নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এসো নীপবনে

মোঃ সাইফুল ইসলাম সজীব

মাঝে মাঝে মনে হয়- আমি হয়তো মানুষ নই, অন্য কিছু। মাঝে মাঝে মনে হয়- I am no body.

মোঃ সাইফুল ইসলাম সজীব › বিস্তারিত পোস্টঃ

আজ আমার জন্মদিন।

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৭

আজ আমার জন্মদিন। এটা খুব বড় ব্যাপার না। এই দিনে পৃথিবীতে এসেছিলাম। এখনো আছি। আর কত দিন থাকবো জানিনা। এখন কেন লিখছি তাও জানি না। হুমায়ূন আহমেদ এর জন্মদিন আজ! কী আশ্চর্য হচ্ছেন? সত্যি সত্যি জন্মদিন না তাতে কী? তার পাসপোর্টটা দেখুন তো! দেখেন তো তাতে জন্মদিন টি কত লেখা আছে?



কাঠ-পেন্সিল বা বল পয়েন্ট এই দুইটার যে কোনো একটা বই খুঁজলে পেয়ে যাবেন। কিন্তু, তাতে আমার কী? কিছু না। আমার মনে হয় এতে একটা মিল আছে। এই মিলটা আমি আগ্রহ ভরে উপভোগ করি। ভাবতে ভালো লাগে। একজন হুমায়ূন আহমেদ জন্ম যেদিনই হোক, আমার জন্মদিন তার পাসপোর্টে নিয়ে ঘুরে বেড়াতেন। একদিন আমি যদি খুব বিখ্যাত হই, এমন করেই কেউ একজন লিখবে অমুক আমার জন্মদিন পাসপোর্টে করে ঘুরে বেড়াতেন। ভাবতে ভালো লাগে। নিজের ভেতর তাগিদ অনুভব করি। আমি বিখ্যাত হবো, এমন তর সরল (?) দুরাশা আমার নেই।



এই যে আমি বেঁচে আছি, অনেকটা মরার মতো। তবু মাঝে মাঝে ফোস ফোস করি। আরো মরে যেতে চাই। এটা লালনের 'মরার আগে মর', সেই মরন। কিন্তু সম্পূর্ণ পারছিনা। আমি নিশ্চিত করে বলতে পারি, আমার আদৌতে কিছুতে লোভ নেই। তবু ভালোবাসা সংক্রান্ত একটা চিন্তা আমাকে ভাবায়। আমি যদি কাউকে ভালোবাসি, আপন করে চাই- একান্ত নিজের করে চাই- সেখানেও কি লোভ নেই? লোভ কি? যা আমার নেই, তা আমি চাই, যেকোনো মূল্যে। আত্মসংবরণ যেখানে অনুপস্থিত সেখানেই তো লোভ তার জ্বিহবা বের করে হাসে। তবে ভালোবাসা, সেখানে আত্মসংবরণ করে কি ভালোবাসা বাসি করা যায়?



আরো বিভাজিত করে দেখা যায়, যদি এক পাক্ষিক হয়, তবেই আত্মসংবরণ না থাকলে লোভ এসে পড়ে। তবে যদি দ্বিপাক্ষিক হয়, তবে আর সেখানে আত্মসংবরণ এর প্রশ্ন আসে না লোভ ও আসে না। আবার আসে, যদি দ্বিপাক্ষিক ভালোবাসায় বাঁধা আসে। একজন আরেক জনকে চায় তীব্রভাবে চায়। সেখানে কি অন্যকে পাওয়ার লোভ নেই।



আসলে লোভ কী। লোভ হলো আমার যা নেই তা আমার চাই। সামর্থ্য উপেক্ষা করে যা চাই, তাই লোভ। (আমি ভুল ব্যাখ্যা দিচ্ছি নাতো?) সেটা সম্পদ হতে পারে, ক্ষমতা হতে পারে, জায়গা-জমি হতে পারে। তেমনি প্রেয়সী ও তো হতে পারে। প্রিয়োকে তীব্রভাবে চাওয়া, বাস্তবতা বিবেচনায় না নিয়ে যেকোনো মূল্যে চাওয়া কী লোভ হবে না। আর লোভে পাপ, পাপে মৃত্যূ। তবে সমীকরণটা কী দাড়ালো? ভালোবাসায় লোভ, লোভে পাপ, পাপে মৃত্যূ। আরো শটকাট করলে ভালোবাসায় মৃত্যূ।



আজ আমার জন্মদিনে মৃত্যূ নিয়েই বলি। আমি আমার মৃত্যূ যেভাবে চাই সেটা বলি। কষ্টবিহীন মৃত্যূ। ঘুমাবো আর উঠবোনা। কিন্তু জানি দেহ থেকে প্রান এতো তাড়াতাড়ি বের হয় না। তবু আমার ইচ্ছা, কষ্টহীন মৃত্যূ। দিনটি হবে এই ১০ ই এপ্রিল। যেদিন জন্ম সেদিন মৃত্যূ। আমি যদি খুব বিখ্যাত হয়ে যাই, আর যদি একই দিনে মৃত্যূ বরণ করি তবে আমার জন্মদিন পালন হবে না মৃত্যূ দিন পালন হবে?



Michel de Nostredame ফ্রান্সের বিখ্যাত ভবিষ্যত বক্তা। তিনি পৃথিবীর অনেক ঘটনা আজ থেকে ৪৫০ বছর আগেই বলে রেখেছেন। তিনি বলেছিলেন তার মৃত্যূর সময় বৃষ্টি হবে। কিন্তু হয়নি। তবে, কথিত সময়ের কাছাকাছি সময়ে তিনি মারা যান। আমি কিভাবে মারা যাবো এইটা জানিনা বলেই বেঁচে থাকার আশা আমৃত্যূ জিইয়ে রাখি।



আজকের দিনে আমার প্রার্থণা হলোঃ পৃথিবীর সকলে ভালো থাকুক। সুস্থ থাকুক। সুন্দর থাকুক। প্রত্যেকের সুন্দর সুন্দর ইচ্ছাগুলো পূরণ হোক। শান্তি বিরাজ করুক সব জায়গায়।







এই পায়েশ আমার মা রেধেছেন আমার জন্য। একা একা খেতে ইচ্ছা করলো না, তাই সবার সাথে শেয়ার করলাম। ভালো থাকুন সকলে।

মন্তব্য ৭০ টি রেটিং +৫/-০

মন্তব্য (৭০) মন্তব্য লিখুন

১| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩১

পড়শী বলেছেন: শুভ জন্মদিন সজীব।

১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৯

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ পড়শী।

ভালো থাকুন।

২| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪২

লিন্‌কিন পার্ক বলেছেন:
শুভ জন্মদিন !:#P !:#P

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ লিন্‌কিন পার্ক ভাই।

৩| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৬

আজ আমি কোথাও যাবো না বলেছেন: শুভ জন্মদিন! !:#P !:#P !:#P

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: আজ আমি কোথাও যাবো না ভাই, অনেক অনেক ধন্যবাদ।

৪| ১০ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৬

শিশু বিড়াল বলেছেন: happy birthday to u bhaia :) god bless u :)

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৪

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ও শিশু বিড়াল আপনাকে ধন্যবাদ।

৫| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:০৭

পেন্সিল চোর বলেছেন: happy happy birthday...happy happy birthday...birthday blast.
happy birthday.wish you all the best-pencil chor

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হাঃ হাঃ হাঃ খুব খুব খুব ভালো লাগলো। আপনার মন্তব্যটি। ভালো থাকুন।

৬| ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৮:৩৩

মামুন রশিদ বলেছেন: জন্মদিনের অনুভূতি মন ছুঁয়ে গেলো ।



শুভ জন্মদিন ব্রো.. !:#P !:#P

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: মামুন৬৫৩ ভাই, অনেক দিন পর আপনার দেখা পেলাম। নিশ্চয়ই ভালো আছেন। ভালো থাকুন।

৭| ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:০৫

এম এম কামাল ৭৭ বলেছেন: শুভ জন্ম দিন। পায়েশটা খুব টেস্টি হয়েছে, খয়ে মজা পেলাম। ধন্যবাদ।

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: এম এম কামাল ৭৭ ভাই, আমার মা অত্যন্ত ভালো রাধেন। মজা হতেই হবে। ধন্যবাদ আর ভালো থাকবেন।

৮| ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৩০

জুন বলেছেন: শুভ জন্মদিন সজীব :)

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: জুনাপু, মনটা খারাপ হয়েছিল গত কাল। আমার জন্মদিনে আমার ফেসবুকে কেবল দুইজন উইস করলো। ফোনে কেবল একজন। কেউ ম্যাসেজ পাঠায় নি। তাই এই লেখা। আমার ব্লগের বন্ধুরা ঠিকই উইস করেছেন। আজ মনটা ভালো হয়ে গেল। ভালো হওয়ার আরো একটা কারন আছে। আজ ইন্টারভিউ দিয়ে এলাম। পদোন্নতির। আশা করি হয়ে যাবে। দোয়া করেন।

৯| ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫০

খিয়ারি বলেছেন: শুভ জন্মদিন।
:) শুভ সারাদিন।
শুভ বহুতদিন।

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ খিয়ারি। ভালো থাকুন।

১০| ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:৫৫

স্পাইসিস্পাই001 বলেছেন: শুভ জন্মদিন .....

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫১

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: স্পাইসিস্পাই001 ভাই, ধন্যবাদ। ভালো থাকুন।

১১| ১১ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:১৫

সািহদা বলেছেন: শুভ জন্মদিন .....

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫২

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ সাহিদা। ভালো থাকুন। হ্যাপি ব্লগিং।

১২| ১১ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭

মুনসী১৬১২ বলেছেন: শুভজন্ম দিন

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৪

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: মুনসী১৬১২ ভাই, একটু কী খেলো টাইপ হয়ে গেলো? নিজের জন্মদিন নিজেই ঢোল পিটিয়ে প্রচার করছি। সে যাই হোক, আমার মন খারাপ ছিল, তাই কী যে ছাই ছাতা লিখেছি জানি না। ভালো থাকুন। আর ধন্যবাদ।

১৩| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১০

স্বপনবাজ বলেছেন: শুভ জন্মদিন

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৪

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ স্বপনবাজ। ভালো থাকবেন।

১৪| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:১৩

শিপু ভাই বলেছেন: শুভ জন্মদিন

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: শিপু ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

১৫| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৪

ফারজুল আরেফিন বলেছেন: শুভ জন্মদিন !:#P

শুভকামনা.....।

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ফারজুল আরেফিন ভাই, ধন্যবাদ। ভালো থাকবেন।

১৬| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:২৬

শান্তা273 বলেছেন: শুভ জন্মদিন। !:#P !:#P !:#P

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৬

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: শান্তা273 আপু, ধন্যবাদ। ভালো থাকবেন।

১৭| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪৩

বোকামন বলেছেন:



শুভ জন্মদিন ..... ভাই,

আল্লাহ আমাদের সহায় হোক ....

সত্যের পথে .... সুন্দরের পথে ....

আস সালামু আলাইকুম

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ওয়ালাইকুম আসসালাম বোকামন ভাই। আল্লাহ আমাদের সহায় হোন।

১৮| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫২

মিষ্টি মেয়ে বলেছেন: শুভ জন্মদিন! আপনার জীবনের প্রতিটি মুহূর্ত সুন্দর হোক। :)

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৮

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ মিষ্টি মেয়ে। ভালো থাকবেন।

১৯| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৫

মো: আতিকুর রহমান বলেছেন: শুভ জন্মদিন ভাই !:#P !:#P । বেস্ট উইসেস...

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৯

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: মো: আতিকুর রহমান ভাই, অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

২০| ১১ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৬

আমি ময়ূরাক্ষী বলেছেন: শুভ জন্মদিন।

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: অনেক ধন্যবাদ আমি ময়ূরাক্ষী। ভালো থাকবেন।

২১| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৯

নির্ণায়ক বলেছেন: শুভ জন্মদিন।

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ নির্ণায়ক ভাই। ভালো থাকবেন।

২২| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১১

সাহাদাত উদরাজী বলেছেন: শুভ জন্মদিন।

১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৯

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ সাহাদাত ভাই।

২৩| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৩:১১

সাহাদাত উদরাজী বলেছেন: শুভ জন্মদিন।

১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৩৯

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ।

২৪| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১০

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
শুভ জন্মদিন। পায়েশ খেতে মন চায়।

১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: হায় হায়, পায়েশ খাওয়ার জন্যই তো দিলাম। খাননি? ডায়াবেটিকস নাকি? হাঃ হাঃ হাঃ। যখন মনে চায় চলে আসুন। পায়েশ খাওয়াবো।

২৫| ১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ৯:১৫

বৃতি বলেছেন: জন্মদিনের অনেক শুভেচ্ছা :)

১২ ই এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪১

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: বৃতি, অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

২৬| ১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৩১

শিপু ভাই বলেছেন:
আপনাকে শুভেচ্ছা জানানো মন্তব্যটা আমার ১৬০০০তম মন্তব্য!!!

১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২৫

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: তাহলে বলতে হবে এইটা আমার এক দুর্লভ সৌভাগ্য।

২৭| ১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৩

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: আজ কয়েকদিন হল শরীরটা ভালো যাচ্ছে না। এই কারণে ব্লগে আসা একপ্রকার বন্ধ। কিন্তু আজ একটা ইউটিউব ভিডিও দেখার জরুরি তাগিদ অনুভব করলাম। আর ইউটিউবে ঢুকতে হলে চোখ বন্ধ করে প্রথমে আপনার ব্লগে আসি। এসে দেখি, আপনার জন্মদিন পার হয়ে গিয়েছে!!!

আমি অবশ্য জন্মদিন উদযাপন করবার দলে নই। বয়স বাড়ার অর্থই হল মৃত্যুর দিকে আরেক ধাপ এগিয়ে যাওয়া। অনেকে আমাকে নৈরাশ্যবাদী হিসেবে আখ্যায়িত করবেন। কিন্তু আমার খারাপ লাগে এই জীবনে সজ্ঞানে এবং অজ্ঞানে করা পাপগুলোর কারণে। সময় এত দ্রুত চলে যাচ্ছে, কিন্তু এই পাপের প্রাশ্চিত্যগুলো এই পৃথিবীতে করে যেতে না পারলে পরলোকে সমস্যা আছে বলে আমি মনে করি। এই কারণে জন্মদিন আমাকে অনেক কম হাসায়, অনেকটুকু কাঁদায়।

যাই হোক, শুভ জন্মদিন সজীব ভাই।

১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: লেটার ইজ বেটার দেন নেভার, বন্ধু।

২৮| ১২ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:১৬

উৎকৃষ্টতম বন্ধু বলেছেন: জন্মদিনের কথা উঠবার কারণে ইঙ্গমার বার্গম্যানের কথা মনে পড়ে গেল। এই গুণী পরিচালকের প্রায় প্রতিটা ছবিতেই এত বেশী দর্শন স্থান পেয়েছে যে দেখলে অবাক হতে হয়। আশা করি আপনি সবগুলো দেখবেন।

১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:১৮

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ইঙ্গমার বার্গম্যানের ? এর আগে নাম শুনিনি। আপনি বললেন যখন তখন তো একটু খোজ খবর করতেই হয়।

ভালো আছেন নিশ্চয়ই।

২৯| ১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৩:২০

আমিনুর রহমান বলেছেন:

শুভ জন্মদিন। আপনার ভাবনা যেন প্রতিফলিত হয় বাস্তব জীবনেও

পৃথিবীর সকলে ভালো থাকুক। সুস্থ থাকুক। সুন্দর থাকুক। প্রত্যেকের সুন্দর সুন্দর ইচ্ছাগুলো পূরণ হোক। শান্তি বিরাজ করুক সব জায়গায়।

১২ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২১

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ আমিনুর রহমান ভাই। ভালো থাকবেন। এইটা যে আমার কেবল জন্মদিনে প্রার্থণা, তেমনটা নয়। এটা আমি প্রতি ওয়াক্তে প্রার্থণা করি।

আমার এই লেখাটা যে নির্বাচিত পাতায় উঠে আসবে তা কল্পনা ও করিনি। কেননা আমার অনেক ভালো লেখা নির্বাচিত পাতায় আসে না। আর এটা তো একান্ত আমার ব্যক্তিগত খামখেয়ালীর কথামালা মাত্র! তবু সামুকে ধন্যবাদ। নির্বাচিত পাতায় লেখা দেখতে ভালো লাগে।

৩০| ১২ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

টুম্পা মনি বলেছেন: সুন্দর লিখেছেন। আপনার ক্ষীরের ছবি দেখে আমি কয়েকবার ক্যান্টিনে গিয়ে ক্ষীর আইসক্রিম খেয়ে এসেছি। আবার খেতে ইচ্ছে করছে।

শুভজন্ম দিন। সুখী হন।

১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৩৬

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ক্ষীর আইসক্রীম আছে নাকি? কারা বের করলো? জানি না তো! আমি আইসক্রীম পছন্দ করলেও এখন ঠান্ডা কিছু ধরলেও হাত চুলকায়। এইটা কেমনতর রোগ কে জানে? যাই হোক, ধন্যবাদ টুম্পা মনি। ভালো থাকবেন। আর হ্যাঁ, পারলে কোম্পানীর নামটা একটু বলেন তো, আমার আম্মুকে এনে খাওয়াবো। তিনি নিশ্চয়ই অবাক হবেন!

৩১| ১২ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:০৪

টুম্পা মনি বলেছেন: পোলারেরটা আমাদের কলেজ ক্যান্টিনে পাওয়া যায়। ছোটটা ৪৫ টাকা, বড় ২৫০ টাকা। ইগলুরও সম্ভবত আছে।

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ টুম্পা মনি।

৩২| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩১

সৈয়দ মনজুর মোর্শেদ বলেছেন: শুভ জন্মদিন :)

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৪২

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ, সৈয়দ মনজুর মোর্শেদ ভাই। ভালো থাকবেন।

৩৩| ১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ২:২৪

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:

ক্ষীরটা অবশ্যই মজা হয়েছিল -

লেইট কথিত শুভজম্মদিন - কিছু শুভকামনা উহ্য থাকে- হ্য়তো থাকবে - থাকার প্রয়োজন বোধ হয় - কারন বড় হতে হয় তো - :P

মূল কথা হইলোওও জম্মদিন জম্মদিন খেলা কখনোওও খেলা হয় নি - তাই কাগজের নৌকা ভাসানোর মত উপভোগ অথবা নিজস্ব কথাটুকু বলা হয়ে উঠে না - মদ্দ্যকথা এটাই !!


তবুও শুভজম্মদিন !! শুভ কামনা - আগামী দিন গুলো ক্লান্ত-শান্ত নিমিষেই উবে যাক - উৎফলিত হোক শুভ্রতার মতোওওওওও




১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩০

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: বিকারগ্রস্থ মস্তিস্ক (আমার এক মাত্র ছোট ভাই) ধন্যবাদ। সরাসরি সব কথা মাঝে মাঝে বলা হয়ে উঠে না, তবু আমরা মনে মনে অনেক কিছু বলি। অনেক কিছু করার চিন্তা করি। এগুলো হয়তো কেউ জানে না। যার জন্য চিন্তা করি সে না জানলেও এই মনে করা বা চিন্তা করা একেবারেই বৃথা নয়। এর ও অনেক মূল্য আছে।

পায়েশ এর মজা উপভোগ আর পায়েশ ভোগের একমাত্র সাক্ষীকে আমার ব্লগে পেয়ে সবাইকে বলতে চাই, পায়েশটা সত্যি মজা হয়েছিলো। গুড়ের পায়েশ।

৩৪| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৮

শায়মা বলেছেন: হ্যাপী বার্থডে ভাইয়া!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!



অনেক অনেক অনেক শুভকামনা!!!!!!!!!!!!:) :) :)

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৬

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: ধন্যবাদ আপি। আপনার শুভকামনা সত্যি হয়ে উঠুক, বসন্তেরই মাতাল সমীরণে, যে নতুন আশা নিয়ে সবুজে সবুজে ভরে উঠে বিটপী, কলিরা মেলে দল, তার কিছু রঙ যদি এসে লাগে এই প্রাণে!

অনেক অনেক ধন্যবাদ।

৩৫| ১৩ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০৮

শ্রাবণ জল বলেছেন: এটা তো কাউন চালের পায়েশ!! আমার ফেভারিট ! :) :) দেখেই খেতে মন চাইছে! :(

ওহো ! শুভ জন্মদিন! দেরিতে হলেও! :)

১৩ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৭

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: কেমন আছেন শ্রাবণ জল। নিশ্চয়ই ভালো আছেন।

অনেক অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.