার আইন সংশোধন করতে পারে।



৫. শাহরিয়ার কবিরের কোনো মতামত এই পর্যন্ত দেখিনি, তবে মুনতাসীর মামুনের কথা শুনে মনে হয়েছে, এই রায়ের ব্যাপারে সরকারের তেমন কিছু করার নেই। তার মন্তব্যও রায়ের বিরূদ্ধে তেমন তীব্র না। আশ্চর্যই লাগলো।



৬. সরকারের মন্ত্রীরা কোন সাহসে এই চত্ত্বরে আসে সংহতি জানাতে? তাদের ব্যর্থতার জন্যই আজ এই রায় এসেছে। আমাদের সাধারণ জনগনের মনে প্রশ্ন জেগেছে তবে কী সরকার বিদেশী চাপের কাছে মাথা নত করেছে? না, ভোটের রাজনীতিতে জামাতকে পাশে চাচ্ছে।



৭. ধিক্কার জানাই বিরোধীদলকেও, জনগনের মনের কথা বুঝতে পারেন না ঠিক আছে, তবে এই আন্দোলনকে সরকারের ইন্ধনে সৃষ্ট বা মদদ পুষ্ট বলে সাধারণ জনগনকে আপনারা অপমান করেছেন।



৮. কোনভাবেই কোনো রাজনৈতিক দলকে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত করা যাবেনা। এখন পর্যন্ত এই আন্দোলন সঠিক পথে চলছে। আমরা এর মধ্য দিয়ে সকলকে চাপ দিতে চাই, একটি ম্যাসেজ দিতে চাই জনগন সকল ক্ষমতার উৎস। এইটা রাজনৈতিক দলগুলো ভুলেই গেছে।



৯. খুব জনপ্রিয়ো ব্লগাররা এই গণজোয়ার সম্পর্কে তেমন কোনো পোস্ট দেন নাই। এইটা আমাকে ব্যাথিত করেছে। যারা ব্লগে ঝড় তুলছে, তারা উঠতি ব্লগার। নতুন ব্লগার।



১০. আরো অনেক কিছু লেখার ইচ্ছা ছিলো, কিন্তু এখন আর বাসায় বসে ব্লগে লেখার সময় নেই। এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। আমিও চললাম। নতুন যুদ্ধে...

মন্তব্য ১৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৪

এস.বি.আলী বলেছেন: একমত

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৬

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ এস.বি.আলী।

২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৩

লেজ কাটা শেয়াল বলেছেন: :O

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: লেজ কাটা শেয়াল ভাই, শুধু ও।

৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫১

হরিপদ কেরাণী বলেছেন: সজাগ থাকতে হবে। রাজনীতিবিদরা এই আন্দোলনকে নিজেদের দখলে নেয়ার চেষ্টা করছে। আর তাদের ইন্ধন যুগিয়ে যাচ্ছে জামাত।

বিএনপি এই আন্দোলনে কখনই আসবে না। আওয়ামী লীগ এবং জামাতের মধ্যে আপোষ হওয়ায় তারাও উভয়েই এখন আন্দোলন বানচালের চেষ্টায় আছে। সুতরাং এই আন্দোলনের গতি ধরে রাখার ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। রাজনীতিবিদদেরকে এখানে আসতে দেয়া যাবে না।

আমি একুট পরেই শাহবাগ যাচ্ছি। জনতার ভিড়ে মিশে যাবো। শ্লোগানে কোরাস করবো। যেখানে কারও কন্ঠস্বরের আলাদা কোনও অস্তিত্ব নেই। আবার সকলের কন্ঠস্বর মিলেই যেন আমার কন্ঠস্বর-এ এক অদ্ভুত অনুভূতি!

আপনি আসছেন তো?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৪

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ছিলাম তো। শাহবাগেই ছিলাম।

৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২১

হাবিব০৪২০০২ বলেছেন: বুয়েটের পোলাপান প্রশাসনের রক্তচক্ষু উপেক্ষা করে ভিসি এবং প্রো-ভিসির বিরুদ্ধে আন্দোলন করে সফল হওয়ার হওয়ার পেছনে কিন্তু তাদের মূলত সাহস যুগিয়েছে আন্দোলনের মাধ্যমে ২ দুষ্কৃতকারীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিঃস্কারের ঘটনার সফলতা।

আমার মনে হয় শাহবাগের চলমান আন্দোলন সফল হলে সারা বাংলার জনতার মাঝে বুয়েটের সাহসী বীরদের মতোই দৃঢ় মনোবল ফিরে আসবে,”আমরাও পারি,আমরাও পারব বর্তমানে চলতে থাকা রাজনীতিবিদদের দুঃশাসনের হাত থেকে দেশকে বাঁচাতে“ তাই এখনই সময় নিরপেক্ষ দৃষ্টিতে বিষয়টি চিন্তা করে নিজের ভালোর জন্যই চলমান আন্দোলনকে সমর্থন করে সমস্বরে আওয়াজ তুলি "৭১ এ আল বদর,আল শামস্ ,শান্তি কমিটির ব্যানারে যারা পশুর ভূমিকায় অবতীর্ণ হয়েছিল তাদের বর্তমান পরিচয় বুঝি না, সে যে রাজনৈতিক দলের অনুসারীই হোক কিংবা রাজনীতি করে না এই ধরনের লোকই হোক উপযুক্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাদের সবার বিচার চাই"

সকল রাজাকারের ফাসি চাই তবে এ দায়িত্বটা বিচারপতিদের উপর ছেড়ে দেই আর মুক্তিযোদ্ধা , শহীদ পরিবার তথা সাক্ষীদের উৎসাহিত করি তারা যেন আদালতে গিয়ে সাক্ষী দেন।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:০০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: মানবতা বিরোধী এই ট্রাইবুনালের মাধ্যমে বিচার কতটুকু পরিপূর্ণতা পাবে, তা সময় বলে দিবে। আমরা কেবল আশাবাদ ব্যক্ত করতে পারি। বিচারে ভোটের রাজনীতি না আসলে, বিচার সুষ্ঠু হতো।

৫| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: সুন্দর লিখেছেন।

আপনার শ্লোগানটাও দারুণ। "রাজপথ ছাড়ি নাই, জেল নয় ফাঁসি চাই"

১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪২

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ। কী আর করতে পারি, কী বোর্ডে ঝড় তোলা ছাড়া?

ভালো থাকুন।

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০৪

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: আপনার শ্লোগানটা আরেক পোস্টে দিলাম। মাইন্ড কইরেন না।
Click This Link

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৩

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: বন্ধু, কী যে বলেন! আমার শ্লোগানটি যে আপনার ভালো লেগেছে এইটা জেনেই ভালো লাগলো। খুব।

সুস্থ থাকুন, ভালো থাকুন।

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮

আমি বাঁধনহারা বলেছেন:

আপনার লেখা খুব ভালো লাগল।চালিয়ে যান...পাশে আছি।মন থেকেই এই দো'য়া করছি:আমাদের সবার আন্দোলন সার্থক ও সফল হোক।
++++++++++++++


আজ জেগেছে বাংলার লাখো প্রাণ
সবার মুখে শুধু একটাই শ্লোগান।
রাখব বাংলাদেশের মান
বধ করব রাজাকারের জান।

সব দলের রাজাকারের ফাঁসি চাই..
বাংলার বুকে রাজাকারের ঠাঁই নাই!!!

ভালো থাকবেন
মনে রাখবেন!!!

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আমি বাঁধনহারা ধন্যবাদ। ভালো থাকুন। সবসময়।

সত্যের জয় হোক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.